টেকনোলজির খোঁজ-খবর যারা রাখেন তারা জানেন যে পৃথিবীর এক নাম্বার মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া তাদের স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফটের উইন্ডোজ ফোনকে বেছে নিয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ফোন অসাধারন (আমি বর্তমানে একটি উইন্ডোজ ফোন ব্যবহার করছি), এবং আমি নোকিয়ার এই সিদ্ধান্তকে স্বাগাত জানাই।
মুল প্রসঙ্গে আসি। ভাষাভাষির সংখার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। ২৫ কোটি মানুষের মুখের ভাষা এই বাংলা। তা সত্ত্বেও অ্যাপলের আইফোনের আই-ওএস ছাড়া আর অপারেটিং সিস্টেম বাংলা সাপোর্ট করেনা। না হালের জনপ্রিয় অ্যান্ড্রয়েড, না মৃতপ্রায় ও এই উপমহাদেশে জনপ্রিয় সিম্বিয়ান, কোন অপারেটিং সিস্টেমই বাংলা সাপোর্ট করেনা। আমি এখানে বাংলা সাপোর্ট করা বলতে অপেরা মিনি দিয়ে বাংলা দেখার কথা বলছিনা, পুরো অপারেটিং সিস্টেম জুড়ে বাংলা সাপোর্টের কথা বলছি যা এখন পর্যন্ত শুধুমাত্র আইফোনই করে থাকে। উইন্ডোজ ফোনে বাংলা সাপোর্ট অত্যন্ত জরুরী, আমাদের জন্য। এবং এটির জন্য খুব বেশি কিছু করা লাগবেনা আপনার। শুধু নিচের পদ্ধতিটি অনুসরণ করুন এবং ভোট দিন।
১। প্রথমে এখানে ক্লিক করুন। তাদের Terms এর একটি পপ-আপ আসবে সেটি Accept করুন।
২। ডানদিকে Vote বাটনটিকে ক্লিক করুন।
৩। আপনার নামসহ ইমেইল এড্রেসটি দিন। এরপর 3 Votes এ ক্লিক করুন।
৪। ব্যাস ভোট দেওয়া শেষ। এখন যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে সেটি লিখে Post এ ক্লিক করুন।
যত বেশী ভোট পরবে বাংলার জন্য, আমাদের চান্স তত বাড়বে। ১৬ কোটি (?) মানুষের দেশ বাংলাদেশ কি বাংলার জন্য ১৬ হাজার ভোটও দিতে পারবে না? জাতি হিসেবে আর কতকাল পিছিয়ে থাকবো আমরা? মুখ দিয়ে নিজ ভাষা/দেশের জন্য জান দিয়ে দেই, বাস্তবে নিজেদের কাজেকর্মে তার কতটুকুর প্রতিফলন থাকে? আমরা কি তাহলে হিপোক্রিটের জাতি? যাই হোক, স্মার্টফোনের জগতে বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য প্লীজ প্লীজ প্লীজ ভোট করুন, আমাদের ভাষাকে আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে, ধন্যবাদ।
ভোট প্রদানের লিঙ্কঃ http://windowsphone.uservoice.com/forums/101801-feature-suggestions/suggestions/2334996-bengali-bangla-language-support?ref=title
আমি Aminul Ahsan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Open Book | Optimist | Proud Father | Self-content | Gadget-obsessed | Nokian | Cricket | Audiophile | Homer Simpson | Ferdinand Griffon | Mymensingh |
এক বন্ধুকে চ্যালেঞ্চ করে একটা Nokia Windows phone(Nokia lumia 800) কিনলাম। আমার iphone 4s কেনা ভাই এখন আফসোস করছে। কি বলব, just amzing!Nokia