বাচাল বিলাই নিয়ে টেনশনে আছেন? এবার শুধু মোবাইলেই নয় আপনার কম্পিউটারেও বাচাল বিলাই কথা বলবে !

নোকিয়ার Qt নিয়ে আমার পূর্ববর্তী টিউনটায় অনেকেরই অভিযোগ ছিল তারা আমার দেয়া Qt ইনস্টলের পরেও তাদের মোবাইলে Talking Tom Cat নামক একটি মজার এপ্লিকেশন ইনস্টল করতে পারেননি। অবশ্য বাংলায় আমরা এই এপ্লিকেশনটির একটি মজার নাম দিয়েছি। এই এপ্লিকেশনটিকে আমরা সবাই "বাচাল বিলাই" বলতেই বেশি পছন্দ করি।

Talking Tom Cat এপ্লিকেশনটি আসলেই একটি দারুন ও মজার এপ্লিকেশন। মন খারাপ থাকলে অথবা সময় কাটানোর জন্য এটি প্রচুর বিনেদন দিতে পারে। আর বিশেষ করে যদি আপনার বাসায় কোন ছোট বাচ্চা থাকে তাহলেতো কোন কথাই নেই। একবার যদি ওই বাচ্চা এই এপ্লিকেশন দেখে তাহলে সারাদিন তার হাত থেকে মোবাইল সরিয়ে রাখা বিরাট মুশকিল !

উপযোগীঃ

এই টিউনে আমি বাচাল বিলাইয়ের যে ফাইলটি দিব সেটি মোবাইল ও কম্পিউটার দুটোতেই চলবে। এটি একটি .swf ফরমেটের ফাইল। মোবাইল অবশ্যই টাচ হতে হবে।

মোবাইলঃ

এই বাচাল বিলাই এপ্লিকেশনটি শুধুমাত্র নোকিয়ার টাচ মোবাইলেই নয় যেকোন টাচ মোবাইলেই চলবে। হোক সেটা আইফোন কিংবা এন্ড্রয়েট।

কম্পিউটারঃ

কম্পিউটারে বাচাল বিলাই প্লে করার জন্য ডাউনলোড করে শুধুমাত্র ডাবলক্লিক করলেই চলবে। তারপর মাউস দিয়ে ইচ্ছামত বাচাল বিড়াইকে নাচান।

বিঃদ্রঃ যদি কম্পিউটারে প্লে না নেয় তাহলে এখানে ক্লিক করে Adobe Flash Player ডাউনলোড করে নিন।

ডাউনলোডঃ

বাচাল বিলাই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

মোবাইল সংক্রান্ত যেকোন সমস্যায় সরাসরি সমাধান পেতে ফেইসবুকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করতে নিচের Subscribe বাটনটিতে ক্লিক করুন।

Subcribe Me
কোন সমস্যা হলে মন্তব্যে জানান
ভাল থাকুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পরীমডু তো দেখি চরম চরম সব টিউন করতেছেন! টপটিউনার হইতে বাকি নাই 🙂

সাইফুল নানা আমার জন্য কিছু একটা করেন।আমি S60V3ব্যাবহার করি।

    @অবুজ শিশু: আমিও আপনার দলে। নানারে জলদি কিছু করতে বলেন। নাইলে বিলাইয়ের শোকে শুটকি হইয়া যামু 🙁

Level 0

আমার মোবাইল সেট টি হল সিম্ফনি এফ টি 40 অনুগ্রহ করে আমার সেট এ চলবে এরকম একটা বাচাল বিড়াল দিলে খুশি হব, বিষয় টি খুব ভাল ধন্যবাদ

amar set medel symphony t 50 🙁

Level 0

amar phone Nokia c5-002 plz help me

Level 0

লুল রে লুল পুরাই লুল কি জিনিস দিসেন সাইফুল ভাই,বাচাল বিলাই তো পুরা জোস হইছে।আমি অনেক খুশি কারন আমিই প্রথম আপনাকে বিলাই এর সমস্যার কথা বলেছিলাম।এবং এটি এখন কাজ করছে আমার মোবাইলে।অনেক ধন্যবাদ সাইফুল ভাই।কিন্তু বাচাল বিলাই একলাই কথা কয়,আমার সাথে কথা কইবো না?আমি একজনের মোবাইল এ দেখেছি বিলাই তার কথা রিপিট করে

