আমার গত বারের টিউনটি ছিলো সিম্বিয়ান ফোনের হোম স্ক্রীন বদলে দেয়া সংক্রান্ত( https://www.techtunes.io/mobileo/tune-id/98567/ ) । আজকের টিউনটি হল কিভাবে সিম্বিয়ান ফোনের মেনু স্ক্রীন পাল্টে ফেলবেন তা নিয়ে।
(মেনু বদল করবার জন্যে ভাল সিম্বিয়ান s60v3 সফটওয়্যার খুবই অপ্রতুল। অনেক খুজে একটিই ভাল সফটও্য়্যার পেলাম। আপনারা যদি এটি ছাড়াও অন্য কোন সফটও্য়্যারের নাম জেনে থাকেন তবে অনুগ্রহ করে কমেন্টে নাম বলে দিবেন।)
আজকের সফটওয়্যারটর নাম symbian plus । এর মাধ্যমে আপনি আপনার ফোনের মেনু স্ক্রীনকে অনেকটা Iphone মত করতে পারবেন। কিছু স্ক্রীনশট (Nokia E52) :
সফটও্য়্যারটির মেনু স্ক্রীন আনতে সফটও্য়্যারটি স্টার্ট করে ফোনের centre button টি ৩-৪ সেকেন্ডের জন্যে press করুন। এই মেনু থেকে আপনি ফোনের মেনুতে নতুন অ্যাপ যোগ করা, মেনুর wallpaper বদলানো সহ আরো কাজ করতে পারবেন।
এ সফটও্য়্যারটির মাধ্যমে ফোনের অ্যাপগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে রাখতে পারবেন। মেনু স্ক্রীন নেভিগেশনের জন্যে right soft key এবং left soft key ব্যাবহার করতে হবে।
Link : http://www.mediafire.com/?1ijstrxq87l8hlf
Mirror Link : http://m.4shared.com/mobile/sY09zljN/Symbian_Plus_EN_19.html
আমি dracula_। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks