আইফোন সমগ্র [পর্ব-১০] ক্রেডিট কার্ড ছাড়াই ফ্রিতে Apple/আইটিউনস একাউন্ট খোলার পদ্ধতি

আইফোন সমগ্র

Apple ID কি?

এ্যাপল আইডি মূলত একটি ইউজারনেম। যেটি এ্যাপলের প্রদত্ত সুবিধাসমূহ উপভোগ করার জন্য আবশ্যক। একটি এ্যাপল আইডির সাহায্যে আপনি, iTunes Store থেকে বিভিন্ন রকমের এপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন, iChat কিংবা iCloud এ লগ-ইন করতে পারবেন, Apple Online Store থেকে কোন কিছু কিনতে পারবেন, Apple Retail Store এ reservation দিতে পারবেন, Apple.com থেকে বিভিন্ন রকমের সহায়তা পাবেন ইত্যাদি।

কিন্তু অত্যান্ত দুঃখের বিষয়টি হল আমাদের দেশে পেপাল কিংবা Credit Card সহজলোভ্য না হওয়ায় আইফোন/আইপ্যাড/আইপড কেনার পর বাংলাদেশের বেশিরভাগ ব্যাবহারকারীই Apple ID খোলা নিয়ে সমস্যায় পড়েন। তবে ক্রেডিট কার্ড ছাড়াও এ্যাপল আইডি খুলা সম্ভব হলেও পদ্ধতিটি অনেকেরই অজানা।

ক্রেডিট কার্ড ছাড়াই ফ্রিতে Apple ID খোলার পদ্ধতিঃ

১। iTunes ইনস্টলঃ

Apple ID খোলার জন্য প্রথমে আপনাকে iTunes এর প্রয়োজন পড়বে।

২। iTunes চালু করে iTunes Store এ ক্লিক করুন।

৩। App Store এর ড্রপ ডাউন মেনু থেকে Great Free Apps এ ক্লিক করুন

৪। এবার একটি ফ্রি App পছন্দ করুন এবং Free বাটনটিতে ক্লিক করুন

৫। আইটিউনস এ আপনাকে সাইন-ইন করার জন্য বলা হবে। আপনি Create New Account এ ক্লিক করুন।

৬। Welcome উইনডো এবং Agreement পেপারে যথাক্রমে Continue এবং Agree বাটনে ক্লিক করুন।

৭। প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ফরমটি ফিলাপ করুন এবং Continue করুন।

নোটঃ পাসওয়ার্ড অবশ্যই মৌলিক হতে হবে। অর্থাৎ পাসওয়ার্ডে কমপক্ষে একটি বড়হাতের অক্ষর একটি ছোটহাতের অক্ষর এবং নম্বর থাকতে হবে, আর পাসওয়ার্ডটি অবশ্যই ৮ অক্ষরের হতে হবে। (উদাহরণঃ Saiful12345 )

৮। Payment Type থেকে None এ ক্লিক করুন এবং Billing Address গুলি নিচের স্কিনশর্টটির মত লিখুন (শুধুমাত্র নামের জায়গায় আপনার নাম লিখুন)। এবং সবশেষে Create Apple ID তে ক্লিক করুন।

৯। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে আপনার E-Mail এড্রেসটি Verification করতে বলা হবে।

১০। আপনার ই-মেইল একাউন্টে প্রবেশ করুন এবং Apple থেকে মেইলটি ওপেন করে Verify Now > তে ক্লিক করুন।

১১। ইমেইল এড্রেসটি যাচাই করতে আপনাকে লগ-ইন করতে বলা হবে। আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে লগিন করুন।

১২। সফলভাবে লগ-ইন হলে Email Address Verified ম্যাসেজ দেখাবে। Return to the Store এ ক্লিক করুন

১৩। কিছুক্ষণের মধ্যেই আপনাকে iTunes এ ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং Congratulations নাকম একটি ম্যাসেজ দেখাবে। সবশেষে Start Shopping এ ক্লিক করুন।

১৪। এখন আপনি আপনার সদ্য তৈরীকৃত Apple ID দিয়ে iTunes থেকে ইচ্ছামত ফ্রি এপ্লিকেশনগুলি ডাউনলোড করতে পারবেন।

ধন্যবাদ টিউনার কে

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই রকম কিছু পাবার অপেক্ষায় ছিলাম। অবশেষে পেয়ে খুব আনন্দ অনুভব করছি।
আপনাকে অনেক ধন্যবাদ।

Level 2

saiful vai apneke oneeeeeeeeeeeek thanks….
r o thank ditam jodi r koyta din aage ai post ta diten…………………
ami oneeeeeek koste akta id khulsi, oneeeek jhamela.
jai hok , agian thanks 4 this tune , keep it up bro……

