Visual Basic শিখুন খুব সহজে [পর্ব-০৬] :: ঘড়ি তৈরি

আশা করি সবাই ভাল আছেন প্রথমেই দীর্ঘ বিরতির জন্য ক্ষমা প্রার্থী ।অনেকে visual basic  এ এগিয়ে গেছেন তাদের জন্য বলছি আপনারা Visual Basic 6.0 শিখছেন তারা এর সাথে সাথে visual basic 2008 / visual basic 2010 install করে ফেলুন কেননা বর্তমানে upadated software এগুলা দিয়ে তৈরি হচ্ছে । কথা না বাড়িয়ে আজকের tutorial শুরু করি ।

আজ শিখবেন  একটি ঘড়ি তৈরি করা

খুব সহজে visual basic এ ঘড়ি তৈরি করা যায় ! তাহলে শুরু করুন

প্রথমে standard EXE নিন

১ একটি লেবেল নিন এবং ডানপাশ হতে caption এর জায়গায় 00.00.00 লিখুন এরপর back color হতে black সিলেক্ট করুন এবং Fore color Red দিন , font হতে একটি ভাল ফন্ট অর্থাৎ যে ফন্টটিতে 1234567890 গুলো ভাল দেখা যায়, সাইজ বড় করে দিন  ।

২ এরপর  একটি Timer নিন

এবং

ডাবল ক্লিক করে নিচের কোড টুকু লিখুন

Label1.cation=Time

৩ এরপর timer select করে ডানপাশ হতে interval কে 1

00 করে দিন ।

F5 চেপে রুন করুন ।

কষ্ট করে পড়ার জন্য সবাই কে ধন্যবাদ ………

Demo Download(11.68kb)

password : jpiblog

পূর্বে প্রকাশিত : http://jpiblog.tk

Level 0

আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মেয়ার করার জন্য ধন্যবাদ জনাই।

এবার আয় করুন Link শেয়ার করে

আপনার এই চেইন টিউনের আগের পর্বও দেখেছি। কিন্তু একটা কথা না বললেই নয়, কিছু মনে করবেন না।
আপনি খুব দ্রুত চলে যাচ্ছেন। প্রোগ্রামিং বিস্তীর্ণ বিষয়, আপনি মাত্র টুলবার পরিচিতি দিয়েই একেবারে Grade বের করা, Clock বানানো ইত্যাদি দেখাচ্ছেন। কিন্তু Visual Basic এর Syntax, Variable ইত্যাদি বেসিক বিষয় গুলো আপনি ছেড়ে দিয়েছেন। কেউ যদি আপনার টিউন দেখে VB শিখতে চায়, তবে পারবে না। কারন আপনি মূল ভিত্তিই স্থাপন করেননি। 🙁

অবশ্যই ! আপনার বিষয় টা বুঝলাম , আপনারা কমেন্ট না করলে বোঝা যায় কিভাবে ? পরবর্তী tune এ বিষয় টি অবশ্যই মাথায় রাখব

আসলে ভিজুয়াল বেসিকের যে কোডিং আছে তার ব্যাখ্যাগুলো দিলে পরবর্তীতে যে কোন কাজে নিজেই কোডিং করেই বিভিন্ন কিছু তৈরি করা যাবে।
যেমন- এই টিউনটি দেখেন। ঘড়িটি আমিও তৈরি করেছি। আর এই প্রজেক্টের যেভাবে কোডিংগুলো খাতা কলমে শিখিয়েছি কেউ যদি সত্যিকার অর্থে কাজ করে তাহলে কোডিংগুলো দিয়েই অনেক কিছু করতে পারবে। এবং পরবর্তীতে নতুন কিছু তৈরি করতে পারবে।
https://www.techtunes.io/download/tune-id/105659/

ডাউনলোড করে দেখলাম। ঘড়িটিতে ক্লিক দিলে আপনার সাইটে রিডাইরেক্ট করে। এ কাজটা কিভাবে করেছেন তার ব্যাখ্যা কিন্তু টিউনে দেন নি।

জি ভাই আপনার কথা বুঝতে পেরেছি , আপনি বলতে চাচ্ছেন আরও বেশি ব্যাখ্যা করার , পরবর্তী tune এ করব , তবে আমি একটু সহজ বোধ্য ও সংক্ষেপে tune করার চেষ্টা করি যাতে অনেকের দ্বারা কাজটা সম্ভব হয় । আমি আপনার tune টা দেখেছি খুব ভাল হয়েছে !