নোকিয়ার Qt নিয়ে আমার পূর্ববর্তী টিউনটায় অনেকেরই অভিযোগ ছিল তারা আমার দেয়া Qt ইনস্টলের পরেও তাদের মোবাইলে Talking Tom Cat নামক একটি মজার এপ্লিকেশন ইনস্টল করতে পারেননি। অবশ্য বাংলায় আমরা এই এপ্লিকেশনটির একটি মজার নাম দিয়েছি। এই এপ্লিকেশনটিকে আমরা সবাই "বাচাল বিলাই" বলতেই বেশি পছন্দ করি।
Talking Tom Cat এপ্লিকেশনটি আসলেই একটি দারুন ও মজার এপ্লিকেশন। মন খারাপ থাকলে অথবা সময় কাটানোর জন্য এটি প্রচুর বিনেদন দিতে পারে। আর বিশেষ করে যদি আপনার বাসায় কোন ছোট বাচ্চা থাকে তাহলেতো কোন কথাই নেই। একবার যদি ওই বাচ্চা এই এপ্লিকেশন দেখে তাহলে সারাদিন তার হাত থেকে মোবাইল সরিয়ে রাখা বিরাট মুশকিল !
এই টিউনে আমি বাচাল বিলাইয়ের যে ফাইলটি দিব সেটি মোবাইল ও কম্পিউটার দুটোতেই চলবে। এটি একটি .swf ফরমেটের ফাইল। মোবাইল অবশ্যই টাচ হতে হবে।
এই বাচাল বিলাই এপ্লিকেশনটি শুধুমাত্র নোকিয়ার টাচ মোবাইলেই নয় যেকোন টাচ মোবাইলেই চলবে। হোক সেটা আইফোন কিংবা এন্ড্রয়েট।
কম্পিউটারে বাচাল বিলাই প্লে করার জন্য ডাউনলোড করে শুধুমাত্র ডাবলক্লিক করলেই চলবে। তারপর মাউস দিয়ে ইচ্ছামত বাচাল বিড়াইকে নাচান।
বিঃদ্রঃ যদি কম্পিউটারে প্লে না নেয় তাহলে এখানে ক্লিক করে Adobe Flash Player ডাউনলোড করে নিন।
বাচাল বিলাই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
মোবাইল সংক্রান্ত যেকোন সমস্যায় সরাসরি সমাধান পেতে ফেইসবুকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করতে নিচের Subscribe বাটনটিতে ক্লিক করুন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
পরীমডু তো দেখি চরম চরম সব টিউন করতেছেন! টপটিউনার হইতে বাকি নাই 🙂