Level 2

vai akta upokar korn , ami torrnet address theke game download korsi , akhn ai game ta itune a kivabe add korbo ??? kono buddhi paitasina…………

Level 0

সাইফুল ভাই সপ্তাহে যদি অন্তত ১টা পোস্ট করা উচিত আইফোন নিয়ে………আপ্নার পোস্ট গুলার অপেক্ষা থাকি…।/…কিন্তু অনেক দিন পর পর আপনি পোস্ট করেন……………

vhai mone hoi NONE ta akhon nai……

    @Jobair Sohan: আমি যেভাবে প্রকিয়াটি বর্ণনা করেছি ঠিক সেভাবেই অুনসরণ করার চেষ্টা করুন। তানাহলে None অপশন পাবেন না।

Level 0

AWESOME!!!!!! thank u sooo much!

সুন্দর টিউন.আমাকে s60v3 তে n-gage খেলার কোন সফ্ট থাকলে দেন

আপনি যখন অনুমতি চেয়েছিলেন, আমি ভেবেছিলাম আমার টিউনের লিঙ্কটা আপনি দিবেন। যাই হোক টিউনটা সুন্দর হয়েছে। যদি কেউ প্রথম টিউনটা দেখতে চান, তাহলে এই লিঙ্কে ঢুঁ মারতে পারেন: https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/74948/

Level 2

ak kothai Opurbo………… er binimoy doa sara kisui dite parbo na…….Allah apnake Tuesday koruk……ki vabe pc die software download kore iphone e install korte hoy tar upor akta tune chai..

Level 0

পেমেন্ট এর ওখানে “None” অপশন মনে হয় নতুন রিলিজ হওয়া আইটিউন ভার্সনে পাবেন না। আমি 10.4.0.80 দিয়ে নন অপশন পেয়েছি এবং একাউন্ট খুলেছি

Level 0

…akta id khular jonno dokane 1000 taka nei…..ki bole je thanks janabo saiful vaike……..

    @raselsaleh: ১ হাজার টাকা নেয়!!! জানতাম নাতো।
    এখন থেকে ওই দোকানদারের ব্যবসা শেষ 🙂

Level 0

Saiful bhai osadaron hoice………..

Level 0

কয় দিন আগে খুব দরকার ছিল এবং অনেক খুজেছি।। পরে অবশ্য Youtube এর সাহায্য করে পেল্লাম।তার পর ভাবলাম tune করব but করলে সাইফুল ভাইর মত ভালো হত না। যাক সাইফুল ভাই কে অনেক thax । অনেকের কাজে লাগবে। সাইফুল ভাই ১টা কথা জানার ছিল?আমার ফোনটা যখন usa এ থেকে দেয় তখন এতে iOS 4.3.3 ছিল but কিছু দিন আগে এক বড় ভাই এটাতে iOS 4.1 দিয়ে দেয়।এখন problem হচ্ছে নতুন apps গুলো চলে না! instal করতে গেলে বলে ios4.2 or later .এখন আমার প্রশ্নও হল আমি যদি iOS 4.3.3 তে ফিরে যেতে চাই আমাকে কি করতে হবে??র এটা করলে কোন problem হবে কি না???আশা করি আপনার reply টা আমার মত অনেকের কাজে লাগবে………… @সাইফুল ভাই

ঠিকানাটাই মেইন 😀 জিপ কোড টা

Level 2

saiful vai prothomei khoma chey nissi, apner valo maner akta post a o-proyojonio amar ai kotha gula bolar jonno………
vai iphone ar akta shokh aase , apni jodi aktu help korten taile valo hoito , kotha theke valo maner unlock akta iphone pawa jabe janale upokrito hobo.
ak porichito vaike bolsi bebostha korte uni bolen unlock kortei naki 7000-9000 tk ar moto lagbe, bolen ki obostha !!! apni jei post gula disen iphone unlock korar oi gula diya ki sob dhoroner lock unlock hoy ?? vai apner email address kingba facebook id ta dile valo hoito….

Level 0

@সাইফুলঃ ধন্যবাদ…………………………

ধন্যবাদ সাইফুল ভাই।

ধন্যবাদ সাইফুল ভাই।

saiful bhai,amr frnd ai step ae korsilo.kintu 3 month ar moddhe off kore dise,eta ki payment mathod none deyar jonno hoise?amr help koren,amar o apple id dorkar free te,

Level 0

thnx vai, onek try korchilam but pari nai, aj sotti parchi,

Level 0

onek onek Dohnnobad Saiful bai…….i got it

ভাই none দেখাচ্ছে না, কি করা যায়?

Saiful Vai latest itunes a none option ta dekhacche na
ki korbo?

অনেক উপকারী টিউন। ধন্যবাদ ভাই।