আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
আজকে আপনাদেরকে একটা কঠিন সমস্যার দারুন সমাধান এর কথা বলব।
আমি অনেক নোকিয়া ফ্রী অ্যাপ্লিকেশান ও গেমস সাইট হয়ে এসেছি, এবং সব জায়গাতেই একই সমস্যা,
“certificate error!”; “Application from untrusted supplier!” ইত্যাদি ইত্যাদি।
আমরা যখন কোন un-signed অ্যাপ্লিকেশান ইন্সটল করি তখনই নোকিয়া ফোন গুলোতে এই ধরনের সমস্যা দেখা দেয়।
সুতরাং, উপায় হল signed অ্যাপ্লিকেশান ইন্সটল করা। কিন্তু সমস্যার শুরু এইখান থেকেই! signed অ্যাপ্লিকেশান পাবো কোথাই? কারন অধিকাংশ ফ্রী নোকিয়া অ্যাপ্লিকেশানই un-signed হিসেবে থাকে।
সুতরাং, এখন সেরা উপায় একটাই, ফোন হ্যাক করা!... ভয় পেলেন??
আসলে ফোন হ্যাক করা বলতে ফোন এর সেই নিরাপত্তা বেবস্থাটাকে নিষ্ক্রিয় করে দেওয়া, যেইটা আপনাকে un-signed অ্যাপ্লিকেশান ইন্সটল করা থেকে সবসময় বিরত রাখে। সুতরাং ভয় পাবার কিছুই নেই।
এখন প্রশ্ন হল, পদ্ধতিটা কি??
এইবার আপনি একটা মিল্লিওন ডলার প্রশ্ন করলেন!
উত্তরটা হল, অনেক!
আসলে আমি অনেক ওয়েবসাইট থেকে অনেক ধরনেরই পদ্দতি অনুসরণ করেছি, সাফল্য পেয়েছি মাত্র একটাতে! তাও অনেক পরিশ্রম করার পর। কারন পদ্ধতিটা অনেক জটিলভাবে উপস্থাপন করা ছিল।
তাই, আমি ঠিক করলাম এমন একটি সহজ পদ্দতি বানাবো, যাতে সবাই ৫ মিনিটেই পুরু সমস্যার সমাধান করে ফেলতে পারে।
আর এই টিউনে সেই পদ্ধতিটির লিঙ্কটাই দিচ্ছি। লিঙ্কটিতে গিয়ে আপনারা প্রত্যেকটি ধাপের ছবিসহ বিবরন পাবেন। সুতরাং কোন সমস্যা হবার প্রশ্নই আসেনা!
যদি হয়েই থাকে, তাহলে আমি তো আছিই! ওই পেজ এর নিচে কমেন্ট করে দিবেন, ব্যাস হয়ে গেল...
তাহলে আর কথা না বাড়াই, ঝটপট নিচের লিঙ্ক এ যান, আর সমাধান করে ফেলুন সেই দীর্ঘদিনের অনাকাঙ্ক্ষিত certificate প্রবলেম।
Certificate Problem Solution link
আজ তাহলে এইখানেই শেষ করি।
ধন্যবাদ
সবাই ভালো থাকবেন।
আমি sydsadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন !
প্রিয়তে রাখলাম কাজে দিতে পারে 😛