আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশ এর ওয়াপ সাইট গুলোর মদ্ধে আমার দেখা সবচে আপডেটেড সাইট রকারওয়াপ এর সাথে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা আশপাশের জগৎ ছাড়িয়ে বন্ধুত্বের আরেক দুনিয়া এখন ইন্টারনেট।তাঁরা সবাই একে অপরের নেট-বন্ধু।ইন্টারনেটে বন্ধুত্বকে খুব সহজ করে দিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটগুলো। বর্তমানে ফেসবুক, টুইটার কিংবা গুগল প্লাসের মতো জনপ্রিয় সাইটগুলো দিয়ে খুব সহজেই বন্ধুত্ব করা গেলেও বাংলাদেশে মোবাইল কমিউনিটি সাইটগুলোর ভালো ভূমিকা ছিল শুরুর দিকে।ইন্টারনেট-সমর্থিত যেকোনো মোবাইল ফোনসেট দিয়ে এসব সাইটে খুব সহজেই প্রবেশ করা যায় এবং খরচও কম।যারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য এসব মোবাইল কমিউনিটি সাইট খুবই উপযুক্ত।আজ আমি আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব একটি ফোরাম সাইট এর সাথে।
কি কি আছে সাইট টিতে?
===========================================================
*পারসনাল মেসেস সেন্ডিং * পারসনাল ডাইরি * স্টাটাস আপডেট*চ্যাট রুম *ব্লগিং *ক্লাব *ফোরাম ডিস্কাসন *ফ্রী জিপি টু জিপি এসএমএস * ডেইলি কুইজ (ফ্লেক্সি লোড) *অনলাইন গেমস সহ আর অনেক কিছু।
#সাইট টি WML/xHTML ফরমেটে করা হয়েছে এতে KB অনেক কম খরচ হয় টাকা কম কাটে।
===========================================================
সাইটটি গ্রাহক দের সেবার কথা চিন্তা করে প্রায় প্রতিদিন ই নতুন নতুন সুবিধা সংযোজন করছে।তাই দেরি না করে এখনি রেজিস্টার করে উপভগ করুন সাইট টি।
কি কি লাগবে ? ?
===========================================================
সাইট টি মুলত মোবাইল ফোন ইন্টারনেট ব্যাবহার করেন এমন গ্রাহক দের জন্যে। আপনি যদি পিসি থেকে জইন করতে চান তাহলে অপেরা ব্রাউজার দিয়ে সাইট এর সকল সুবিধা নিতে পারবেন
মজিলা দিয়ে লগিন করতে একটি AddOn লাগবে
===========================================================
সাইট টির লিঙ্কঃ
বি দ্রঃ টিউনটি মুলত বিজ্ঞাপন এর জন্য করা হয় নি । আসলে এই সাইট টির সাথে পরিচয় করিয়ে দেয়া টাই ছিল মুল লক্ষ্য । সবাই ভাল থাকবেন । খুব তারাতারি আমারবার্তা(free sms worldwide) নিয়ে টিউন করব।
আমি Ohok Shakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পোষ্টটি রিভিউ বিভাগ এ দিয়ে দিন। টেকটিউনে সাগতম।