আইফোন সমগ্র [পর্ব-১১] :: আইফোন রিস্টোর করার পদ্ধতি

আইফোন সমগ্র

আইফোন ব্যবহারকারীরা প্রতিনিয়তই বিভিন্ন এপ্লিকেশন ইন্সটল করার ফলে বিভিন্ন সমস্যায় পড়েন। হঠাৎ করে আইফোন আর চালু হয় না। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে কেউ কেউ জেইলব্রেক করতে গিয়ে ঠিকমত করতে না পারার ফলে এই সমস্যায় পড়েন।

তবে দুশ্চিন্তা করার কোন কারণ নেই কারণ এই সমস্যা কোন গুরুতর সমস্যা নয়। আইফোন/আইপড/আইপ্যাডটি পূণরায় সচল করার জন্য কয়েকটি পদ্ধক্ষেপ নিলেই পূণরায় চালু হয়ে যায়।

আসুন দেখা যাক কিভাবে-

আইফোন/আইপ্যাড/আইপড টাচ রিস্টোর করার পদ্ধতিঃ

আইফোন/আইপ্যাড/আইপড টাচ রিস্টোর করার জন্য আপনার কম্পিউটারে iTunes ইনষ্টল করা থাকতে হবে। ইনস্টল করা না থাকলে এখানে ক্লিক করে iTunes এর সবচেয়ে নতুন সংস্করণটি ডাউনলোড করে নিন। এবং আপনার কম্পিউটারে ইনস্টল করুন।

iOS ডাউনলোডঃ

আপনার আইফোন/আইপ্যাড/আইপড টাচটি রিস্টোর করার জন্য iOS এর প্রয়োজন। আপনি আপনার আইফোন/আইপ্যাড/আইপড টাচে iOS এর যে ভার্সনটি দিয়ে রিস্টোর করতে চান সেটি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ আইফোন নতুন ভার্সনগুলির সাথে আপগ্রেড করলে সেটির ব্যাচব্যান্ড ভার্সনও পরিবর্তন হয়ে যায়। তাই সবচেয়ে ভাল হবে যদি আপনি আপনার আইফোনের বর্তমান অর্থাৎ খারাপ হওয়ার আগে যেই ভার্সনটি ছিল সেই ভার্সন দিয়েই রিস্টোর করেন। নতুবা আনলক করতে পারবেন না।

ধাপসমূহঃ

১। প্রথমে আপনার আইফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করুন।

২। আপনার আইফোন iHome (Menu) এবং Sleep (On/Off) বাটনটি ততক্ষণ পর্যন্ত চেপে ধরুন যতক্ষন পর্যন্ত iTunes এর একটি লোগো আপনার ডিসপ্লেতে দেখাবে না।

৩। লোগোটি প্রদর্শিত হলে কম্পিউটারে আপনার আইফোনটির ছবি নামসহ দেখাবে। এখন রিস্টোর করার জন্য আপনার কিবোর্ড থেকে Shift বাটনটি চেপে ধরে Restore এ ক্লিক করুন।

৪। আপনার ডাউনলোড কৃত iOS রিস্টোরের ফাইলটা যেখানে ডাউনলোড করে রেখেছেন সেখানে গিয়ে ফাইলটা ওপেন করুন।

৫। কিছুক্ষণের মধ্যেই আপনার আইফোন/আইপ্যাড/আইপড টাচটি রিস্টোর হওয়া শুরু হবে।

৬। উপরের নোটিফিকেশন বারটি থেকে প্রোগেস জানতে পারবেন এবং আপনার ফোনেও রিস্টোরের প্রগ্রেসটি দেখতে পাবেন

৭। রিস্টোর সফলভাবে সম্পন্ন হলে আপনাকে ম্যাসেজ দিয়ে জানানো হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার ফোনটি রিষ্টাট নিবে এবং পূণরায় চালু হলে iTunes এ দেখাবে।

