ওয়েবক্যাম না থাকা সত্বেও যদি সিমবিয়ান এস ৪০ ফোন দিয়ে ওয়েবক্যাম তৈরী করা যায় তবে ব্যাপারটা অনেক মজার না?
আসুন দেখে নিই কিভাবে নোকিয়া ৩১১০ ফোনকে ওয়েবক্যামে পরিণত করা যায়!!
আমি আমার ডেস্কটপ পিসিতে এবং একটি নোকিয়া ৩১১০ ফোনকে যেভাবে mobiolawebcamlite সফটওয়্যার ব্যবহার করে ওয়েবক্যামে পরিণত করেছি তা হলঃ
১. প্রথমে mobiolawebcamlite_v1_0 সফটওয়্যারটি ডাউনলোড করুন । 4SHARED থেকে নামাতে পারেন ভালোভাবে(৭ দিনের ট্রায়াল ভার্সন )
২. সফটওয়্যারটি স্বাভাবিক ভাবে ইন্সটল করুন।
৩. এবার ব্লু-টুথ এর কম পোর্ট নির্বাচন করতে হবে। এর জন্য পিসির Blutooth Setting এ গিয়ে COM PORTS এ দেখে নিন কোনটি incoming এবং উদাহরণসরুপ COM7 বসান।
৪. পিসি এবং ফোনের ব্লু-টুথ অন করুন।
৫. ফোনের জন্য mobiola-web-camera-lite-for-j2me সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ফোনে ইন্সটল করুন। অবশ্য mobiolawebcamlite_v1_0 সফটওয়্যারটির মধ্যেই mobiola-web-camera-lite-for-j2me পেতে পারেন।
৬. ফোন সফটওয়্যার রান করে কানেক্ট চাপুন, এরপর আপনার পিসি পেলে শুরু হয়ে যাবে ব্লু-টুথ ওয়েবক্যাম। ফোনের Application Access গুলো অথবা Always allowed অথবা Ask First Time Only করে রাখুন।
** মাফ করবেন ক্যামেরা শব্দ বন্ধ হয়না!
ভাই দুঃখিত ৩১১০ এ ভিডিও আকারে হয়না এবং ক্যামেরা শব্দ বন্ধ হয়না!। তবে S-60 ফোনে ভালভাবে কাজ করে…
অসংখ্য ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।
আমি asad.eee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnakeo thanks. priyo te rakhar jonno linkta deken
https://www.techtunes.io/techtunes-resource/tune-id/28373/
problem ta apnar phoner browser ar upor depend korte pare..