সিমবিয়ান হ্যাকিং এর উপর আমার আজকের এই টিউনটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হবে যারা তাদের ফোনকে হ্যাক করেছেন। আপনার ফোনটি হ্যাক করা না থাকলে এই টিউনটির সাহায্য নিতে পারেন।
আপনারা নিশ্চই জেনে থাকবেন যে, ফোন হ্যাক হওয়ার পর Rompatcher+ নামক একটি এপ্লিকেশনও ফোনে ইন্সটল হয়। এবং স্বাভাবিকভাবেই Rompatcher+ নামক এই এপ্লিকেশনটিতে বিল্ট-ইন ভাবে দুইটি প্যাচও যথাক্রমে Install Server এবং Open4All ইন্সটল হয়। যার একটি অর্থাৎ Install Server নামক প্যাচটি আপনার ফোনে সকল প্রকার Unsigned এপ্লিকেশন ইন্সটল করতে সাহায্য করে। আর দ্বিতীয়টি অর্থাৎ Open4All প্যাচটি আপনার ফোনের C ড্রাইভ এর সকল প্রকার সিস্টেম ফোল্ডার ও ফাইল দেখাতে সাহায্য করে।
Install Server এবং Open4All প্যাচ দুইটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারী। তবে এরকম আরো অনেক প্যাচ আছে যারা সাহায্যে আপনি আপনার হ্যাক করা ফোনটিকে খুবই আপনার মত করে ব্যবহার করতে পারবেন। হ্যা, আজকে আমি আপনাদেরকে এরকমই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং দরকারী প্যাচের সাথে পরিচয় করিয়ে দিব। যেই প্যাচগুলি আপনার ফোনে ইন্সটল করলেই বুঝতে পারবেন হ্যাক করার মজাটা শুধু Unsigned এপ্লিকেশন ইন্সটল করার মধ্যেই সীমাবদ্ধ নেই।
নিচের প্যাচগুলির প্রত্যেকটি আপনার কাজে নাও লাগতে পারে। চিন্তার কারণ নেই কারণ আপনি ইচ্ছামত এগুলিকে ON/OFF করতে পারবেন
প্যাচগুলি বেশিরভাগই সকল প্রকার Symbian 3rd, 5th, S^3, Anna ও Nokia Belle তে সাপোর্ট করবে।
ব্যবহার খুবই সোজা। প্যাচগুলি ডাউনলোড করে আপনার মেমোরী কার্ডে Patches নামে একটি ফোল্ডারে রাখুন। এরপর আপনার Rompatcher+ এপ্লিকেশনটিতে গিয়ে দেখুন সব প্যাচ হাজির। এবার আপনার প্রয়োজন মত যেই প্যাচটির দরকার সেটি এপ্লাই করুন। এবং Options থেকে Auto করে দিন যাতে বারবার প্যাচটি এপ্লাই করতে না হয়। ব্যাস !
কোন প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
ভাল থাকুন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
darun tune