এটাই আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই টিউন টি মুলত আইফোন ইউজারদের জন্য। আইফোনে আমরা মূলত পাসওয়ার্ড লক ব্যবহার করি।
কিন্তু আজকে আমি যদি এই Password Lock কে Android Lock এ বদলে দেই তাহলে কেমন হবে।
Android Lock ব্যবহার করার জন্য আপনার iPhone এ অবশ্যই Cydia থাকতে হবে।
যাদের iPhone এ Cydia নেই তারা Cydia ইন্সটল করার জন্য https://www.techtunes.io/mobileo/tune-id/54896/
এই লিঙ্ক টি দেখতে পারেন। এখানে সাইফুল ইসলাম ভাই খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন কিভাবে iPhone কে Cydia ইন্সটল করার মাধ্যমে jailbreak করতে হয়।
এখন তাহলে মূল কথাই আসি।
১। প্রথমে Cydia ওপেন করতে হবে।
৩। sources এ Click করতে হবে
৪। উপরে ডান পাশে Edit এ যেতে হবে
৫। Add এ ক্লিক করতে হবে
৬। http://repo.insanelyi.com টাইপ করে add source এ click করতে হবে।
৭। এবার URL Verify করবে
৮। Source Warning নামে একটা option আসবে সেখানে Add Anyway তে ক্লিক করুন।
এবার একটু সময় লাগবে তাই ধৈর্য হারাবেন না।
৯। এবার Return To Cydia ক্লিক করুন।
১০। search option এ যান এবং search box এ androidlock xt লিখুন
১১। একটু অপেক্ষা করুন, search box এর নিচে দেখবেন androidlock xt আসছে এবং এটাতে ক্লিক করুন
১২। উপরের ইন্সটল install এ ক্লিক করুন, পরবর্তী পেজ এ cofirm এ ক্লিক করুন
কিছুক্ষণ অপেক্ষা করুন......... Return To Cydia তে ক্লিক করুন
১৩। cydia থেকে বের হয়ে আসুন
১৪। setting এ গেলে দেখতে পাবেন যে AndroidLock XT নামে নতুন একটি option আসছে সেখানে ক্লিক করুন
১৫। change pattern এ ক্লিক করুন এবং নিজের ইচ্ছে মত pattern দিন এবার confirm pattern দিন।
১৬। pattern টি অবশ্যই মনে রাখতে হবে কারন এটি আপনার password। এবার main menu তে আসুন এবং enable on করুন।
এখন দেখেন মজা কাকে বলে। ভাল খারাপ যাই লাগুক না কেন comment করবেন।
আপনাদের কমেন্ট উপর নির্ভর করে পরবর্তী পোস্ট।
আমি Kawser Mollik Kowshik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice tune. Go ahead.
http://www.alormela.org