দারুন অফার!ফ্রি 45mb নিন!

অনেক দিন পর ইন্টারনেটে বসলাম। পরীক্ষা ছিলতো তাই। হঠাত করে টিউনটা লিখে ফেললাম।

যেকোন গ্রামীনফোনে ৪৫এমবি ইন্টারনেট ফ্রি পেতে পারেন। এর জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না।

প্রথমে message অপশনে যান।টাইপ করুন CLICK এবং পাঠিয়ে দিন 9999 নাম্বারে।

কিছুক্ষণ পরে একটি confirmation message পাবেন।প্রাপ্ত মেগাবাইটের মেয়াদ 30 দিন।

একদম ছোট টিউন হওয়ায় দুঃখিত। আমি এর আগে কোন টিউন করি নাই।

ভালভাবে হয়তো উপস্থাপন করতে পারলাম না!

Level 0

আমি ফারহানুল হাসান পাপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছাত্র শ্রেণী: দ্বাদশ (বিঞ্জান) পুলিশ লাইন্স হাই স্কুল আ্যান্ড কলেজ, বগুড়া।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেউ কি বলতে পারবেন torrific.com ওয়েব সাইটে ডুকা যাচ্ছে না কেন?

Level 0

vai kono confirmation asenai to!ki dia check korte hbe?

সুন্দর টিউন। কাজে লাগবে। আচ্ছা মোবইলের Call Log Clear করার জন্য কি কোন নম্বর আছে। যেমন ফোন ফরমেট দেয়ার জন্য ব্যবহার করা হয় *#৭৩৭০# যদি কারো জানা থাকে তবে জানালে উপকার হয়। ইমেইল[email protected].

    Level 0

    Phone passwad dan hoya jaba.

    @রাশিকুল: @রাশিকুল: ভাই লগ ক্লিয়ার করার জন্য Phone passwad dan jamon nokia-12345 ধন্যবাদ।

      @sakir hossain:
      না ভাই। আমার মনে হয় আপনারা উনার প্রশ্ন বুঝতে পারেন নাই।
      আমার মনে হয়, উনি এমন একটা শর্টকাট নম্বর চাচ্ছেন যেটা টাইপ করলে অটোমেটিক্যালি কল লগ ক্লিয়ার হয়ে যাবে।
      যেমন, আমরা *#06# চাপলে ফোনের IMEI নম্বর পেয়ে যাই সেরকম একটা সংখ্যা আরকি।

ভাই কষ্ট করে টিউন করলেন , অনেক ধন্যবাদ , আমি রিপ্লাই পেয়েছি ৪৫ এম বি পেয়েছি , কিন্তু *৫০০*৬০# এ কোন ডাটা ফ্রী নাই , আর লেখা আসে ইউ আর ইউসিং ডেইলি ইন্টারনেট প্যাক , তার পর ব্রাউজ করতে গিয়া অপেক্ষা করতে করতে ঘুমাইয়া গিয়েছিলাম , উইঠা দেখি একটা বাইট অ আসে নাই মানে রিসিভ হয় নাই , এইটা খুব দুঃখ জনক ট্রিক্স যার কোন ফল নাই , আছা ভাইয়া আপ্নে এই চেক কোড কই পাইলেন ? যেহেতু কাজেই লাগ্ল না তাই কইয়া দেন কি খবর এই ভেজাল ট্রিক্স এর …।

    ভাই ইশতিযাক ।ফারহানুল হাসান পাপন হযে় আমি বলছি নাছতে না জানলে উঠান বাকা।

      @অবুজ শিশু: কি অবুঝ শিশু ভাই ? কি বললেন ? নাচতে না জানলে উঠান বাকা ? ঠিক বলেছেন , আসলে আমি নাচতে পারিনা , আর উঠান এর তো কথা ই নেই , তবে নিজেকে এতটা অহংকারী হিসেবে প্রকাশ করবেন না , আপনি টিউন করেছেন আমি লিখেছি ও যে আমার চেক অফার একটিভ করে ৪৫ এম বি ডাটা ও দিয়েছে কিন্তু আমি সেই ডাটার কোন তথ্য কোন ভাবে পাইনি যে ওটা কোন ভাবে দেখতে পাব ?
      আপনি এটা নিয়ে আরও বুঝিয়ে বল্লেও পারতেন , সরসরি আক্রমন করে বসলেন ?

      @অবুজ শিশু: আর নেট ব্রাউজ তো করতেই দেয় না , ডাটা থাকলে তো এমন হয় না , আমি গ্রামীন এর পোস্ট পেইড সংযোগ ব্যাবহার করি যখন গ্রামিন ফোন সার্ভিস বাংলাদেশ এ আসে, এবং গ্রামীন জী পি আর এস সার্ভিস চালু করার সাথে সাথেই মাসিক ভিত্তিতে ইন্টারনেট ব্যাবহার করে আসছিলাম , তারপর প্রিপেইড সার্ভিস চালু হলে আমি প্রিপেইড এ মাসিক ভিত্তিতে ব্যাবহার শুরু করি , এখন ১ জী বি বা ৩ জী বি প্যাকেজ কিনে ব্যাবহার করি , ডাটা শেষ হলে ব্রাউজ করতে গেলে মোবাইল ফোন থেকে মেসেজ দেখায় check your internet service , আর আপনার দেয়া ট্রিক্স এ ৪৫ এম বি পেয়েও আমি ব্রাউজ করতে গেলে উপরোক্ত মেসেজ দেখায় , আপনি কি আমার সংযোগ আর মোবাইল সেট টা দিয়ে একটু চেক করে দেখবেন
      তারপর না হয় নাচার কথা বলবেন ।