    @sumangain: দুঃখিত ভাই 🙁 আমার কিচ্ছু করার নাই। আপাতত দুধের স্বাদ ঘোলেই মিটান। কারণ বাচাল বিলাই শুধুমাত্র S^3 এব S^4 ডিভাইসগুলোর জন্য বের করা হয়েছে। তাই আমাদের S60 V5 গুলোতে চলে না। 🙁

tanx

Level 2

talk back korena keno 🙁

nice share

saiful vai, ami indiar akta add,e dekhchilam samsung mobile eta already install kora thake…. and kotha bolle ta repeat kore… emon kono software nay… eta sudhu nije nije kotha bolle….

    @এম,এইচ সজিব: হুম থাকতে পারে :)। বাচাল বিলাই এপ্লিকেশন S^3 এর জন্য। তাই S60 V5 এ এটি চলে না।

    এটা কারো সাথে কথা বলে না। কি আর করার দুধের স্বাদ ঘলে মিটান।

Level 0

saiful vai TIMELINE disable korte chai, plz help me..

saiful vai amar pc ta kaj kore na…..kotha bolle tar kono reply kore na…plzzzzzzz help koren

Level New

আমার নোকিয়া C5-03 মোবাইলএ বিলাই খুব সুন্দর করেই কথা কয় । আরেকটা ইন্দুর ও আছে 😀

Level New

বিলাই টা আমার কথা ফানি ভয়েসে রিপিট করে । । । কি যে মজাআআআআআ 🙂

সাইফুল ভাইকে ধন্যবাদ এমন সুন্দর জিনিস শেয়ার করার জন্য। কিন্তু ডাউনলোড হচ্ছে এখন। এটা কি কথা রিপিট করবে পিসিতে ?
সাইফুল ভাই, আমার এখন মোবাইল ফোন পরিবর্তিত হয়েছে। এখনকার ফোন হচ্ছে ‘Samsung Galaxy Y S5360’ এটা Android 2.3 সাপোর্টেড ফোন। এইবার আসল কথা। এর জন্য আপনার কাছে কি কি ভালো আছে ? ডাউনলোড লিংক দিতেই হবে সেটা না, এনড্রয়েট মার্কেটে অনেক কিছু আছে কিন্তু কোনটা কেমন সব জানতে হলে অনেক ঝামেলা করতে হয়। আপনি কি রিভিউ দিতে পারবেন অল্প কিছু ভালো এ্যাপস এর ? ধন্যবাদ ভাইয়া।

    @এলিন: না ভাই এটা কথা রিপিট করেন। 🙁

    আমি এন্ড্রয়েট ব্যবহার করিনা। তাই বর্তমানে এটির এপ্লিকেশন নিয়ে রিভিউ লিখা সম্ভব না 🙁

      @সাইফুল ইসলাম:
      ধন্যবাদ রিপ্লিই দেবার জন্য। ঠিক আছে সমস্যা নাই। অপেক্ষায় রইলাম, একদিন না একদিন পাবো রিভিউ।

    Level 0

    @এলিন:

    fb te droidstorm namer ekta group ase. oitate join korte paren.
    shudhui androi user der jonno.

    kisu must have app/game

    zdbox

    astro file manager

    ezpdf rrader

    quick system info

    root explorer (root needed)

    talking tom cat

    talking tom cat 2

    adobe reader

    raging thunder 1/2
    .
    .

    .
    keypad nosto hoye jabe.magar lekha sesh hobena.

    bujhlen vai….
    eri nam android….

    pc te jeita colena sheita amader jonno dalvat(tom cat er moto app bujhaisi.onno kiau mone niyen na)

    Level 0

    likhte vule gesilam.

    angry bird..

