আজ আমি আপনাদের সাথে যে সফটওয়ারটি শেয়ার করবো সেটি আপনার মোবাইলের কল লগ এবং ম্যাসেজ গুলি প্রাইভেট করে দেবে। এটা খুব ই প্রয়োজনীয় একটা সফটওয়ার। আপনারা যারা আপনাদের মোবাইলে কল লগ এবং ম্যাসেজ গুলি নিয়ে সব সময় আতঙ্কে থাকেন তাদের জন্য সফটওয়ারটি অনেক কাজে দেবে। সফটওয়ারটি অনেক নিখুত ভাবে কাজ করে এটা চালু রাখার জন্য আপনাকে এটা হাইড করে রাখতে হবে এবং হাইড করে রাখলে এটা কখনোই আপনার টাস্ক ম্যানেজারে দেখায় না যেটা আপনাকে আপনার প্রাইভেসিকে আরো মজবুত করবে। আমি আপাতত সফটওয়ারটি ব্যবহার করছি অনেক মজার একটি সফটওয়ার। এখন আমার মোবাইলে যখন কোন কল আসে তখন কল লগে গিয়ে কিছুই দেখতে পায় না। অনেক টা আজব মনে হলে ও ভাল ই লাগে আবার যখন নতুন কোন ম্যাসেজ আসে ওপেন করলেই দেখি No New Message। সফটওয়ার টি আপনি যখন চালাবেন তখন আপনাকে কল লগ এবং ম্যাসেজ গুলি দেখতে হলে সফটওয়ারটি ওপেন করতে হবে। সেখানে আপনি কল লগ এবং ম্যাসেজ দেখার অপশন পাবেন।
সফটওয়ারটির নাম Best Private Conversation। সফটয়ার টি সিম্বিয়ান ৩য় ইডিসনের যেকোন মোবাইলে ব্যবহার করতে পারবেন।
নিচের ছবি গুলি দেখুনঃ
Best Private Conversation সফটওয়ার টি এখান থেকে ডাউনলোড করে নিন।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
ভাই মারাত্মক একটা জিনিস দিছেন