ভাষাভাষী মানুষের সংখার ভিত্তিতে পৃথিবীতে বাংলার অবস্থান ষষ্ঠ। ২৫ কোটি মানুষের মুখের ভাষা এই বাংলা।আর ভাষার জন্য জীবন দেয়ার ব্যাপারটা না হয় নাইবা বললাম।
অধুনা স্মার্টফোন অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে অন্যতম একটি হল উইন্ডোজ ফোন । বয়সের দিক থেকে এটি বেশ নতুন একটি অপারেটিং সিস্টেম হলেও খুব অল্প সময়েই এই অপারেটিং সিস্টেমটি ভোক্তামহলে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে।অনেকেই এই অপারেটিং সিস্টেমটিকে ভবিষ্যত স্মার্টফোন জগতের জায়ান্ট হিসেবে দেখছেন।
না, উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের গুনগান গাওয়া আমার উদ্দেশ্য নয়, বা আপনাদেরকে উইন্ডোজ ফোন কিনতে উৎসাহিত করাও আমার উদ্দেশ্য নয়। আমার এই লেখাটির উদ্দেশ্য হলো উইন্ডোজ ফোনে বাংলা সাপোর্ট আনার স্বপক্ষে জনমত গঠন করা।আজ হয়ত আপনার হাতে উইন্ডোজ ফোন নেই, বা খুব শীঘ্রি হাতে আসারো কোন সম্ভাবনা নেই।কিন্তু আপনি কি চান না আজ হোক কাল হোক যখনি স্মার্টফোন কিনবেন তখন অবশ্যই যেন সেখানে বাংলা লিখতে এবং পড়তে পারেন?
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, iOS অর্থাৎ আইফোন ছাড়া আর কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমেই বাংলা লেখা বা পড়ার সুযোগ নেই।কিন্তু আইফোন কেনার সামর্থ ০.০০১% বাঙ্গালীরও আছে বলে মনে হয়না। সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে যদিও ইমেজ হিসেবে অপেরা মিনিতে বাংলা পড়ার একটা সুযোগ রয়েছে, কিন্তু লেখার কোন সুযোগ নেই।অবস্থাদৃষ্টে মনে হতেই পারে, স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলো ভাষাভাষী মানুষের সংখ্যার দিক দিয়ে ষষ্ঠ স্থানে অবস্থানকারী বাংলা ভাষার ব্যাপারে একেবারেই সচেতন নয়।সুতরাং আমাদের দায়িত্ব হলো তাদেরকে সচেতন করা, যাতে তাদের তৈরি করা অপারেটিং সিস্টেমের পরবর্তী ভার্শনগুলোতে বাংলা পড়া ও লেখার সুযোগ রাখেন।
হালের জনপ্রিয় এন্ড্রয়েড বা অধুনালিপ্ত সিম্বিয়ানের ব্যাপারে এরকম কিছু করার সুযোগ আছে বলে আমার জানা নেই। আমি কেবল উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের এই ফিচার সাজেশন ফোরামের ব্যাপারটি জানি।এখানে ইতিমধ্যেই বাংলা সাপোর্ট দেয়ার স্বপক্ষে একটি পোস্ট করা হয়েছে । উৎসাহিত হবার মতো ব্যাপারটি হলো, এখানে ইতিমধ্যেই ১৯০০+ ভোট বাংলা ভাষা সাপোর্ট করার স্বপক্ষে পড়েছে। অন্যদিকে হতাশার ব্যাপারটি হলো, এই ফোরামে আরবি এবং ফার্সী ভাষা সাপোর্ট করার স্বপক্ষে ইতিমধ্যেই ১২০০০+ ভোট পড়ে গিয়েছে।যদিও বাংলা ভাষা উইন্ডোজ ফোনে সাপোর্ট করানোর জন্য ঠিক কতগুলো ভোট দরকার সেরকম সুনির্দিষ্ট কোন সংখ্যা য়ামার জানা নেই, তারপরও ধারনা করছি ৫০০০ এর কম ভোট হলে কোন আশা নেই।
সুতরাং সচেতন বাঙ্গালী হিসেবে আপনার কাজ হলো উইন্ডোজ ফোনে বাংলা সাপোর্ট করার স্বপক্ষে ভোট দেয়া। এবারে আসুন কি করে ভোট দিতে হবে সেটি একটু দেখে নেই।
২।উপরে বাঁদিকে সাইন ইন লেখা জায়গাটাতে ক্লিক করে সাইন ইন করুন।
৩।উপরে বাঁদিকে vote লেখাটি খেয়াল করুন। এখানে ক্লিক করে ৩ টি ভোট দিন ।তারপর আপনি ইচ্ছে করলে মন্তব্য করতে পারেন।
খেয়াল করুনঃ
১। অবশ্যই ৩টি ভোট দেবেন, একটি বা দুটি নয়।
২। কেবল ভোট দেয়াটাই জরুরি, মন্তব্য করাটা নয়। কেউ কেউ ভোট না দিয়ে কেবল মন্তব্য করেই চলে আসেন, এতে করে বস্তুত কোন লাভই হয়না।
৩। এ যুগে মাত্র একটি ইমেইল আইডি সম্পন্ন লোক খুঁজে পাওয়াটা বেশ দুষ্কর।প্রত্যেকেরই দুটি/তিনটি/আরো বেশি ইমেইল আইডি রয়েছে। খুশির খবরটি হল, আপনি আপনার প্রতিটি ইমেইল আইডি ব্যবহার করেই ৩টি করে ভোট দিতে পারবেন, একটি আইডি থেকে লগআউট করে ২/৩ মিনিট পর অন্য আরেকটি আইডি দিয়ে লগইন করে আরো ৩টি ভোট দিতে পারবেন।এমনকি আপনি আপনার পরিচিত কারো ইমেইল আইডি দিয়ে নিজেই ভোট দিতে পারবেন, কেননা এখানে ভোট দিতে কোন পাসওয়ার্ড লাগেনা !!!
ভোট দেয়ার পদ্ধতিটি পুরোপুরি পরিষ্কার না হলে এখানে দেখে নিতে পারেন।
আমি পলাশ মোস্তাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
২৭ ডিসেম্বর টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের জন্য বাতিল প্রতিভা ভাইএর টিউনটির ৭ দিন পর আজ সিগনেচার মাত্র 34,695, তাই টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের জন্য এই লিঙ্কে গিয়ে সাইন করুন http://www.change.org/petitions/united-nations-tipaimukh-dam-must-be-stopped
বাতিল প্রতিভা ভাইএর টিউনটি,https://www.techtunes.io/internet/tune-id/103632/