আপনি কি নোকিয়া সিম্বিয়ান s60v2 ভার্সন এর হ্যান্ডসেট ব্যাবহার করেন? যদি করে থাকেন তাহলে এই টিউনটি
আপনার জন্য 🙂 🙂
আপনারা জানেন নোকিয়া s60v3 এর এপ্লিকেশনগুলো নোকিয়া s60v2 এর এপ্লিকেশন থেকে বেশি উন্নত মানের
এবং পপুলার। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নোকিয়া s60v3 এর এপ্লিকেশনগুলো নোকিয়া s60v2
হ্যান্ডসেটে চালানো যায়।
যা যা লাগবেঃ
১। s60v2 মোবাইল হ্যান্ডসেট
২। DCS OS 9 (নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে)
৩। মেমোরি কার্ড (আপনার মোবাইল এ অবশ্যই মেমোরি কার্ড থাকতে হবে,মেমোরি কার্ড ছাড়া DCS OS 9
এপ্লিকেশনটি ইন্সটল করা যাবেনা)
যে ভাবে সেটআপ করবেনঃ
১। ডাউনলোড DCS OS 9 (নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে)
২। মেমোরি কার্ডে DCS OS 9 এপ্লিকেশনটি ইন্সটল করুন
৩। DCS OS 9 এপ্লিকেশনটি run করান
৪। এখন যে কোন s60v3 এপ্লিকেশন ইন্সটল করুন
৫। ব্যাস আপনার কাজ শেষ এখন মজা করে s60v3 এর এপ্লিকেশনগুলো s60v2 এর হ্যান্ডসেটে চালান।
DCS OS 9 ডাউনলোড লিঙ্ক - http://www.mediafire.com/?jcw5wt46p4loav2
কারো কোন প্রবলেম হলে ভিডিও টি দেখতে পারেন:
টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন। ভাল লাগলে প্লিজ কমেন্ট করবেন।
আল্লাহ্ হাফেয,সবাই ভাল থাকবেন।
আমি ankon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই চালবে তো