আপনারা যারা মাল্টিমিডিয়া মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুন একটি সফটওয়ার যেটা দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও করতে পারবেন। সফটওয়ারটির প্রধান সুবিধা হল এটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতে পারবেন। সফটওয়ারটি আমার খুব ই ভাল লেগেছে আশা করি আপনাদের ও খুব ভাল লাগবে। প্রথমে বিশ্বাস হচ্ছিলোনা তারপর যখন পরিক্ষা করে দেখলাম সত্যিই কাজ করে কিনা তখন তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম এটা তো ব্যাকগ্রাউন্ডে ও ভিডিও রেকর্ড করছে।
সফটওয়ারটির নাম SymDVR
সফটওয়ারটি সিম্বিয়ান ৩য় ও ৫ম ইডিসনের যেকোন মোবাইলে ব্যবহার করা যাবে।
SymDVR সফটওয়ারটি ডাউনলোড করে নিন। এটাতে সিম্বিয়ান ৩য় ও ৫ম ইডিসনের জন্য দুটি আলাদা ভার্সন আর্কাইভ করা আছে।
যেভাবে আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে আনলিমিটেড ভিডিও করবেনঃ
প্রথমে সফটওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করুন।
এবার সফটওয়ারটি ওপেন করুন। এটা দিয়ে আনলিমিটেড ভিডিও করতে হলে আপনাকে অবশ্যই মেমরি কার্ড ব্যবহার করতে হবে।
ভিডিও শুরু করতে অপশন থেকে Start Camera তে ক্লিক করুন এরপর Recordএ ক্লিক করুন এবার আপনার ভিডিও টি রেকর্ড হতে শুরু করবে।
এখন ভিডিও রেকর্ড হওয়া অবস্থায় আপনি সফটওয়ারটি মিনিমাইজ করে রাখতে পারবেন। সফটওয়ারটি মিনিমাইজ করলে এটি ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড করতে থাকবে।
ভিডিও রেকর্ড করা হয়ে গেলে সফটওয়ারটি ম্যাক্সিমাইজ করুন এবার ভিডিও টি সেইভ করতে Stop এ ক্লিক করুন।
কেমন লাগলো জানাবেন।।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
সুন্দর !