Samsung Galaxy SII *Caution + Tips

সবাইকে সালাম ও নতুন বছরের শুভেছা। সব সময় ইজি কাজে বিজি থাকি। তাই আপনাদের কাছ থেকে সময় নিলেও সময় দিতে পারিনা। মানে আপনাদের টিউন পরলেও টিউন করা হয়না। আমি যা জানি তার বেশীর ভাগই টেকটিউনস থেকে শেখা। তাই আমার লেখা শুধু টেকটিউনস এর জন্যই লেখা।

প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। অনেক আনন্দ নিয়ে একটা Galaxy SII কিনে আনলাম। আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করলাম।  আমার gmail  এ 2-step verification অন করা ছিল। তাই application specific passwordদিয়ে কানেক্ট করতে হল। জানেন নিশ্চই এটা auto generated password, জা কিনা পরে আর পাওয়া যায়না। তারপর একদিন সেই ফোনটা লক করে ফেললাম। লক খোলার জন্য মোবাইল gmail ID & Password চাইলো। কিন্তু আমিতো auto generated password  মনে রাখি নাই। পরে সেই লক আর কোন ভাবেই খুলতে পারি নাই। কত নেট ঘাতঁটলাম, আর্টিকেল পড়লাম, Google forum  এ হেল্প চাইলাম, মেইল করলাম + সবার বকাও খাইলাম কিন্তু কাজ হল না। এমন কি hard reset দিলেও কাজ হয়না। আবারও লক হয়ে যায়। Galaxy S এ এই লক খোলার একটা উপায় পেলাম যেটা SII তে কাজে আসলো না। তারপর নিজেই একটা উপায় বের করলাম, কাজ ও হল। কিন্তু সেটা শেখানো যাবেনা তাহলে চোররা আমার প্রতি সারা জীবন ক্রতজ্ঞ থাকবেন। তবে কারো একি বিপদ হলে, চোরাই সেট না হলে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব।

সতর্কতাঃ

আর যারা আমার মত বিপদে পড়তে চান না তার কখনোই 2-step verification চালু করা এবং auto generated password   দিয়ে মোবাইল কানেক্ট করবেন না। সবসময় যে password use করেন সেটাই ব্যাবহার করবেন। এটা সকল android based smart phone এর ক্ষেত্রে প্রযোজ্য।

টিপসঃ

১। Hard reset, factory reset দেয়ার জন্য এই লিঙ্কটা দেখতে পারেন।

http://www.hard-reset.com/samsung-i9100-galaxy-s2-hard-reset.html

২। Kies software যারা use করেন, যদি USB connect করতে problem হয় তাহলে এভাবে চেষ্টা করে দেখেনঃ

i। unplug the USB cable

ii। Go to Settings>Applications>Development USB debugging

টিক দেয়া থকলে উঠিয়ে দিন। আর না দেয়া থাকলে দিয়ে দিন।

iii। Reconnect to PC via USB

** Kies এর বিকল্প হিসেবে MyPhoneExplorer ব্যাবহার করতে পারেন। আমি ব্যাবহার করি। Download Link:

http://www.fjsoft.at/en/downloads.php

৩।    *#0*#  চেপে Testing Mode এ যেয়ে নিচের জিনিস গুলো test করতে পারেন।

ভালো লাগলে কিনবা কোন সাহাযের জন্য কমেন্ট করতে পারেন। ব্যস্ত না থাকলে সব কমেন্টর এর উত্তর দিব। সবাই ভালো থাকবেন।

আমি একটা ব্লগ লেখা শুরু করেছি Android apps গুলোকে পরিচয় করিয়ে দেবার জন্য। চাইলে ঘুরে আসতে পারেন।  AirAndroid

Facebook group এ জয়েন করতে পারেন Android Users Of Bangladesh.