৮। ফোনটি সফলভাবে রিস্টোর হওয়ার পর এটিকে সেটআপ করতে বলবে। iTunes এ আপনার ফোনের পূর্ববর্তী কোন ব্যাকআপ থাকলে আপনি সেটি আপনার ফোনটির ব্যাকআপটি রিস্টোর করে দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে Set Up As A New iPhone/iPad/iPod এ চেক করে Continue করুন।

৯। পরবর্তী উইনডোটিতে Name এর জায়গায় আপনার নাম দিন এবং চেকবক্সগুলি আনচেক করে দিন তারপর Done এ ক্লিক করুন করুন।

১০। আপনি আপনার আইফোন/আইপ্যাড/আইপডটিকে সফলভাবে রিস্টোর করতে পেরেছেন। এবং এটির জন্য সফলভাবে ব্যাকআপ তৈরী করেছেন।

কোন ধাপ ঠিকমত বুঝতে না পারলে বা কোন সমস্যা হলে অবশ্যই মন্তব্য করতে দ্বিধাবোধ করবেন না। ভালো থাকুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

tune ta onk valo hoisse..
amr Ipod ta onk din dore nosto hoiya pore ache ..
ipod ta conversion buzbo kemne ??

    Level 0

    ami bhule akber restore disilam then tar por theke ama Ipod show kore Plug in wall charger er akta picture..
    ami others onk charger dia try korsi but open e hoy na .
    apple er charger sara kaz hobe na ! ki kora jay bro

      @tanjib: এ্যাপল এর চার্জারগুলা সাধারণত খুবই কম নষ্ট হয়। তবে আপনি বাজারে গিয়ে চায়না আইপড (নামের) গুলার চার্জার দিয়ে ট্রাই করতে পারেন। গুড লাক 🙂

    @tanjib: আইপডের জন্য সর্বশেষ যে ভার্সনটি ছাড়া হয়েছে সেটি 4.2.1। এই ভার্সনটা দিয়ে রিষ্টোর করলেই হবে।

Vai ei poddhotite restore korle to baseband update hoe jabe…user ra ar unlock korte parbe na….tune ti te full details den…

Level 0

saiful bhai, ami iphone 2g use kori, ami 3.1.3 korte giye phone ta unjailbreak hoye gese, ekon kono sim support kore na, ami kibhabe phone ta ke unlock korbo and jailbreak korbo? plz janaben..

excellent all your tunes. thanks a for valuable tunes. all your tunes are veryyyy verryyy wonderful!!!!!please carry on and help us. if dont mind pls send email to [email protected] with your phone number. i opened a shop for mobile servicing. again thanks for the all your precious tunes………!!!!

মডু ভাই, টিটিতে স্প্যামারদের সংখ্যা ইদানীং এত লক্ষনীয় কেন? কিছু কি করা যায় না।

Level 0

সাইফুল ইসলাম, আপনি আমার একজন প্রিয় টিউনার বিশেষ করে মোবাইল বিষয়ের । সামনে উইন্ডোজ মোবাইলে অপেরা মোবাইল ১০ ব্রাউজারে বাংলা দেখার একটি পোষ্ট দেখতে চাই। ধন্যবাদ।

    @Mustafa: ধন্যবাদ চাচা। মোবাইলে বাংলা সাপোর্ট না থাকলে ব্রাউজারে সাধারণত বাংলা দেখা যায়না। যদি এরকম হয় তাহলে অপেরা মোবাইলে বাংলা দেখতে পাবেন না। তবে অবশ্যই অপেরা মিনির সাহায্যে বাংলা দেখতে পাবেন 🙂 এরজন্য আপনি এই টিউনটি দেখতে পারেন।

saiful bhai,salam. happy new year. apnar 2 n tunti follow kore 7 ti iphone unlock koresi..thanks ,many many thanks- ekhon amar kase 5.0.1 r 3.1 3gs ase . total 5 ti ase. kintu egulu kivabe unlock korbo? jodi bolten tahole……amar mail- [email protected].

