Qt কি? কেন দরকার? সিমবিয়ান ব্যবহারকারী হলে জেনে রাখা দরকার

সিমবিয়ান ব্যবহারকারীদের অনেকেই Qt শব্দটি শুনে থাকতে পারেন। তবে অনেকেই এটির সাথে পরিচিত নন। এটি কি? এবং কেনই বা এর প্রয়োজন? সেটিই মূলত আজকে আমি আপনাদেরকে জানাব।

Qt কি?

Qt একটা ক্রস প্লাটফর্মে এ্যাপ্লিকেশন ও UI ফ্রেমওয়ার্ক। এটি একটি ক্রস প্লাটফর্ম লাইব্রেরী, ডেভেলপমেন্ট টুলস ও ক্রস প্লাটফর্ম IDE ইনক্লুড করে।

কিউটি ইউজ করে ওয়েব সাপোর্টেড এপ্লিকেশান এবং ডেস্কটপ ও এম্বেডেড অপারেটিং সিস্টেমে সোর্স কোড বার বার না লিখে তাদের ডেভেলোপ করা যায়।

Qt সমন্ধে বিস্তারিত জানার ইচ্ছা থাকলে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।

Qt কেন প্রয়োজন?

বর্তমানে এই কিউটির সাহায্যে নোকিয়ার বিভিন্ন এপ্লিকেশনগুলি তৈরী করা হয়। এই কিউটি ছাড়াও নোকিয়ার জন্য এপ্লিকেশন তৈরী করা যায়। তবে কিটটির সাহায্যে দারুন দারুন সব অসাধারণ এপ্লিকেশন বানানো যায়।

যেসব এ্যাপ্লিকেশন Qt এর সাহায্যে তৈরী করা হয় সেসব এ্যাপলিকেশন মোবাইলে ইনস্টল করতে Qt এর সাপোর্ট প্রয়োজন হয়। সেজন্য মোবাইলে কিউটি কমপোনেন্ট/সাপোর্ট ইনস্টল করতে হয়। কিউটি কমপোনেন্ট/সাপোর্ট মোবাইলে ইনস্টল করা না থাকলে Qt দিয়ে তৈরীকৃত এপ্লিকেশনগুলি চালাতে পারবেন না।

যেসব ফোন হ্যাক করা হয়নি সেসব ফোনে খুব সহজেই Qt এর কমপোনেন্ট/সাপোর্ট ইন্সটল করা যায়। কিন্তু যেসব ফোন হ্যাক করা তারা সহজেই এই কিউটি কমপোনেন্ট ইনস্টল করতে পারেন না। হ্যাক করা ফোনগুলোর জন্য কিছু মডিফাইট Qt Component পাওয়া যায়।

আপনি Ovi Store (বর্তমানে Nokia Store) থেকে Qt এর সাহায্যে তৈরীকৃত কোন এ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গেলেই "This item may require a one-time download of components as large as 13 MB. Use of WLAN is recommended" একটি ম্যাসেজ পাবেন।

আবার কিউটি দিয়ে তৈরীকৃত যদি কোন এ্যাপ্লিকেশন ইনস্টল করতে যান তাহলেও নিচের মত ওয়ার্নিং পেয়ে থাকতে পারেন

কিন্তু যখনি এই কিউটি ইনস্টল করতে যাবেন (যাদের ফোন হ্যাক করা) তখনই কিছুটা ইনস্টল হওয়ার পর "Fatal Error Occurred" বা এরধনের কোন ম্যাসেজ পান। ফলে কিউটি ইনস্টলও হয়না আর আপনাকে কিউটি দিয়ে তৈরীকৃত দারুন দারুন এ্যাপ্লিকেশনগুলির ব্যবহার থেকে বাধ্যতামূলক ভাবে বিরত থাকতে হয়।

সমাধানঃ

যেকোন সমস্যা উদ্ভাবনের পাশাপাশি তার সমাধানও বের হয়ে যায়। ঠিক তেমনিভাবে হ্যাকড ফোনের জন্যও মডিফাইড কিউটি অছে। Qt ইন্সটল করার জন্য নিচের ডাউনলোড লিংকগুলি থেকে Qt আপনার ফোনে ইন্সটল করুন।

