নোকিয়া মোবাইলে সার্টিফিকেট সমস্যার ৫ মিনিটেই সমাধান!

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন।

আজকে আপনাদেরকে একটা কঠিন সমস্যার দারুন সমাধান এর কথা বলব।

আমি অনেক নোকিয়া ফ্রী অ্যাপ্লিকেশান ও গেমস সাইট হয়ে এসেছি, এবং সব জায়গাতেই একই সমস্যা,

“certificate error!”; “Application from untrusted supplier!”  ইত্যাদি ইত্যাদি।

আমরা যখন কোন un-signed অ্যাপ্লিকেশান ইন্সটল করি তখনই নোকিয়া ফোন গুলোতে এই ধরনের সমস্যা দেখা দেয়।

সুতরাং, উপায় হল signed অ্যাপ্লিকেশান ইন্সটল করা। কিন্তু সমস্যার শুরু এইখান থেকেই! signed অ্যাপ্লিকেশান পাবো কোথাই? কারন অধিকাংশ ফ্রী নোকিয়া অ্যাপ্লিকেশানই un-signed হিসেবে থাকে।

সুতরাং, এখন সেরা উপায় একটাই, ফোন হ্যাক করা!... ভয় পেলেন??

আসলে ফোন হ্যাক করা বলতে ফোন এর সেই নিরাপত্তা বেবস্থাটাকে নিষ্ক্রিয় করে দেওয়া, যেইটা আপনাকে un-signed অ্যাপ্লিকেশান ইন্সটল করা থেকে সবসময় বিরত রাখে। সুতরাং ভয় পাবার কিছুই নেই।

এখন প্রশ্ন হল, পদ্ধতিটা কি??

এইবার আপনি একটা মিল্লিওন ডলার প্রশ্ন করলেন!

উত্তরটা হল, অনেক!

আসলে আমি অনেক ওয়েবসাইট থেকে অনেক ধরনেরই পদ্দতি অনুসরণ করেছি, সাফল্য পেয়েছি মাত্র একটাতে! তাও অনেক পরিশ্রম করার পর। কারন পদ্ধতিটা অনেক জটিলভাবে উপস্থাপন করা ছিল।

তাই, আমি ঠিক করলাম এমন একটি সহজ পদ্দতি বানাবো, যাতে সবাই ৫ মিনিটেই পুরু সমস্যার সমাধান করে ফেলতে পারে।

আর এই টিউনে সেই পদ্ধতিটির লিঙ্কটাই দিচ্ছি। লিঙ্কটিতে গিয়ে আপনারা প্রত্যেকটি ধাপের ছবিসহ বিবরন পাবেন। সুতরাং কোন সমস্যা হবার প্রশ্নই আসেনা!

যদি হয়েই থাকে, তাহলে আমি তো আছিই! ওই পেজ এর নিচে কমেন্ট করে দিবেন, ব্যাস হয়ে গেল...

তাহলে আর কথা না বাড়াই, ঝটপট নিচের লিঙ্ক এ যান, আর সমাধান করে ফেলুন সেই দীর্ঘদিনের অনাকাঙ্ক্ষিত certificate প্রবলেম।

Certificate Problem Solution link

আজ তাহলে এইখানেই শেষ করি।

ধন্যবাদ

সবাই ভালো থাকবেন।

Level 0

আমি sydsadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন !

প্রিয়তে রাখলাম কাজে দিতে পারে 😛

Level 0

ভাই 1. Quarantine Drivers LDD
2. DrWeb 6
3. Rom Pacther+ 3.1 Lite
ডাউনলোড হচ্ছে না কি করবো ?

    Level 0

    @Prokash: আমি ziddu লিঙ্ক দিচ্ছি, একটু পর চেষ্টা করেন। @প্রকাশ ভাই

Bai .1 DrWeb 6
2. Rom Pacther+ 3.1 Lite ..Download hoi na.Amar nokia 6120c v-35.0.002 ata ke HACK kora jaba.Saiful bai ai tune a bolasa (https://www.techtunes.io/mobileo/tune-id/33596/) 6120 Classic (version 5.11 পর্যন্ত হ্যাক করা যাবে)
6120 Classic (শুধুমাত্র version 6.01 টিকে হ্যাক করা যাবে না)TA hola ke amar phone hack hoba na

    Level 0

    @farhad islam: দুঃখিত, আমি ৬১২০ সম্পর্কে সঠিক বলতে পারছিনা, চেষ্টা করে দেখেন, এই প্রক্রিয়ায় হ্যাক হওয়া তো উচিৎ @ফারহাদ ইসলাম ভাই

Level 0

খুবই খুশি হইলাম…ধন্যবাদ @প্রিন্স মাহমুদ ভাই
আমি লিঙ্ক দিচ্ছি, একটু পর চেষ্টা করেন। @প্রকাশ ভাই
দুঃখিত, আমি ৬১২০ সম্পর্কে সঠিক বলতে পারছিনা, চেষ্টা করে দেখেন, এই প্রক্রিয়ায় হ্যাক হওয়া তো উচিৎ @ফারহাদ ইসলাম ভাই

ভাই এইটা কি শুধু সিমবিয়ানের জন্য না সকল ফোনের জন্য ? আমি Nokia C3-00 জাভা ইউজ করি !

    Level 0

    @প্রযুক্তি বিশ্ব: Nokia C3-00 হল s40 handset. এইটা s40 দের জন্য না।কিন্তু আমার জানামতে s40 মোবাইলে কোন certificate সমস্যা থাকার কথা না।

ভাইয়া nokia 5530 এর জন্য কোন ফাইল টা Download করব

    Level 0

    @রেজাঊল কবির: আপনার ৩ টা ফাইলই ডাউনলোড করতে হবে। সবকয়টা আগে ডাউনলোড করে ফেলুন, তার পর ধারাবাহিকভাবে স্টেপ গুলো অনুসরণ করুন। তাহলেই হয়ে গেল!
    আর আমি নিজেই যেহেতু ৫৫৩০ ব্যাবহার করি ,তাই কোন সমস্যা হবেনা। ধন্যবাদ 🙂 @ রেজাঊল কবির ভাই

ভাই আমার নোকিয়া ৩১১০ সেট পারলে আমকে হেল্প করেন
ধন্যবাদ
https://www.facebook.com/borhan.shaker

    Level 0

    @ব্লগার খান: ভাই নোকিয়া ৩১১০ তে তো কোন সার্টিফিকেট সমস্যা নেই!! :O

DrWeb 6 ফাইল টা তো ইন্সটল নিচ্ছে না ………..

    Level 0

    @রেজাঊল কবির: Drweb6 একটি singed অ্যাপ্লিকেশান, সুতরাং ইন্সটলে কোন সমস্যা হওয়ার কথা না। আপনি আবার চেষ্টা করে দেখুন

TNX ভাইয়া সফল হইছে এবং চালিয়ে যান ………………………………

Vai Quarantine a to file gula pai naa ?

    Level 0

    @জয়: @জয়: Private নামের ফোল্ডারটা মেমোরি কার্ড এ paste করুন। মেমোরি কার্ড এ অন্য কোনও ফোল্ডার এ করবেন না। মেমোরি কার্ড এ যাবেন আর paste করবেন। যদি replace করতে বলে, তাহলে ok সিলেক্ট করবেন। আশা করি এর পর আর কোনও সমস্যা হবেনা। @জয় ভাই

Amar mob 5230 nokia

Korsi but file gula to dakta pai naa ?