সিমবিয়ান মোবাইলে বাংলা লিখার জন্য সুন্দর একটি বাংলা ফন্ট সিস্টেম

টেকটিউনসে প্রথম টিউন। তাই স্বাভাবিকভাবেই কিছুটা উত্তেজিত। যাই হোক, আসল কথায় আসি।

প্রায় বছরখানেক যাবৎ আন্তজালে ঘোরাঘুরি করছিলাম আমার নকিয়া ৫৫৩০ এক্সপ্রেস মিউজিক সেটটিতে বাংলায় ফাইল বা ফোল্ডারগুলোর নাম রাখার জন্য একটি ফন্ট খুজে পেতে। পেলাম অনেকগুলো, কিন্তু বিখ্যাত বৃন্দা ফন্ট ভিত্তিক। দেখতে খুবই বাজে। তার উপর আবার ইংরেজি ফন্টগুলো আজব আজব; কতগুলো বর্ণের নিচের অংশ গায়েব। ভাবলাম, এমন যদি হতো, নকিয়ার ডিফল্ট ইংরেজি ফন্ট এর পাশাপাশি অভ্র'র সিয়াম রূপালী বা বিজয়ের কর্ণফুলী এম.জে. এর মতো দেখতে একটা ফন্ট আমার মোবাইলে ইন্সটল করা যেত। বসে না থেকে কাজ শুরু করলাম। নকিয়ার ডিফল্ট ফন্টটা এক্সট্রাক্ট করে তার ভেতর কর্ণফুলী এম.জে. এর গ্লিফগুলো অ্যাড করে নতুন একটা ফন্ট তৈরী করলাম। নাম দিলাম বিন্দু। মোবাইলে সুন্দর টাইপ করতে পারলাম। কিন্তু পিসিতে তা দেখা গেল হিজিবিজি কিছু লাতিন বর্ণে। কেন না আমি এই ফন্টটা লাতিন বর্ণগুলো রিপ্লেস করে তৈরী করেছিলাম। পিসিতে দেখা ও লিখার জন্য সম্পূর্ণ একটা প্রক্রিয়া বের করলাম। এখানে আর বিস্তারিত লিখবো না। আপনি চাইলে ফন্টটি সহ আমার জিপ ফাইলটি মোবাইল নাইন ডট কম থেকে নামিয়ে নিয়ে ভেতরের টেক্সটফাইল গুলো কাজের শুরুতেই পড়ে নিতে পারেন। কাজ সহজ হয়ে যাবে। লিংকটি হলো - http://gallery.mobile9.com/f/1961121/

তবে শুরুতেই বলে দিই, এটি ইউনিকোডভিত্তিক ফন্ট নয়, তাই লিখন সার্বজনীন দৃশ্যমান হবে না। তবে বাংলা ইউনিকোড বর্ণগুলো ভাঙা ভাঙা ভাবে দেখা যাবে। আশা করি, আমাদের মধ্যে কোনো একজন টিউনার একদিন ইউনিকোড বেজড একটি বাংলা ফন্ট তৈরী করবে যা হবে মোবাইল জগতের 'অভ্র'।

ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।

Level 0

আমি Farhad_Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

s60v3 এর জন্য লাগবে। তৈরি করে দিবেন?

Level 0

আমারও দরকার s60v3 এর জন্য

3rd version এ যদি ফন্ট চেন্জ করার সুবিধা থাকে তাহলে একই পদ্ধতিতে এটা কাজ করবে। এক কাজ করেন, মোবাইল নাইন ডট কম থেকে Fontzoomer app টা দেখেন আপনাদের সেটের জন্য পান কি না। পেলে ইন্সটল করেন। আমি এখানে আছি। ইন্সটল হলে আমাকে জানান।

Level 0

likhbo kibabe?….E66

QWERTY keyboard ব্যবহার করুন। হতেও পারে। তবে এটা E66 এ কাজ না-ও করতে পারে।

Level 0

Thanks

🙂

Great I.D.A