Level 0

Saiful vhai ami apnar tune gula onek like kori bishesh kore iphone ar jonno kora chain tune gula,ata amr onk frnds der kaje ashche,and amarow kuv shigrii kaje lagbe,apnar kase akta help chai iphone ar ja 3d game gula ase prai bolte gele sob gulor size onek boro,even software gulaw,amder net ar j obosta tate agulo download kora onek kosto hoye jabe,thai apni jodi janaten ja kno dvd pawa jabe kina Dhaka te,ami parsel kore niye ashbo,dvd gulo latest ios jaibreaking software,games,apps etc full collection,parle please aktu janan thanks

    @Tanim ctg: পাওয়া যেতে পারে। আমি সঠিক জানি না। তবে DVD কিনলে লেটেষ্ট এপ্লিকেশনগুলির বেশিরভাগই নাও পেতে পারেন। তাই নিজের নেট না থাকলে iPhone কিনে মজা পাবেন না।

Level 2

ভাই আপনার টিউন আমার খুব ভাল লাগে এবং আমি অনেক উপকারও পাই আপনি কি আমাকে একটা সাহায্য করবেন?প্লিজ………আমি HTC Touch2 ব্যাবহার করি।এটা windows mobile কিন্তু আমি android এতে চালাতে চাই কিভাবে করব বুঝতে পারছি না দয়া করে সাহায্য করেন

সাইফুল ভাই, আমি একটি ব্যবহৃত আইফোন কিনতে চাই। একন আমি কিভাবে সিউর হবো যে, সেটা আসল আইফোন? আমি শুনেছি যে চায়নার ডুপলিকেট আইফোন নাকি দেখতে একই রকম। দয়াকরে সাহায্য করবেন।

    @মাসুদুর রহমান: এটি খুবই সহজ। এর জন্য আপনার কম্পিউটারে iTunes ইন্সটল করতে হবে। ইনস্টল শেষে আপনার আইফোনটি ক্যাবেল এর সাহায্যে আপনার কম্পিউটারে কানেক্ট করুন। যদি iTunes সফটওয়্যাটিতে ওই আইফোনটি দেখায় তাহলে বুঝবেন ওটি আসল। আর যদি না দেখায় তাহলে বুঝবেন ওটার নামই শুধু আইফোন।

Level 0

আসসালামু আলাইকুম। আপনার টিউনগুলো আমি পড়ার চেষ্টা করি। আজ আপনার কাছে সাহায্য চাই। ১. আমি আই ফোনে flash player install করতে চাই এটি কি সম্ভব? আমার আই ফোন ৩জি version 3.0 (7A341) ২. Safari-তে বাংলা যেমন জনকষ্ঠ,ইনকিলাব পেপার খুললে pdf সম্পূর্ণ পেইজ আসে না ওপেরাতে প্রথম পেইজ খুলছে অনান্য পেইজ খুলতে প্রথমে ওপেন লেখা উঠছে। ওপেন-এ টাচ করলে ঐ টি সাফারিতে সম্পূর্ণ পেইজ খুলছে। কিন্তু শুধু ঐ পেইজটি। অন্য পেইজ খুলতে গেলে আমাকে আবার ওপেরা ওপেন করতে হয়। দয়া করে একটু উত্তর দিবেন???

Level 0

bhai ek khan iPhone gift paichi…version-4.3.5…modem firmware/Baseband version-05.16.02………ei tare kamne unlock korle valo hoy?Jailbreak kora chara ki unlock kora jayna?jailbreak korle osubidha ki ki hoite pare…i mean iphone er application related ba onno kichu?……..

