Grammenphone নিজস্ব ব্রান্ড, মোবাইলে কিভাবে রিংটন ডাউনলোড করব ? বা ছবি বের করব ? আমরা অনেকেই Grammenphone মোবাইল কিনে একটা বিপদে পড়েছি। এটার মধে না যায় কোন রিংটন ডাউনলোড করা না যায় ক্যামেরা দিয়ে সুন্দর ছবি তুলে প্রিন্ট করা।তাহলে ক্যামেরা দিয়ে লাভ কি ? কেউ যদি পারেন একটা সফ্টওয়ারের খোজ দিয়েন । তাহলে আমার মত অনেকেই বেঁচে যাবে। ১১১০, ১২০০, ১২০২ মানের মোবাইলে যেখানে রিংটন ডাইনলোড করা যায়। সেখানে ...... কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি বিষয়টি নিয়ে গভীর ভাবে ভেবে দেখতে । তা না হলে অঙ্কুরেই বিনষ্ট হবে Grammenphone এর এমন ভাল উদ্যোগ।
আমি শফিকুল ইসলাম খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not Allow
কি আর করা, গ্রামীন ফোন হল ডাকাত। ৩১০০ টাকা দিয়ে যেখানে মেমোরী কার্ড ওয়ালা সেট পাওয়া যায় , সেখানে ওইটা কিনব কেন?? কিছূ তো নাই। ওদের অফিস এ যোগাযোগ করেন। ডাটা কেবল এর পোর্ট আছে নাকি দেখুন,