ডাউনলোডঃ

ব্যাস এবার যেকোন Qt এপ্লিকেশন আপনার ফোনে নিশ্চিন্তে ব্যবহার করুন।

ধন্যবাদ "রুবেল ওরিয়ন" ভাইয়া'কে

কোন প্রশ্ন থাকলে মন্তব্যের মাধ্যমে জেনে নিতে পারেন।
ভাল থাকুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পি পি। 😀 নাইচ সুডো মিয়া… 😀
চালিয়ে যাও…

প্রিয় টিউনস এ রাখলাম এ সমস্যার আনেক দিন হতে সমাধান খুজছি ধন্যবাদ

    @rasel japan: মন্তব্যের জন্য ধন্যবাদ 🙂

      Level 0

      ATTENTION please!! To avoide “QT installer missing continue away” follow thes step:- 1st step : install “Standard c++ library” link here http:// http://www.4shared.com/get/ Zw6EhZxQ/ Open_C_GLIBRARY_Common_160.html by main mobile browser. 2nd step : install “Open C LIBSSL” Link here http:// http://www.4shared.com/get/ flC7lDTo/ open_c_libssl_common_160.html after that install “QT installer” link here http:// goran.mobile9.com/ download/ content_delivery.pht? key=NDQzL3FOaW5zdGFsbGVfNXVmaGZvbnIuc2lzfDEzMjc5OTYwMjl8 for more information E-mail : [email protected]

Level 0

kichu s60v3 software ar name din to…..bohu din thek notun kono software ba game choke deki na……………

IDesigner সফ্টওয়ার টা কিভাবে চালাব একটু বলবেন?আর টিউন টা সুন্দর হইসে কিন্তু QT এর সফ্টওয়ার কোনগুলো

Level 0

saiful vai amar nokia c-5 certificate dia sign kore use kori.ami unhacked ta download koresi but show kore QT unable to install.ki korbo

Level 0

unhacked tar soft gulo expire certificate show kore.date change or sign kore install hosse na

Level 0

hacked ta download koresi and QT,QT Mobility install koresi.but tar por o QT songkranto software gulo kaj korse na.show korse QT Mobility missing

    @sumangain: আপনি যেহেতু সাইন করে সফট্ওয়্যার ইনস্টল করেন সেহেতু আপনাকে এত ঝামলা করতে হবে না। আপনি শুধু নোকিয়া ষ্টোর থেকে Qt দিয়ে তৈরী এমন যেকোন একটি এপ্লিকেশন ইনস্টল করুন। ব্যাস তাহলেই অটোমেটিক আপনার ফোনে Qt Component ইন্সটল হয়ে যাবে। 🙂

Level 0

saiful vai kono kaj holo na.apni nijei test kore dekhen apnar software ti kas kore kina

Level 0

saiful vai QT er software to install hosse na.bolse j QT Mobility missing.r install holeo kaj hosse na.ami [NokiaVNN.com] Talking Tom Cat – Symbian^3.sis software ti use korte chai

    @sumangain: Talking Tom Cat এপ্লিকেশনটা Nokia Store থেকে ডাউনলোড করুন। আপনার ফোনে Qt ইন্সটল হয়ে যাবে। এবং এপ্লিকেশনটাও কাজ করবে।

    আর আমি হ্যাকড কাষ্টম ফার্মওয়্যার ব্যবহার করি। তাই আনহ্যাকডটা টেষ্ট করতে পারি নাই।

Level 0

ovi store e QT er akta software er nam bolen saiful vai

Level 0

ok dekhi test kore kaj hoy kina

Level 0

vai talking tom cat nokia store e paitesi na..help koren

Level 0

certificate error dekhay Nokia qt v4.7.3 install korte gele…..( hacked)

ki korbo?

Level 0

hacked ta install korte gele certificate error dekhay

unhacked ta install korte gele expired certificate dekhay…

1 ta solution den

Level 0

samsung gt-s8530 wave 2 সফটওয়্যার প্রয়োজন bada support করে ।

Level 0

btw,,…..amar mobile e already qt mobility er 1 ta puraton version ache…oita application manager theke remove korte gele bole removing failed…..remove korbo ki kore?

