আমরা যারা সিম্বিয়ান মোবাইল ব্যবহার করি তারা সকলে কম বেশি TTPOD মিউজিক প্লেয়ার এ গান শুনতে ভালবাসি। এটার সুবিধা হল এটাতে গানের সাথে গানের lyrics ও দেখা যাই । কিন্তু সব গানের lyrics এই player দিতে পারেনা শুধু মাত্র English গান ছাড়া। কিন্তু এখন আপনি চাইলেই TTPOD এ যোগ করতে পারবেন আপনার পছন্দের গানের lyrics ।
কাজ টি খুবই সহজ । নিচের ধাপ গুলো অনুসরণ করুন............
১। প্রথমে এই লিঙ্ক এ গিয়ে মাত্র ২ mb এর DIVXLAND MEDIA SUBTITELER নামে সফটওয়্যারটি আপনার কম্পিউটার এ ডাউনলোড করে ইন্সটল করুন ।
২। এখন আপনার পছন্দের গানের lyrics টি GOOGLE মামার কাছে গিয়ে সার্চ করে lyric টি copy করে notepad এ paste করুন এবং গানের নাম দিয়ে সেভ করুন ।
৩। এবার OPEN→ DivXland media subtiteler এবং ,
File→open text (select text file ) এখানে আপনি গানের নোটপ্যাড টি সিলেক্ট করবেন।
File→open audio (select player then ok ) এখানে আপনি গানটি সিলেক্ট করবেন।
৪। এরপর নিচে captioning mode এ press and hold অপশন টি সিলেক্ট করুন।
৫। গানটি প্লে করুন এবং গানের সাথে মিলিয়ে lyrics এর লাইন গুলো সিলেক্ট করুন (APPLY তে ক্লিক করে )
৬। গান এবং lyrics এর কাজ শেষ হলে ফাইল টি সেভ করুন এখানে গিয়ে
settings→general settings →deselect all selected things→ok
File→save as → karaoke lyrics lrc নামে ফরম্যাটে সেভ করার সমই গানের নাম শেষে .lrc দিয়ে সেভ করুন।
৭। এবার lrc ফাইল টি আপনার মোবাইল এর মেমোরি কার্ড এ গিয়ে
ttpod→lyrics→paste করুন।
৮। খেয়াল রাখতে হবে Lyricsফাইল টির নাম অবশ্যই গানের নামের সাথে মিল থাকতে হবে। যেমন: Kolaveri Di.mp3 >>>>>>> Kolaveri Di.lrc
এবার আপনার মোবাইল এর ttpod start করুন এবং গানটি চালান দেখুন lyrics দেখা যাই কিনা ......।।
বিঃ দ্রঃ tune টি শুধু মাত্র যারা ttpod use করেন আর যারা কাজ টি করতে আগ্রহী।
Tune টি অভ্র দিয়ে করা তাই অনেক বানান ভুল হয়েছে , এবং আমার প্রথম tune তাই ক্ষমা করে দিবেন আশা করি। (tune টি লাগলে বা খারাপ লাগলে উপদেশের মাধ্যমে জানিয়ে দিবেন।)
আমি Diptta। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু জানতে খুব ভাল লাগে।
বাহ ! দারুন।
আমার কাজে লাগবে। ধন্যবাদ 🙂