Level 0

iPhone 3GS-version-4.3.5-firmware/Baseband version-05.16.02

    @Boom: জেইলব্রেক করা ছাড়া আনলক করতে পারবেন না। জেইলব্রেক করলে কোন অসুবিধা হয় না বরং নিজের ইচ্ছামত আইফোনটিকে ব্যবহার করা যায়।

    আমার জানামতে আপনার বর্তমান ব্যাচব্যান্ড ভার্সনে আনলক করা সম্ভব নয়। তবে আপনি নিশ্চই ডাউগ্রেড অথবা আপগ্রেড করতে পারেন।

    ডাউনগ্রেড করে আনলক করতে চাইলেঃ http://www.limera1n.cc/2011/07/downgrade-435-to-434-433-432-431-iphone.html
    আপগ্রেড করে আনলক করতে চাইলেঃ http://www.redmondpie.com/unlock-ios-5.0.1-on-iphone-4-iphone-3gs-using-ultrasn0w-1.2.5-how-to-tutorial/

    আপনি না পরলে কোন দোকান থেকে করে নিতে পারেন। যারা আনলক করে দেয়।
    আশা করি সফল হবেন।

Level 0

bhai birat bipode achi 🙁 iphone ta niya gechilam Bashundhara city r Eastern Plaza te..tara bollo ei jinis unlock kora jabe na.korte gele phone damage hoye jabe!!!!!amar tar production year last september a…Serial number 881383H9EDG………last year er sheser diker sob set a naki ei problem hocche…unlock korte gele set er blutooth wi-fi IMEI sob info delete hoye jay…set r kaaj korena….ekhon ki kormu bujhtesi na :(………ei ta kono kotha hoilo!!!!ekta phone unloack kora jabe na??:O

    @Boom: আমিও শুনে অবাক হলাম। তবে তারা যেহেতু সচরাচর কাজ করে তাদের কথাটুকুও ফালনা নয়।

    আনলক না করা গেলে আইফোনটাকে শুধু গেম খেলার জিনিস হিসেবেই ব্যবহার করতে হবে। তাই চেষ্টা অব্যাহত রাখুন।
    উপরের টিউটোরিয়ালগুলি পড়ুন। হবে না বলে কোন কথা নেই। নিশ্চই কোন উপায় আছে। 🙂

Level 0

ভাই আমার iphone 3gs 4.2.1 দিয়ে জেইলব্রেক ও আনলক করা ছিল। পরে 4.1 দিয়ে রিষ্টর করা হয়।এখন কি আমি ডিরেক্ট আইটিউন্স দিয়ে এটা ৪.২.১ বা ৪.৩ তে আপডেট করতে পারব ? er jonno ki notun kore jail break kora lagbe?

salam .saiful bhai,amar prosno fahmid bhaierta. arekta holo ami kivabe downgrade/upgrade korbo–r eta keno kora lage? downgrade/upgrade er jonno banglai apnar kase ekta tune chai—onurudh amar. dhonnobad and salam.

    @freebird_786: ফাহমিদ ভাইয়ের রিপ্লে দিয়েছি। দেখে নিন।

    আর আপনার অনুরোধটা রাখার চেষ্টা করব। 🙂

saiful bhai-salam. apni jan-ni meet up-e? ami kintu darun miss korsi…..!!! saiful bhai,kun kun versin or bb unlock kora jai ektu bole diben please?khub dorkar!!!!!please.

    @freebird_786: আমি মিটআপে গেছিলাম :)।
    আপনি আনলকেবল ব্যাচব্যান্ড ভার্সনের তালিকাগুলি গুগলে খুজতে পারেন।

Level 0

vai khoj khobor niya ekta post den na plz…apnarai vorosa:(

Level 0

saiful vhai basebrand ar shate iphone update ar shomporko ta ki?sob basebrand ki alda alada vabe update korte hoi?i mean different way te?ay jinish ta tik bujte partesi na?ami jodi 4.0 firmware ar kno iphone k 5.1 firmware diye update korte chi tahole ki vabe korbo,kon kon basebrand gula upgrade korte problem hoi?