      @অবুজ শিশু: ধন্যবাদ টিউন এর জন্য ।

    @ইশতিয়াক: ভাইয়া *৫৬৬*১০# দিয়া ডায়াল করুন। আপনার মেগাবাইটের ব্যালেন্স দেখাবে।

ভাই click টার খবর বলেন তো , আসলে কি ?

vai ak tune r kotobar pora jai bolen to?r oonno tuner vai dar bolce 45 mb gp jare khoshi day .ame already use kore falsi.r kono package age theke active kora thakle tahole 45 mb asbe na.

Level 0

1ta bisoy nia koy bar tune korben?ai bisoyta nia 4 dine 4ti tune kora hoyce jotto sob

Level 0

ধন্যবাদ; কাজ হয়েছে একটিভ করে কিছুখন ব্রাউজ করলাম, ১ M.B খরচ করলাম (Balance চেক করলাম *566*10 দিয়ে)

Level 0

Ami paini

Level 0

আমি প্রথম বার এসএমএস করে পাইনি কারন আমার আগের ইন্টারনেট একটিভ করা ছিল। তারপর আমি আগের ইন্টারনেট সার্ভিস কান্সেল করে শাথে শাথে এসএমএস করি তখন পাইনি, ফিরতি এসএমএস এ আমাকে জানাইল আমার আগের রেকুএস্ত পেন্দিং আছে। আমি আবার ঘন্তা খানেক পর এসএমএস করলাম ৯৯৯৯ এবং ৪৫ এমবি ফ্রী পাইলাম।

এখন কেউ কি বলতে পারেন আমি যদি আবার ইন্টারনেট দিএক্তিভ করি এবং ক্লিক এ এসএমএস করি তাহলে কি আবার ফ্রী পাওয়ার শুজগ আসে নাকি?

    Level New

    @rahatbd: .আগের ইন্টারনেট সার্ভিস কেমনে কেন্সেল করলেন ভাই ?

আমার এখনো মেসেজ আসে নাই আসলে 1টা চকলেট………………………

স্টুডিও তে কি ভাবে ছবি তুললে ছবির ভাল রেজাল্ট পাওয়া যায়???

Level 0

আমাকে একটু সাহায্য করুন ।
টেকটিউনস এর Style পরিবর্তন করার পর থেকে মোবাইল দিয়ে কোন টিউন করা যাচ্ছে না ।
সবকিছু complete করে যখন Publish এ ক্লিক করা হচ্ছে তখন server error দেখাচ্ছে ।এর সমাধান কি ?

আমার এখনো মেসেজ আসে নাই

Level 0

এই অফার কতদিন পর্যন্ত থাকবে কোন সম্মানিত টিউনার কি আমাকে জানাতে পারবেন???

thanks vai i have got 45mb.

Level 0

Dec month a gp sim a kono net use korle free net on hoi na.

যাদের ইন্টারনেট active আছে তাদের cancel করে নিতে হবে, এজন্য cancel লিখে 5000 এ send করুন। তারপর click লিখে 9999 এ send করুন। message send করার সময় account এ কিছু টাকা রাখবেন যদিও কোন টাকা কাটবে না। কারন টাকা না থাকলে ফিরতি message পাঠায় না। যাদের 1GB বা বেশি পরিমান package চালু আছে তাদের মাত্র 45MB free এর জন্য cancel না করাটাই ভাল হবে।

for check dial *500*60# or *566*10#

এরকম ক্যানও, আমি যদি ১গিগা পেকেজ ইউস করি তাহলে কি এটা চালু করলে আগের টা বন্ধ হইয়া যাইব………???

    আগেরটা বন্ধ করার পরেই আপনি ফ্রি টা পাবেন, বন্ধ না করলে পাবেন না। 1GB হারিয়ে 45MB পেতে চান নাকি?

old 1
but tnx

Level 0

la halua…..ami fb thaika paisi.kaj hoise mochotkar.basai 3ta gp.baah ki sundor!amnite robi chalai!

Level 0

“যাদের 1GB বা বেশি পরিমান package চালু আছে তাদের মাত্র 45MB free এর জন্য cancel না করাটাই ভাল হবে।”
Cancell করলেও সমস্যা নাই, deactive হওয়ার পর active করার সময় 45MD সাথে remaining balance plus হবে

Eligibility: GP subscribers whose subscription activation date is on or before 31 December 2011 and who have not used internet in December 2011

Level 0

এটা কইদিনের জন্য তাকবে ?????

ভাই মাগ্না কুনু কিছু ভাল না। বাঁশ যকন যাবে ভাল করে যাবে

এই অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকগণ (বিজনেস সলিউশন ও জিপি কানেন্ট ব্যতীত) যারা ডিসেম্বর মাসে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেনি এবং যাদের সংযোগ ৩১ ডিসেম্বর, ২০১১ অথবা তার আগে নেওয়া তাদের জন্য প্রযোজ্য।

Brother, offer ta ki akhono ache?

Level 0

ata kotobar naua jabe?