আপনার সিম্বিয়ান থেকে যে কোন ফাইল খুজে বের করুন !

আমাদের মোবাইলে কত রকমেরই না ফাইল আছে ! কিন্তু সময় মত সেগুলোকে খুজে পাওয়া যায় না ! ফলে অনেক খোজাখুজি করে বের করতে হয় ! আর নয় খোজাখুজি , এবার সফটওয়্যারই আপনকে খুজে বের করে দিবে সেই ফাইল ! প্রথমে এখান থেকে সার্চ নামের সফটওয়্যারটি ডাউনলোড করুন ! ডাউনলোড হয়ে গেলে ইন্সস্টল দিন এবং ওপেন করুন !

TTC Tunes

TTC Tunes
এবার অপশন থেকে Unmark সিলেক্ট করুন !

TTC Tunes
এখন কোন ধরনের ফাইল খুজে বের করবেন সেটি মার্ক করুন এবং ওই ফাইলের নাম লিখুন এবার Search এ সিলেক্ট করুন !

TTC Tunes
দেখুন ওই নামের যত ফাইল আছে সব চলে এসেছে !

TTC Tunes
এবার অপশন থেকে Open এ সিলেক্ট করুন !

TTC Tunes
কাজ শেষ !

একটু লক্ষ্য করুন :

  • আপনি যদি Messages সার্চ করতে চান তাহলে Messages এ মার্ক করতে হবে !
  • E-mail সার্চ করতে চাইলে E-mails এ মার্ক করতে হবে !
  • Event সার্চ করতে চাইলে Calender Events এ মার্ক করতে হবে !
  • Contact সার্চ করতে চাইলে Contacts এ মার্ক করতে হবে !
  • To-do খুজতে চাইলে To-dos এ মার্ক করুন !
  • Note খুজতে চাইলে Notes এ মার্ক করুন !
  • এগুলো ছারা যদি Mp3, software, photo etc. খুজতে চান তাহলে Other files এ মার্ক করতে হবে !
  • আর যদি সব ধরনে ফাইল খুজতে চান তাহলে All এ মার্ক করতে হবে !
  • বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
    এই টিউনটি ফেজবুকে
    শেয়ার করুন !
  • Level 2

    আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    Valo hoyeche. Apni to dekhchi symbian mobile ke computerer puro bikolpo baniye charben. Apner ei procestake salute korlam.

    Amar N97 a update eror ase?

    Bhai amar E5 a o update error asay ki korbo janaben pls. I am waiting for ur answer

    software tir update kora hoyase. Jader kaj hoinai, tara download kore try korun

    update erro! Mare e63 te; uid chang korom kemne screen soot kore dekhan

    Bhai kamon asen? Bhai abar download korsilam but update error sis editor kothi pabo janalay khushe hobo.