    @Tanim ctg: আপনি iOS এর নতুন কোন ভার্সন আপনার ফোনে ইন্সটল করলে অটোমেটিক আপনার ব্যাচব্যান্ড ভার্সন পরিবর্তন হয়ে যাবে। কিছু কিছু ব্যাচব্যান্ড ভার্সন আনলক করা যায় না। তাই ইন্সটল করার আগে জেনে নিতে হয় যে ওই ভার্সনে গেলে পরিবর্তীত ব্যাচব্যান্ডটি আনলক করা যাবে কিনা।

Level 0

arek ta kotha apnar 4 number tune a likesen। এবার আরেকটি কনফারেশন মেসেজ দিবে। “whether you want to upgrade your iPhone baseband to iPad baseband 06.15.

যদি আপনি “No” তে ক্লিক করেন তাহলে আপনি আপনার আইফোনটিকে আনলক করতে পারবেন না। “Yes” বাটনে ক্লিক করুন তাহলে জেইলব্রেকিং শুরু হবে। “Yes” বাটনে ক্লিক করলে iPad Baseband নামের অপশনটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ata ki follow korle,basebrand ar kotha mathai rakte hobe

আমার iPhone 3G 16GB Model: A1241 – Restore hoy na. error no. (10) show kore. ki korbo bhai. kub bipode achi…

Level 0

ভাইয়া আমার একটা apple ipod tuch 4g ব্যাবহার করছি, But আমি কোন Apps,Games ইনেস্টাল করতে পারছিনা।
কিভাবে করবো জানালে খুব উপকার হইত।

It tells me to download ios 5. On my 3gs and its a huge file tooo…will my iPhone 3gs will get slow if I update it to ios 5… Because I have seen in many forums that it take much time to launch an application…. Will I be able to get back to. My current firmware ios 4.***

সাইফুল ভাই, আমি আপনার আইফোন এর সকল tune পড়েছি। খুব ভাল লেগেছে। Really u r Iphone specialist. ভাই এই রকম tune অরো আশা করছি। আমি আইফোন ৪ ফ্যাক্টরি আনলক ios 5.1ব্যবহার করছি । untetherned jailbreak করতে পারছি না, please help me….. …. ….

সাইফুল ভাই, আইফোন৪ ios5.1 যদি untethered jailbreak করা না যায় তবে downgread করে ios5.0.1এ নিয়ে untethered jailbreak করার কোন সিস্টেম আছে নাকি? একটু হেল্পান ভাই……….

    @Faisal ahmmad: ডাউনগ্রেড করার সিস্টেম আছে। আপনি ফেইসবুকের https://www.facebook.com/groups/320542957977162/ এই গ্রুপে গিয়ে হেল্প চান। আমার কাছে আইফোন ও সময় না থাকায় এখন আর টিউনগুলি কান্টিনিউ করতে পারিনা। 🙁

Level 0

সাইফুল ভাই itunes download করছি কিন্তু ইনেস্ত্রুল করতে পারি না। কিভাবে করব?

Saiful vai, salam. Apnar tune gula pore khub valo laglo, Amar iPhone 3G 16GB Model: A1241 Restore Hochena Unknown error (1015) message show kore. ekta soluton din pls……… ami kichui korte partasina akhon apnar vorosai asi pls amake HELP! koren………….

