যে “ভ্যালু এ্যাডেড সার্ভিস” দিয়ে আপনাদের মুগ্ধ করবোই —promised by প্রিন্স মাহমুদ

সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার টিউনটি শুরু করছি । ইন্টারনেট নিয়ে কিছু সমস্যার কারনে প্রয় ২৬দিন পর টিটিতে আসলাম , তাই ভাবলাম আজ ছোট্ট একটি টিউন করবো। ব্যস্ততার করনেই নিয়মিত টিউন করতে পারিনা , তবে চেষ্টা করবো আগামী এপ্রিল থেকে নিয়মিত অন্তত মাসে ৩/৪টি

প্রসঙ্গিক কথা ঃ  আমি যে সার্ভিস নিয়ে বলবো সেটির কি সুবিধা আসুন আগে সেটি জেনে নিই , ধরুন ১০টার সয়ম এপনি একজনের সাথে মিট করবেন কিন্তু ভাগ্যক্রমে ০৯:৪৫মিনিটে আপনার বড় ভাই কিংবা বাবার সাথে ২ঘন্টার জন্যে থাকতে হচ্ছে যখন আপনি ফোন বোন্ধ রাখতে বাধ্য  তার সাথে ফোনে যোগাযগ সম্ভব না , বা আপনি ১ঘন্টা  নামাজে বা জরুরী কাজে থাকবেন যখন ফোন রিসিভ করা সম্ভন না । এমন সময় যদি ফোন বন্ধ থাকা সত্ত্বেও আপনার কলার আপনার ফোনে কল দিয়ে আপনার সমস্যাটি বুঝতে পারতো অথাৎ আপনার সাথে কথা না বলেই , তাহলে কেমন হতো ??? হা নিশ্চয়ই সম্ভই !! এবং খুবই সমান্য খরচে (০.১২টাকা ভ্যাট সহ ) এবং প্রতি মিনিটে এই ভয়েস পরিবর্তন করা সম্ভব।

এটিই আমার টিউন বিষয় বস্তু আপনাদের অবগত করার চেষ্ট করবো। .............................

 এয়ারটেল এর ভয়েস মেইল সার্ভিস নিয়ে”

প্রথমেই বলে নিয় , প্রতিটি কম্পানীতেই আপনি ভয়েস মেইল সুবিধা ফ্রি তে পাবেন কিন্তু কোনটাতেই ভয়েস কাস্টমাই সিস্টেম পাবেন না । ওগুলোতে যদি কেউ ভয়েসমেইল চালু করে রাখে তবে ফোন অটো রিসিভ হয় , ( আমার তো রিতিমতো রাগ হয়ে যায়) তবে এটি আপনার ভালো লাগবেই , অন্যের সাথে পার্থক্যই এটা ।

কোন করনে ব্যাস্ত, বা চাচ্ছেন যে ফোন রিসিভ করবেন না বা নেটওয়ার কভারেজ এর বাইরি আছেন বা আপনার ফোনে নেটওয়ার্ক নাই বা ফোন বন্ধ আছে ।আপনি চাইলে আপনার ভেয়েস রেকর্ড করে রাখতে পারেন মাত্র ০.১২পয়সা এর ফলে কলার আপনাকে ফোন দিলে ও রেকর্ডটি শুনবে।

আমার কাছে ভুবই ভালো লেগেছে তাই শেয়ার করলাম ।  ইচ্ছা হলে আপনিও চালু করে নিতে পারেন।

আর এই রেকর্ড চাইলে প্রতি নিটেই চাইলে চেন্জ ও করতে পারেন । আপনি (+৮৮০১৬-৮১৬৪৯৭৭৬ ) এই ফোনটি তে কল দিলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে । (এখানে আমার ভয়েস রেকর্ড করা আছে)

তবে আমি আপনাদের কে বিজ্ঞাপন করার জন্যে নিউনটি করি নাই । এটা নিয়ে টিউন করার মেইন করন হলো এই সার্ভিসের কাস্টমাইজ সিস্টেমটা আমাকে মুগ্ধ করেছে।

তিনটি মুডে আপনি এটি চালু করতে পারেনঃ

  • For All Calls
  • For Busy Calls
  • For No-Answer Calls

১/ প্রথমে Airtel menu >Select Self Service > Select Voicemail > Select Activate থেকে

সার্ভিস টি এ্যাকটিভ করে নিন।

২/ ৭৮৯ এ কল দিয়ে নির্দেশনা গুলো অনুশরন করুন (.০১২/মিনিট ভ্যাট সহ)

৩/ স্কিন শর্টে মার্ক করা স্থানটি এড়িয়ে যান

অন্নান্য কোম্পনীতে ভয়েস মেইল সম্পূন্য ফ্রীতে এ্যাকটিভ ও ডিএ্যকটিভ করার নিয়ম।

সরাসরি ফোন থেকে ডায়াল করুনঃ

**২১*১২৬৬# (গ্রামীনফোন)

**২১*৮১২১# (একটেল/রবি)

**২১*৭৭০#  (বাংলালিংক)

**২১*১২৩৪# (টেলিটক)

আর সবগুলোতেই ডিএ্যাকটিভ করার নিয়ম হলো *#২১#  আরো জানতে এয়ারটেল ওয়েবসাইট  এ নক করুন

