আজ আমি আমার প্রথম ব্লগটি লিখতে জাচ্ছি। তাই প্রথমেই আমি আপনাদের দোয়া প্রার্থনা করছি। যেহেতু এটি আমার প্রথম ব্লগ তাই আমি কি লিখবো বুঝে উঠতে পারছিনা।
আমরা সবাই আজকাল মোবাইল ফোন কম বেশি ব্যাবহার করেথাকি। কিন্তু জখন আমরা একটি নতুন ফোন কিনতে যাবো তখন এর দাম, মডেন, নিয়ে আমাদের অনেক ভাবতে হয়।
কিন্তু আমরা অনেকে http://www.gsmarena.com থেকে মোবাইল ও এর মডেল দেখে থাকি কিন্তু বাংলাদেশ হিসেবে এর দাম দেখতে পারিনা।
কিন্তু আমরা বাংলাদেশ এর NOKIA MOBILE এর দাম জানতে পারবো।
এর জন্য প্রথমে এখানে ক্লিক করুন। নিচের ছবির মতো পেজ খুলবে।
তারপর Find Products এ ক্লিক করুন , এরপর আপনি নিচের ছবির মতো মোবাইলের মডেল ও এদের দাম দেখতে পারবেন। এ ছারাও আপনারা খুজে দেখুন আরো আনেক কিছু খুজে পাবেন এই ওয়েব সাইটটিতে।
আশা করি আমার প্রথম ব্লগটি ভালো লাগবে। মানুষ ভুল করতে করতেই শিখে, তাই আমারও ভুল হতেই পারে তাই ভুল হলে ক্ষমা করে সঠিক সমাধানটি বোলেদিবেন Please.
সবাইকে ধন্যবাদ।
আমি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুমম্ । ধন্যবাদ। আসলেই কাজে লাগবে।