Saiful vaiya, group join request to korlam kintu ekhono member keo accept kore nai…. apni member hoie tahkle accepr koren……

Level New

প্রিয় টেকটিউনের ভাইরা । আমার সালাম নিবেন । আশা করি আপনারা ভাল আছেন । আমি একটি বিষয়ে আপনাদের হেল্প কামনা করছি । আর তা হলোঃ আমি একজন ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার । আমি বর্তমানে কোথাও কোন চাকরী করছি না । আমি বাংলাদেশে চলিত চায়না ব্যান্ড মোবাইল যেমন- SMART, SYMPHONY, MAXIMUS, SPRINT, TECNO, VS & ME, ইত্যাদির কাষ্টমার কেয়ার এ মোবাইল সার্ভিসিং/রিপেয়ারিং ইঞ্জিনিয়ার হিসেব চাকরী করতে চাই । কিন্তু সমস্যা হলোঃ আমি উপরোক্ত কোম্পানীগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি কোন পত্রিকায় পাইনা । তাই কারো যদি অনলাইন ভিত্তিক আবেদন করার কোন লিংক বা মাধ্যম জানা থাকে অথবা কারো রেফারেন্স থেকে থাকে তবে আমাকে জরুরী ভাবে এ ব্যাপারে সাহায্য করুন । (বিঃদ্রঃ আমার ব্যাক্তিগত একটি মোবাইল সার্ভিসিং সেন্টার আছে । আর আমার মোবাইলের খুটিনাটি সব ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ খুব ভাল জানা আছে)
আমার ফোন নম্বরঃ 01712132418, 01840264000, 011970485040 এবং ইমেইলঃ [email protected]

Level 0

admin vai salam niben , ami amar iphone 3g iso 4.1 thake downgrade kore iso 3 or 3.1 a nite chy restore ar maddhome ,,,,kintu ami age kon version ta chilo ta mne noy!!!! akn ke korte pari??? iso run korai amar iphone ar battery charge thake na and onk slow hoye gase,,,need help

সাইফুল ভাই… আপনাকে অশেষ ধন্যবাদ আপনার টিউনগুলির জন্য। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার আইফোন 3জি ভার্সন 4.1 কে যখন রিষ্টোর করছিলাম তখন একটা 1015এরর দেখায় । ফলে আইফোন আর রিষ্টোর নেয় না………এখন কি করব যদি বলেন তাহলে উপকৃত হব………………আপনার উত্তরের অপেক্ষায় রইলাম………….

Level 0

আমার আইফোন 4, আইওএস 5.1, ক্যারিয়ার 12.0, মোডেম ফার্মওয়ার 04.12.01. চায়না থেকে আনানো। লক করা ছিল। ইস্টার্ন প্লাজা এবং বসুন্ধরা সিটির কয়েকটা দোকানে নিয়ে গেছিলাম বলল, জেইল ব্রেক হবে না। এই ভার্সনে নাকি জেইল ব্রেক বের হয় নাই। শুধু ফ্যাক্টরী আনলোক করে দিছে ২৮০০ টাকা বিল ধরায়! যাহোক ভাইজান, জেইল ব্রেক ছাড়া আইফোন তো কুয়ার ব্যাঙ হয়ে আছে। ফ্রি অ্যাপস দিয়া কি আর পোষায়? এখন আমার জানা দরকার অদৌ আমার সেটে জেইল ব্রেক হবে? হলে তার জন্য কোথায় যাবো?

Level 0

Vhai amar I phone 3Gs atodin vhaloi chlcelo kentu hotath kore ame akter file remover kore felce evson 6.x fole no servise chole asheche akhon ame kevhabe atake abar active korte pare?

Ata jailbreak kora tobe factory unlock kora na. running verson 6.1 firmware 6.15

সাইফুল ভাই~ সালাম নিবেন~ আমার আইপ্যাড ডিসঅ্যাবল হবার পর রিস্টোর করতে পারছি না~ itunes update করছি~ Software Extract ও হয়~ কিন্তু এরপর সার্ভার পায়না~ অথচ সার্ভার থেকেই নামাইলাম~ কোন ভাবেই এই সমস্যা থেকে বের হতে পারছি না~ যদি সম্ভব হয় সাহায্য করবেন দয়া করে~ ধন্যবাদ

Level 0

vai Amar Ipod a apple logo porjonto acha than ar kno kaj kora nah and restar nay ar jono ki korta pari any idia .plzzz

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।