মোবাইলেই ডিজিটাল ফটোগ্রাফীঃ ১২ মেগাপিক্সেল ক্যামেরায় ৩x অপটিক্যাল জুম!

মোবাইলে ক্যামেরা থাকে এইটা আমরা সবাইই জানি।কিন্তু স্যামসাং বোধোহয় এবার কথাটাকে উলটে দিতে চাইছে।তারা মনে হয় এবার ক্যামেরার ভিতর মোবাইল ফোনটাকে ঢুকিয়ে দিয়েছে!অনেক মোবাইল বিশেষজ্ঞই এই কথা বলছে।আর বলবেই না কেন বলুন?পাশের ছবিটা দেখে আপনারো কি একই কথা মনে হয়নি?১২ মেগাপিক্সেল ক্যামেরা,৩এক্স অপ্টিক্যাল জুম,এইচডি ৭২০পি ৩০ এফপিএস ভিডিও ক্যামেরা-একটি আধুনিক দামী ডিজিটাল ক্যামেরা কি নেই এতে?

103

স্যামসাং-ই বলছে ৩এক্স মেকানিক্যাল পার্টসের অপটিক্যাল জুম,,মোড ডায়ালিং,চমতকার জেনন ফ্লাশের সমন্বয়ে তৈরি এই ডিভাইসে পয়েন্ট টু শুট ক্যামেরা সব ফিচার সংযুক্ত করার পরো মোবাইল ফোনের পার্টস ঢুকানোর মতো জায়গা পাওয়া সম্ভব হয়েছে।আমি আর কি বলব বলুন?

এখানেই শেষ নয়।এতে আছে ৩.৩ ইঞ্চি টাচস্ক্রীণ ডিসপ্লে,মোবাইল টিভি আরো অনেক কিছু।এতো সব কথা না লিখে একেবারে দেখে নিন এর পূর্ণাংগ স্পেসিফিকেশন,তাহলে আপনি বুঝে যাবেন এইটা কি জিনিস!

106

  • নেটওয়ার্কঃ ২জি,৩জি(ইউএমটিএস ২১০০,১xইভি-ডো ৮০০/১৭০০
  • আকারঃ ১১৫.৮*৫৬.৯*১৬.৩ মি.মি.
  • ডিসপ্লেঃ ১৬ এম কালার টাচস্ক্রীণ,৪৮০*৮০০ পিক্সেল,এক্সেলেরোমিটার সেন্সর,প্রক্সিমিটি সেন্সর।
  • মেমোরিঃ ৪ গিগাবাইট ইন্টারনাল,৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
  • ডাটাঃ জিপিআরএস,এজ,থ্রিজি,ব্লুটুথ,ইউএসবি
  • ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল,৪০০০*৩০০০ পিক্সেল,৩এক্স অপটিক্যাল জুম,অটোফোকাস,জেনন ফ্লাশ,এলইডি রেড আই,মোড ডায়াল,টাচ ফোকাসিং,স্মাইল/ফেস ডিটেকশন,ইমেজ স্ট্যাবিলাইজার,সেকেন্ডারি ভিডিওকল ক্যামেরা
  • মাল্টিমিডিয়াঃ টিভি রিসিভার,এমপিথ্রি/ভিডিও প্লেয়ার(এমপিথ্রি/ডব্লিউএমএ/এএসি/ডব্লিউএভি/ডিভএক্স,এক্সভিড/এমপি৪/ডব্লিউএমভি

105

104

সেটটির বিস্তারিত বর্ণনা,এক্সক্লুসিভ ভিডিও ও ক্যামেরা স্যাম্পল দেখুন এখান থেকে

http://techtoday4u.blogspot.com/

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে
অসংখ্য
ধন্যবাদ
!!!!!!!!

Level New

ধন্যবাদ আপনাকেও

Level 0

what is the price??

Level New

এখনো ঘোষণা করা হয়নি

Level 0

Dam koto?

Level New

দামের ব্যাপারে স্যামসাং এখনো কোনো ঘোষণা দেয়নি।

Level New

মোবাইলের মডেল কত সেটাই তো লিখলেননা…………………।।

Level New

ডব্লিউ ৮৮০।লিখাটা উচিত ছিল হয়তো কিন্তু এইতা গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে হয়নি এই টিউনের জন্য।তাই বাদ দিয়ে গেছি।

ভাইরে কি জিনিস দেখালেন আমিতো আর থাকতে পারতেছিনা। সামনে বিয়ে করমো যদি শশ্বুর বাড়ী থেকে দেয় তাহলে আর বউ লাগবো না। হিহিহহিহিহিহিহ….

দারুন, জোস সেট। ইস যদি পাইতাম……