সিমবিয়ান ব্যবহারকারীদের অনেকেই Qt শব্দটি শুনে থাকতে পারেন। তবে অনেকেই এটির সাথে পরিচিত নন। এটি কি? এবং কেনই বা এর প্রয়োজন? সেটিই মূলত আজকে আমি আপনাদেরকে জানাব।
Qt একটা ক্রস প্লাটফর্মে এ্যাপ্লিকেশন ও UI ফ্রেমওয়ার্ক। এটি একটি ক্রস প্লাটফর্ম লাইব্রেরী, ডেভেলপমেন্ট টুলস ও ক্রস প্লাটফর্ম IDE ইনক্লুড করে।
কিউটি ইউজ করে ওয়েব সাপোর্টেড এপ্লিকেশান এবং ডেস্কটপ ও এম্বেডেড অপারেটিং সিস্টেমে সোর্স কোড বার বার না লিখে তাদের ডেভেলোপ করা যায়।
Qt সমন্ধে বিস্তারিত জানার ইচ্ছা থাকলে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।
বর্তমানে এই কিউটির সাহায্যে নোকিয়ার বিভিন্ন এপ্লিকেশনগুলি তৈরী করা হয়। এই কিউটি ছাড়াও নোকিয়ার জন্য এপ্লিকেশন তৈরী করা যায়। তবে কিটটির সাহায্যে দারুন দারুন সব অসাধারণ এপ্লিকেশন বানানো যায়।
যেসব এ্যাপ্লিকেশন Qt এর সাহায্যে তৈরী করা হয় সেসব এ্যাপলিকেশন মোবাইলে ইনস্টল করতে Qt এর সাপোর্ট প্রয়োজন হয়। সেজন্য মোবাইলে কিউটি কমপোনেন্ট/সাপোর্ট ইনস্টল করতে হয়। কিউটি কমপোনেন্ট/সাপোর্ট মোবাইলে ইনস্টল করা না থাকলে Qt দিয়ে তৈরীকৃত এপ্লিকেশনগুলি চালাতে পারবেন না।
যেসব ফোন হ্যাক করা হয়নি সেসব ফোনে খুব সহজেই Qt এর কমপোনেন্ট/সাপোর্ট ইন্সটল করা যায়। কিন্তু যেসব ফোন হ্যাক করা তারা সহজেই এই কিউটি কমপোনেন্ট ইনস্টল করতে পারেন না। হ্যাক করা ফোনগুলোর জন্য কিছু মডিফাইট Qt Component পাওয়া যায়।
আপনি Ovi Store (বর্তমানে Nokia Store) থেকে Qt এর সাহায্যে তৈরীকৃত কোন এ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গেলেই "This item may require a one-time download of components as large as 13 MB. Use of WLAN is recommended" একটি ম্যাসেজ পাবেন।
আবার কিউটি দিয়ে তৈরীকৃত যদি কোন এ্যাপ্লিকেশন ইনস্টল করতে যান তাহলেও নিচের মত ওয়ার্নিং পেয়ে থাকতে পারেন
কিন্তু যখনি এই কিউটি ইনস্টল করতে যাবেন (যাদের ফোন হ্যাক করা) তখনই কিছুটা ইনস্টল হওয়ার পর "Fatal Error Occurred" বা এরধনের কোন ম্যাসেজ পান। ফলে কিউটি ইনস্টলও হয়না আর আপনাকে কিউটি দিয়ে তৈরীকৃত দারুন দারুন এ্যাপ্লিকেশনগুলির ব্যবহার থেকে বাধ্যতামূলক ভাবে বিরত থাকতে হয়।
যেকোন সমস্যা উদ্ভাবনের পাশাপাশি তার সমাধানও বের হয়ে যায়। ঠিক তেমনিভাবে হ্যাকড ফোনের জন্যও মডিফাইড কিউটি অছে। Qt ইন্সটল করার জন্য নিচের ডাউনলোড লিংকগুলি থেকে Qt আপনার ফোনে ইন্সটল করুন।
ব্যাস এবার যেকোন Qt এপ্লিকেশন আপনার ফোনে নিশ্চিন্তে ব্যবহার করুন।
ধন্যবাদ "রুবেল ওরিয়ন" ভাইয়া'কে
কোন প্রশ্ন থাকলে মন্তব্যের মাধ্যমে জেনে নিতে পারেন।
ভাল থাকুন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
পি পি। 😀 নাইচ সুডো মিয়া… 😀
চালিয়ে যাও…