আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তারা নানান সমস্যায় পড়েন। মোবাইলে কাজ করার সময় বার বার আলো বন্ধ হয়ে যাওয়া ও অনেক বড় এবং বিরক্তিকর একটি সমস্যা। অনেকেই হয়তো লাইট টাইম আউট থেকে সময় বাড়িয়ে নেন কিন্তু সেটাতে সিমাবদ্ধতা থাকায় এই বিরক্তিকর সমস্যা টি কাটিয়ে ওঠা সম্ভব হয় না। আলো বন্ধ হয়ে যাওয়ারসমস্যা বেশি পোহাতে হয় আপনি আনলাইন থেকে ভিডিও দেখেন যেমন ইউটিউব থেকে ভিডিও দেখার।
বার বার আলো বন্ধ হয়ে যাওয়ার এই সমস্যা থেকে মুক্তি দিতে আজ আমি আপনাদের দারুন একটি সফটওয়ার শেয়ারকরবো। আশা করি আপনাদের খুব ভাল লাগবে।
সফটওয়ার টির নাম S60SpotOn। সফটওয়ার টি সিম্বিয়ান ৩য় ইডিসনের যেকোন মোবাইলে ব্যাবহার করতে
পারবেন।
সফটওয়ারটি দিয়ে আপনি ডিসপ্লে আলো সহ ক্যামেরার আলো ও চালু করে রাখতে পারবেন।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
ভাই n-gage এবং vbag emuletor কিভাবে s60v3 এ চালাব একটু বলেন.