তথ্য ও প্রযুক্তির প্রতি প্রবল আগ্রহ থাকায় টেকটিউনস এবং এই জাতীয় ওয়েবসাইট গুলোতে প্রায় নিয়মিতই ভিজিট করি । এই বিষয়ে জ্ঞানের আধিক্য বেশি না থাকায় টিউন করতে সাহস পাই না ।ইদানিং কেন যেন নিজেকে স্বার্থপর মনে হচ্চে । টেকটিউনস থেকে অনেক কিছু শুধু নিয়েই যাচ্ছি ,কিছুই দিতে পারছি না । তাই আজ সাহস করে একটা টিউন করেই ফেললাম । জানি ন এ সফটওয়ারটি নিয়ে কেউ টিউন করেছেন কি না? এটা আমার প্রথম টিউন ,ভুল-ভ্রান্তি হলে ক্ষমা-দৃষ্টিতে দেখবেন ।
তাহলে আসুন এবার কাজের কথায়।
আপনার মোবাইলটি যদি java/ symbian সাপোর্টেড হয় তাহলে এখনই মাত্র ২৮ কেবি বাংলা ক্যলেন্ডার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। আর সবসময় আপডেট থাকুন বাংলা এবং ইংরেজী তারিখের সাথে।
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ মোবাইল সফটওয়ার আছে এই লিংকটিতে ।
ডাউনলোড করতে নীচের লিংকটিতে ক্লিক করুন:
http://ideas4bd.com/download_page.php?item_id=2
টিউনটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।
আমি এমদাদুল হক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট ব্রউসিং করা আমার নিত্যদিনের অভ্যাস। আর এই অভ্যাসের চর্চা করতেই ব্লগিং এর প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ছি । ফেইসবুকে আমি :www.facebook.com/sust.sharif
Nice apps brother. Thank You