এবার আপনার মোবাইলে আনলিমিটেড ভিডিও করুন ব্যাকগ্রাউন্ডে

আপনারা যারা মাল্টিমিডিয়া মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুন একটি সফটওয়ার যেটা দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও করতে পারবেন। সফটওয়ারটির প্রধান সুবিধা হল এটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতে পারবেন। সফটওয়ারটি আমার খুব ই ভাল লেগেছে আশা করি আপনাদের ও খুব ভাল লাগবে। প্রথমে বিশ্বাস হচ্ছিলোনা তারপর যখন পরিক্ষা করে দেখলাম সত্যিই কাজ করে কিনা তখন তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম এটা তো ব্যাকগ্রাউন্ডে ও ভিডিও রেকর্ড করছে।

সফটওয়ারটির নাম SymDVR

সফটওয়ারটি সিম্বিয়ান ৩য় ও ৫ম ইডিসনের যেকোন মোবাইলে ব্যবহার করা যাবে।

SymDVR সফটওয়ারটি ডাউনলোড করে নিন। এটাতে সিম্বিয়ান ৩য় ও ৫ম ইডিসনের জন্য দুটি আলাদা ভার্সন আর্কাইভ করা আছে।

যেভাবে আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে আনলিমিটেড ভিডিও করবেনঃ

প্রথমে সফটওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করুন।

এবার সফটওয়ারটি ওপেন করুন। এটা দিয়ে আনলিমিটেড ভিডিও করতে হলে আপনাকে অবশ্যই মেমরি কার্ড ব্যবহার করতে হবে।

ভিডিও শুরু করতে অপশন থেকে Start Camera তে ক্লিক করুন এরপর Recordএ ক্লিক করুন এবার আপনার ভিডিও টি রেকর্ড হতে শুরু করবে।

symdvr1

symdvr2

symdvr3

এখন ভিডিও রেকর্ড হওয়া অবস্থায় আপনি সফটওয়ারটি মিনিমাইজ করে রাখতে পারবেন। সফটওয়ারটি মিনিমাইজ করলে এটি ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড করতে থাকবে।

ভিডিও রেকর্ড করা হয়ে গেলে সফটওয়ারটি ম্যাক্সিমাইজ করুন এবার ভিডিও টি সেইভ করতে Stop এ ক্লিক করুন।

কেমন লাগলো জানাবেন।।

Level 2

আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক দিন পর :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর !

ভাই জাবা সেটের জন্য আছে কি? যদি থাকে তাহলে শেয়ার করবেন পল্লিজ।

for Symbian 9.1-9.3 (signed): SymDVR123-3rd.sis
http://sites.google.com/site/symdvr/SymDVR123-3rd.sis?attredirects=0

for Symbian 9.4, S^3 (signed): SymDVR123-5th.sis
http://sites.google.com/site/symdvr/SymDVR123-5th.sis?attredirects=0

for Symbian 9.1, 9.2, 9.3, 9.4, S^3, Anna, Bella: http://store.ovi.com/content/218754

অজ্ঞাত কারণবশত আমার মুঠো ফোনে (নোকিয়া ৬১২০সি) উক্ত সফটওয়্যার টি সঠিক রূপে চলিতেছে না এবং তাহা বারংবার আমার মুঠোফোন টিকে HANG করিয়া দিতেছে……

প্রফেসর শন্কু সাহেব আমার নোকিয়া 6120 সি তে ইহা ভালো ভাবে কাজ করিতেছে। আপনি আবার চেষ্টা করিয়া দেখুন। পাইলে ও পাইতে পারেন।

Level 0

vai ami 6120 hack korte parci na.kono vabei hosse na.plz help