কিছু সমস্যাঃ- আপনি আপনার সিমে ১৫টাকার উপর ব্যালেন্স রাখবেন , এবং নিচের নিয়মে এ্যাকটিভ করবেন । এখন একটি ম্যাসেজ আসতে পারে (no enough balance...............) আসলে এটি সিস্টেমে কিছু BAG রয়েছে এই জন্যে হতে পারে , যদি এমন ম্যাসেজ আসে আপনার একাউন্টএ ১৫টাকার উপর ব্যালেন্স থাকা সত্ত্বেও তাহলে একটু কষ্ট করে বিষয়টি কাস্টমার ম্যানেজারকে অপগত করুন , আপনার নিকট হতে এরটি কম্পিলন নিয়ে কিছুক্ষনের মধ্যে ঠিক করে দিবে।  এটি বলার কারন হলো আমি দুটি সিমে চালু করেছি দুটিতেই বলছে পর্যাপ্ত ব্যালেন্স নেই , কিন্তু কম্পিলিন দেওয়ার পর ঠিক হয়ছে।

আজ এ পর্যন্তই ভালো থাকবেন।

Level 0

আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Every success story is a story of great failure


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাইয়া , কিছুটা সময় নিয়ে হলেও দরুন একটি টিউন করে আবারও চমকিয়ে দিলেন । অসংখ্য ধন্যবাদ আপনাকে

Level 0

Airtel eo to auto recive hoy, Ami agei kore dekhsi

    অন্যের সাথে এর স্পেসালিটি হলো , আপনি আপনার রেকডকৃত ভয়েসটি তাৎক্ষনিক আপনার কলারকে শুনাতে পারতেছেন ।

Level 0

আচ্ছা ভাই আমি যদি ভয়েস মেইল একটিভ করি তাহলে যে আমাকে ফোন দিবে তার কি কোন টাকা কাটবে ??

    জী টাকা কাটবে। কারন আপনি তার রেকর্ডকৃত ম্যাসেজটি শুনতে পাবেন।

Level 0

ধন্যবাদ মাহমুদ ভাই

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @ফয়সাল ভাই

Level 0

acha gp te eta korle 01700001266 e forward hoy. ekhane ki bole keu ki janen? gp te ami amar moto voice dite parbo na?
android 2.1 er jonno answering machine typer kono app jana ase apnader?

    জী, আমি আমার টিউনেই বলেছি , জিপি এর এই সার্ভিসটি আমার পছন্দ হয়নি ,

    ধন্যবাদ আপনাকে।

nice tune, thanks bro…..keep on.

ধন্যবাদ মাহমুদ ভাই

তার চেয়ে তো Melon Voice Inbox ব্যবহার করা ভাল। তবে এটি সুধু symbian set এর জন্য।

    ধন্যবাদ সাইদ ভাই ! ওটা আমার জানা নেই , আর সবার জন্যে তো সেমবিয়্যান সেট ব্যাবহার করা টাও সম্ভব না, তাইনা ?

Airtel a jara caller tunes use kore tader jonno ai service ta free. Bistarito jante 786

ধন্যবাদ ভাইয়া..

আপনাকেও ধন্যবাদ।

Level 2

Thanks

nice

o good
আর মাসে ৩/৪ টি টিউন মাত্র
মাসে ৩০/৪০ টিউন চাই চাই চাই

    বেশ কয়েকটি আইডিয়া আছে ! তবে আমি একটু সময় নিয়ে মানসম্পন্ন টিউন করার পক্ষে……….

    ধন্যবাদ আপনাকে।

ভাইয়া বানানের দিকে একটু লক্ষ
দিবেন !
টিউনটির জন্য ধন্যবাদ

যারা ফনেটিক বা অভ্র ইউজ করে , তাদের বানান ভুল হওয়ার কিছু যৌক্তিক করন থাকে।

(আর সেই জন্যে টিউনে টুকটাক বানান ভুল নিয়ে কেউ কখনোই বলে না , অর্থাৎ তার মানে এই না যে তার বানান টি জানা ছিল না । )

ধন্যবাদ গঠকমূলক পরামর্শ দেওয়ার জন্যে……….ভালো থাকবেন।।

    আসল কথা হল আমরা সাবাই ভুল করে অনেক ভুল কে সঠিক ভাবে পড়ি !তাই বলে কেউ ভুল করলে তাকে ভুলের জন্য কিছু বলা যাবেনা তা ঠিক না
    ভাইয়া নিজের ভুল যদি নিজে দরতে পারত তা হলে কেউ কোন দিন ভুল করত না
    টিউনের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ !

Did anyone know a FM- recording software ??? (s60v2) I really want to record many gr8 songs on FM radio (not visual FM), but how? And which soft? I ‘ve try some call recording soft (ALON,CR …) but it didn’t work (it can’t record when I start FM with loudspeaker) So Is it possible to record radio ? Please help me , thanx !