Level 2

আমি সাহেবুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

khub bhalo uddog, emon ekta helpline thakle bhalo hoy,

Samsung bd তে একটা জব পেলে আর ভালো হয়। তাইলে হেল্প লাইনে পেতেন।

উহু, আমার এই সেট নাই, কিনলে আপনাকে মিস্টি খাওয়াবো 😀

গুগল থেকে অ্যাপলিকেশন রিভোক করে নিলে নতুন অটো জেনারেট পাসওয়ার্ড পাবেন। আমারো ২ স্টেপ ভেরিফিকেশন করা 🙂

জি আমি জানি। কিন্তু সেট তো পুরনো অটো জেনারেটেড পাসওয়ার্ডটাই খুজবে। যেটা আগে দিয়েছিলেন। আর লক হলে গেলে অনলাইন এ synchronize ও করতে পারবেন না। তাই নতুন পাসওয়ার্ড আপনার কোন কাজে আসবেনা। ওসব আমি শুরুতেই ট্রাই করেছি ।

ভাই, একটা off-topic question করি; আপনার avatar এ যে পিকটা আছে সেটা কি 2009 সালে তোলা?

ভাই, একটা off-topic question করি; আপনার avatar এ যে পিকটা আছে সেটা কি 2009 সালে তোলা?

৬০০ + পঠিত একটা পোস্ট এ কমেন্টস নাই বললেই চলে। তাই আপনার অদ্ভুত প্রশ্ন শুনে মজা পেলাম। অবশ্য যারা বিপদে পরবেন না তারা আমার পোস্ট এর মূল্য বুজবেন না। হা ২০০৯ শেষে কিনবা ২০১০ এর শুরুতে তোলা।

Level 0

ভাই আমাকে ইনটঅরনেট সেটিংস দিতে পারবেন যেকোন অপারেটর হলে হবে আমার সেট ট Android 2.2

Vi, jekono customer care a niye gelei kore dibe. For help: settings > wireless & Internet > Mobile networks > Access point name > ” Banglalink ar jonno: Name: Blink (any mane), APN:blweb, dilei hobe. Ai link ta dekhen: http://banglalinkgsm.com/docs.php?id=value%20added%20services&docs_id=20

ধন্যবাদ একটি সুন্দর টিউন করার জন্য ।
Android ফোন থেকে কিভাবে নাম্বার google এ কপি করা যায় এবং google থেকে কিভাবে Android/iphone ফোন এ pest করতে হয় জানাবেন কি ? চরম উপকৃত হব ।

Level 0

Vai Ame Samsung Galaxy S2 Neye Problem A Porchi. First Problem Handset Ta UK Theke Pathano Hoyeche R Ate Amar Oe Vaiar Gmail Account Ashe Akhon Ame Aeta Change Korbo Kevabe ? R 1 Ta Problem GP Deye Internet Use Korbo Kevabe ? Ame APN Likhte Chaiselam But Oekhane New Apn Name Kono Option Pachse Na. Sokale GP Care A Phone Delam Bollo Ae Handest Ta Nake Akhono Update Hoi Nai. Vai Pls Help Koren Akhon Ame Ke Korbo ?…

@Babor vi, 1st settings > accounts and sync > add account > gmail account a jeye apner gmail account add korun. (2 ta account holo) Abar apner viyar gmail account ar password jene nin, tarpor apner account rekhe apner viyar ta delete kore don (password chabe).

2nd answer: vi aitar jonno castomer care jaoya lage?? Ora kisu jane na…
Settings > Wireless & Networks > Mobile Networks > Access Point Names
Add a new APN:
Name: GP Internet
APN: gpinternet

MMS:

In same menu add another APN named gpmms
MMSC: http://mms.gpsurf.net/servlets/mms
Proxy: 10.128.1.2 Port: 8080 and
Type: MMS

((Source: GP))

@ Shourov Khan: ami try korinai kokhono. Apner contact gulo google (gmail) thakle gmail account ar sathe syncronize korlei sob update hoye jabar kotha. Jemon amr facebook account ar sob contact amr mobile a ase. Ar mobile theke google server a sob kisu backup mobile thekei rakha jay. Settings a jeye privacy te gele paben. Samsung Kies use koreo kora jay.