    @gamer1111: আগে থেকেই ইনস্টল করা থাকলে রিমুভ করার দরকার নাই। ওটা দিয়েই চালান।

Level 0

oita diye chole na…..ami bohubar try korechi……oi majhkhne abar download korte chay…pore fatal error dekhay…..

ar ovi store theke talking tom cat pc te download kora jay na keno??? shudhumatro mobile e kora jay..parle apni ektu namiye mediafire e upload kroe den

শুধু সিম্বিয়ান মোবাইলই না, কম্পিউটারের বহুত সফটওয়্যারও কিউট দিয়া করা হইতেছে। পরীমডু ধন্যবাদ 🙂

saiful vai, apnar daya file dwnld korara por okane 4ta file ache.sob ki mob e install korbo?memory card e naki phn memory te?

    @সর্বদা FresH: হুম। সিরিয়ালি ইনস্টল করেন। ফোনে না করাই শ্রেয়। ফোনে ইনস্টল করলে অনেক জায়গা খায়। তাই মেমোরী কার্ডেই ইনস্টল দেন।

      Level 0

      ei qt software gula must phone memory te diben.. Ta na hole pore problem kore

saiful vaire…kij kortam.install dici sob bt TALKING TOM install hoice bt cholenareeeeeeeeeeeee plz help me…..

o amr set nokia 5320

ধন্যবাদ সাইফুল ভাই
কিউটি সম্বন্ধে অনেক কিছুই জানলাম। তবে TALKING TOM এর থেকেও আরও অনেককককক মজার (সবার কমেন্ট দেখলেই বুঝা যায়)। আইফোনের এই অ্যাপ্লিকেশন কি সিম্বিয়ানের জন্যও আছে??????
যদি থাকে তাহলে ওইটা নিয়া একটা টিউন করেন ( হিট মাষ্ট 😉
আর যদি না করেন তাহলে অবশ্যই কষ্ট করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিবেনঃ
১। কোন কোন সিম্বিয়ান ভার্সনে এটি চলবে(আমার এন৮২) ?????
২। কিভাবে তা ইন্সটল করতে হবে??????
৩। কোন সাইট হতে সঠিকভাবে তা ডাউনলোডানো যাবে খালি লিঙ্কু দেন

এই অধমরে নিরাশ করবেন না 🙁

    @মাকসুদ: এই বাচালবিলাই আমার ফোনেও চলতেছে না। দেখি কোন সল্যুশন পাইলে টিউন দিব।

    আপনার N82 তে নাও চলতে পারে। তবুও আপনি ট্রাই করে দেখতে পারেন।

      @সাইফুল ইসলাম: নারে ভাই আমার ৮২ তে চলে না 🙁
      পারলে কিছু একটা করেন। পরের বার চিটাং আসলে আপনারে বিরানি খাওয়ামু মাষ্ট 🙂

    @মাকসুদ: বিরানিটা মনেহয় খাওয়া হবে না 🙁

বাহ এই জিনিস আমার আরও আগে দরকার ছিল 😉
এখন আরো জোস হইছে। বাচাল বিলাই ইন্সটল মারছি 😀
পুরাই পাংখা

ধইন্না সাইফুল

Level 0

hasan jobayer vai apnar ki mobile?amar talking tom cat khub dorkar help koren please

Level 0

হাসান যোবায়ের@ভাই আপনার কি মোবাইল?আমার nokia c-5 এ কি talking cat সাপোর্ট করবে?এটা আমার খুব দরকার।প্লিজ হেল্প করুন।আমার উপরের কমেন্ট গুলো কষ্ট করে একটু দেখে নিন।

Level 0

Please, said me some Symbian any brand latest model dual SIM handset name?

