এ্যাপল আইডি মূলত একটি ইউজারনেম। যেটি এ্যাপলের প্রদত্ত সুবিধাসমূহ উপভোগ করার জন্য আবশ্যক। একটি এ্যাপল আইডির সাহায্যে আপনি, iTunes Store থেকে বিভিন্ন রকমের এপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন, iChat কিংবা iCloud এ লগ-ইন করতে পারবেন, Apple Online Store থেকে কোন কিছু কিনতে পারবেন, Apple Retail Store এ reservation দিতে পারবেন, Apple.com থেকে বিভিন্ন রকমের সহায়তা পাবেন ইত্যাদি।
কিন্তু অত্যান্ত দুঃখের বিষয়টি হল আমাদের দেশে পেপাল কিংবা Credit Card সহজলোভ্য না হওয়ায় আইফোন/আইপ্যাড/আইপড কেনার পর বাংলাদেশের বেশিরভাগ ব্যাবহারকারীই Apple ID খোলা নিয়ে সমস্যায় পড়েন। তবে ক্রেডিট কার্ড ছাড়াও এ্যাপল আইডি খুলা সম্ভব হলেও পদ্ধতিটি অনেকেরই অজানা।
Apple ID খোলার জন্য প্রথমে আপনাকে iTunes এর প্রয়োজন পড়বে।
২। iTunes চালু করে iTunes Store এ ক্লিক করুন।
৩। App Store এর ড্রপ ডাউন মেনু থেকে Great Free Apps এ ক্লিক করুন
৪। এবার একটি ফ্রি App পছন্দ করুন এবং Free বাটনটিতে ক্লিক করুন
৫। আইটিউনস এ আপনাকে সাইন-ইন করার জন্য বলা হবে। আপনি Create New Account এ ক্লিক করুন।
৬। Welcome উইনডো এবং Agreement পেপারে যথাক্রমে Continue এবং Agree বাটনে ক্লিক করুন।
৭। প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ফরমটি ফিলাপ করুন এবং Continue করুন।
নোটঃ পাসওয়ার্ড অবশ্যই মৌলিক হতে হবে। অর্থাৎ পাসওয়ার্ডে কমপক্ষে একটি বড়হাতের অক্ষর একটি ছোটহাতের অক্ষর এবং নম্বর থাকতে হবে, আর পাসওয়ার্ডটি অবশ্যই ৮ অক্ষরের হতে হবে। (উদাহরণঃ Saiful12345 )
৮। Payment Type থেকে None এ ক্লিক করুন এবং Billing Address গুলি নিচের স্কিনশর্টটির মত লিখুন (শুধুমাত্র নামের জায়গায় আপনার নাম লিখুন)। এবং সবশেষে Create Apple ID তে ক্লিক করুন।
৯। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে আপনার E-Mail এড্রেসটি Verification করতে বলা হবে।
১০। আপনার ই-মেইল একাউন্টে প্রবেশ করুন এবং Apple থেকে মেইলটি ওপেন করে Verify Now > তে ক্লিক করুন।
১১। ইমেইল এড্রেসটি যাচাই করতে আপনাকে লগ-ইন করতে বলা হবে। আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে লগিন করুন।
১২। সফলভাবে লগ-ইন হলে Email Address Verified ম্যাসেজ দেখাবে। Return to the Store এ ক্লিক করুন
১৩। কিছুক্ষণের মধ্যেই আপনাকে iTunes এ ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং Congratulations নাকম একটি ম্যাসেজ দেখাবে। সবশেষে Start Shopping এ ক্লিক করুন।
১৪। এখন আপনি আপনার সদ্য তৈরীকৃত Apple ID দিয়ে iTunes থেকে ইচ্ছামত ফ্রি এপ্লিকেশনগুলি ডাউনলোড করতে পারবেন।
ধন্যবাদ টিউনার শামীম রাহমান কে
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
এই রকম কিছু পাবার অপেক্ষায় ছিলাম। অবশেষে পেয়ে খুব আনন্দ অনুভব করছি।
আপনাকে অনেক ধন্যবাদ।