আবার আপনাদের সামনে ছোট্ট একটা টিউন নিয়ে হাজির হলাম।যারা সিম্বিয়ান তৃতীয় এডিশন এর সেট ব্যবহার করেন তাদের জন্য এই টিউন।
Winrar
এই নামটা কম্পিউটার ব্যবহার করে কিন্তু জানেনা এমন লোক পাওয়া দুষ্কর। এটার সাহায্যে ফাইল extract করা হয়।
কিন্তু যারা মোবাইল ব্যবহার করেন তারা rar ফাইল নিয়ে অনেক বিপদে পরেন।এই rar ফাইল এর জন্য মেমোরি আবার কম্পিউটার এ লাগাতে হ্য়। তাই আপনাদের
জন্য একটা সফটওয়ার নিয়ে এলাম।এটার নাম ও winrar কিন্তু এটা দিয়ে সুধু rar ফাইল ভাঙ্গা যায় অন্য কোন ফাইল না।সাধারনত s60v3 সেটে zip built দেয়া থাকে
তাই আজকে সুধু winrar নিয়ে টিউন।
Winrar আপনার মোবাইলে Install করতে হলে আপনার সেট হ্যাক করা লাগবে হ্যাক করতে সাইফুল ভাইএর টিউন এ খোঁচা মারেন। আপনার সেট হ্যাক হবেই।
প্রথম এই লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন
আপনার মোবাইলে Winrar Install করেন।এবং যে কোন rar ফাইল extract করেন। নিচে কিছু স্ক্রিনশট দেয়া হল।
আমি নতুন টিউনার তাই অনেক কিছুই বুঝিনা।ভুল হলে ক্ষমা করবেন।আগে এই বিষয়ে কোন টিউন হলে দুঃখিত। আর যারা জানেনা তাদের জন্য এই টিউন।
যারা জানেন তারা কোন রকম বাজে কমেন্ট করবেন না প্লিজ
আমি জাহিদুল কবির রিশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 224 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hoom valo jinish. vison21.blogspot.com