সাইফুলের টিউন সব সময় ভাল হয় তা আর বলার অপেক্ষা রাখেনা এবং তার সাথে যদি যোগ হয় এমন অসাধারন সব তথ্য সহ সুন্দর সুন্দর টিউন তবেতো আর কথাই নাই,অসংখ্য ধন্যবাদ এমন ভাল একটি টিউন উপহার দেয়ার জন্য।

Level 0

হাসান যোবায়ের@ভাই আমি সাইফুল ভাই এর 1.NOKIA QT v4.7.3 by Saiful.sis টা install করেছি কিন্তু 2.Qtmobility.sis এটি install হয় না।show করছে requested application access not granted.এবং আপনার লিংক থেকে talking cat ডাউনলোড করে install করেছি কিন্তু open হয় না।help করুন please

কিউট নিয়া টেকটিউন্সে খুবই কম লেখা হয়েছে। আপনার লেখার জন্য ধন্যবাদ।

শাওনের মত আমিও ব্যান খাইতে চাই।

Level 0

onek din theke’e emon ekta tune khujchilam. Thaks shaiful vai.
Kintu ‘vlc-remote’ application ta open hocche na keno?
ami 5233 use kori.

Level 0

অনেক কিছু জানলাম । ধন্যবাদ সাইফুল ভাই

আমি সাইফুল ভাই এর HACKED 1.NOKIA QT v4.7.3 by Saiful.sis টা install করেছি কিন্তু 2.Qtmobility.sis এটি install করার সময় Component’QT” Missing continue anyway দেখায়, আমি 6120 হেকড ব্যবহার করি। Continue করলে ও বাচাল বিলাই, কুত্তা, ইদুর চলে না

ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই । দারুন কিছু শেয়ার করার জন্য।

Level 3

সাইফুল ভাই, আমার Nokia 5233 তে আপনার দেওয়া QT ইনষ্টল হয়না, শুধু মাত্র এটি ছারা 4.qtwebkit_v4.8.0 _S60v3 S60v5 Symbian^3.sis এখন এর সমাধান কি? আমি আমার মোবাইলে “বাচাল বিড়াল ” চালাতে চাই। Plz…

Level 0

S@iful vai amar phone Nokia c5-002 ami QT and TALKING BILAI istall korte parci na. Help me plz E-mail : [email protected]

Level 0

ATTENTION please!!
To avoide “QT installer missing continue away” follow thes step:-
1st step : install “Standard c++ library” link here http://www.4shared.com/get/Zw6EhZxQ/Open_C_GLIBRARY_Common_160.html by main mobile browser.
2nd step : install “Open C LIBSSL” Link here http://www.4shared.com/get/flC7lDTo/open_c_libssl_common_160.html after that install “QT installer” link here http://goran.mobile9.com/download/content_delivery.pht?key=NDQzL3FOaW5zdGFsbGVfNXVmaGZvbnIuc2lzfDEzMjc5OTYwMjl8 for more information E-mail : [email protected]

@সাইফুল ইসলাম
সাইফুল ভাই, আমি নকিয়া c5-03 তে এটা ইন্সটল করতে চেয়েছিলাম কিন্তু হচ্ছেনা। দুটো লিঙ্ক থেকেই ট্রাই করেছি। কিন্তু সার্টিফিকেট এর্‌র দেখায়। আমি তারিখ চেঞ্জ করে দেখেছি কিন্তু হচ্ছেনা। আর, মোবাইলটি হ্যাক করা না। কি করব?

ভাই আমার নোকিয়া সি2 মোবাইল কিনলাম সেল ইনাফো ডিসপ্লে এর কিন্তু তা আর কাজ করে না, তাতে সমস্যা ছিল না আজ ইন্টারনেট ব্যবহার করতে গেলাম কিন্তু ওয়েব সেটিংস করা যাচ্ছে না আমাকে সকলে সমাধান দিন…………………………………………………..

Level 0

হ ভাই এটাই খুজছিলাম । জাযাকাল্লাহ

saiful vi mobile er hack r ficher ta ki kiso mone na kor le bojia bolte perben?

মিডিয়া ফায়ার এর কি হল

Level 0

S@iful vai amar phone Nokia5233 and ami phone hacked korechi amake QT ta dan plz E-mail :[email protected]