মিয়াউ মিউ = আপনাকে ধন্যবাদ

Level 0

সাইফুল ভাইয়া… বিলাই টা ডাউনলোড দিলাম এবং ফ্ল্যাশ প্লেয়ার টাও ডাউনলোড দিলাম কিন্তু double click দিলে ওপেন হয়না…”open with” আসে…কিন্তু “adobe flash” প্রোগ্রাম টা শো করছে না…আমি ফ্ল্যাশ প্লেয়ার টা সঠিক ভাবেই ডাউনলোড দিয়েছি…তারপর firefox দিয়ে প্রোগ্রাম টা ওপেন করলাম…এখন বিলাই এ ক্লিক দিলে বিলাই টা শুধু নড়াচড়া করে…কিন্তু কথা কয় না কেন?

PC তে চালান TALKING CAT DOWNLOAD LINK http://bluestacks.com/talking-tom/

হে হে “বাচাল বিলাই” নামটা কিন্তু আমি প্রথমে দিছিলাম। 😀 তোমার এত মনে ধরছে কেন বুঝলাম না 😛

আর আমারটা তো কথা রিপিট করে। এটা কি তাহলে অন্য কিছু?

টিউন জটিলসসসসস।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): নামটা কে রেখেছে বলেনতো ? আপনি !
    সেজন্যই তো এত মনে ধরেছে 😉 আপনি নামকরণ করেছেন আর আমি আকিকা করে দিলাম 😀

    Qt এর ঝামেলায় সবার মোবাইলে মূল সফট ইনস্টল নেয় না 🙁 তাই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি 😛

saiful vai, oneek khusi hoicilm soft ta paye bt mob e open korte gele bole “memory low” ki korbo? m.card e to onek jyga ache tobuo low koi ken? plz heeeeeeepllllllll

    @সর্বদা FresH: আপনার ফোন মেমোরীর জায়গা কমে গেছে। ফোন মেমোরী থেকে কিছু এপ্লিকেশন ডিলিট করে দিয়ে ফোন মেমোরী ফাকা করুন। 🙂

Level 0

gazi reza amar nokia c5-00 amake apnar bilai er link ta den please.amar 3rd edition r saiful vai amar 3rd edition e to apnar bilai kaj korsd.touch screen lagbe a kotha ta thik noy.3rd edition o click korar option ase

Level 0

gazi reza amar nokia c5-00 amake apnar bilai er link ta den please.amar 3rd edition r saiful vai amar 3rd edition e to apnar bilai kaj korse.touch screen lagbe a kotha ta thik noy.3rd edition o click korar option ase

Level 2

vai ami to HTC touch2 use kori but amar tate to kaj korse na plz help me…………….

    @Ni: আপনার সেটে যদি ফ্লাস প্লেয়ার থাকে তাহলে ব্যবহার করতে পারবেন।

vai apne bolchen s60v5 a chole na… Bt ami to chalai …

Amr nokia c6-00

eitai already qt dawa asa..tai jhamela hoi na… Bt s60v5 er qt amr kasa asa..eta 5233,5800etc set gulai install dila talking cat 100% kaj korbe.. Tested

qt link
http://www.swf2go.com/downloads/qt/

Level 0

সাইফুল ভাই@মোবাইল opera 11 এ বাংলা ফন্ট কিভাবে আনবো?opera:config তো কাজ করছে না।একটা উপায় বের করেন।

আমি কিছু software শেযা়র করতে চাই কিন্তু টিউন করা ঠিক মত বুঝি না।কিভাবে screen snap & link add করব একটু জানাবেন।ধন্যবাদ

Level 0

saiful vai…ami ki nokia c2-03 te install korte parbo…..hole amake ektu janaben………

ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই দারুন কিছু শেয়ার করার জন্য।

Level 0

কত্ত দিন হইল এইতা খুজতাছি , অনেক ধইন্না ভাইও

টিউনের জন্য ধন্যবাদ আশা করি অনেকই বিনোদন পাবে”বাচাল বিলাই” থেকে।

দেখি কেমন 😀

Level 2

@ saiful islam :vai ki ans korben na?tune korar por help chaile jodi help na koren………….

    @Ni: সারাদিন অনেক ব্যস্ত থাকি ভাইয়া। তাই সময়মত রিপ্লে দেওয়া সম্ভব হয়ে উঠে না। দুঃখিত 🙁

Level 0

আমার নোকিয়া ৫৫৩০ হয় না, আফসুস

s vai, v5 ar jonno baher hole janaben.plz

vai nokia 6630 ar jonne ki emn kno soft ase?