এখন লকডাউনের জেরে চলছে ওয়ার্ক ফর্ম হোম। বাড়ি বসে চলছে অনলাইন পড়াশোনা, যাবতীয় কাজ কারবার। ফলে বাড়ির ল্যাপটপ কম্পিউটার ব্যবহার হচ্ছে সারা দিন। ফলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে লাগছে বিশেষ কিছু সফটওয়্যারও।
সেগুলি খারাপ হলেই চিত্তির। সঙ্গে টেকনিশিয়ান প্রায় অমিল। এই সময় সফটওয়্যার লোড করা এক ঝকমারি কাজ। অনেকেই ওয়েবসাইট থেকে ফ্রি সফটওয়্যার ডাউনলোড করেন। কিন্তু সব ক’টি নিরাপদ থাকে না। একাধিক সমস্যা থাকে।
সেই সমস্ত সমস্যা থেকে বাঁচতে কয়েকটি নির্ভরযোগ্য অথচ ফ্রি সাইটের হদিশ রইল এখানে।
Ninite, এটি অত্যন্ত নিরাপদ একটি ওয়েবসাইট। Ninite থেকে নিয়মিতই ফ্রিতে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এই সাইটে ম্যালওয়্যার বা ভাইরাস নিয়ে চিন্তার ব্যাপার নেই। এই সাইট থেকে যে কোনো সিঙ্গেল সফটওয়্যার ডাউনলোড করা যাবে। আবার বেশ কয়েকটি সফটওয়্যার এক সঙ্গেও ডাউনলোড করা যাবে।
Softpedia -ও তেমনই একটি নিরাপদ ওয়েবসাইট। এতে রয়েছে প্রায় ৮ লক্ষ ৫০ হাজার ফাইল। শুধু উইন্ডোজ নয়, ম্যাক, লিনাক্স-সহ সব অপারেটিং সিস্টেমের জন্যেই প্রয়োজনীয় যাবতীয় সফটওয়্যার রয়েছে এই ওয়েবসাইটে। সব রকমের ড্রাইভারও পাবেন Softpedia-এ। তা ছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য যাবতীয় পেড অ্যাপসও আছে। সঙ্গে হাজার হাজার গেম।
অবশ্যই নাম করতে হয় FileHippo-র। উইন্ডোজ, ম্যাক ও ওয়েভের জন্যে ১৬টি ক্যাটেগরিতে ভাগ করে প্রায় ২০ হাজার সফটওয়্যার রয়েছে এতে। এই সাইট আপনার পিসির সিস্টেম অটোমেটিক ডিটেক্ট করতে পারে। সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে পারে কোন কোন সফটওয়্যার আপডেট করা দরকার।
সফটওইয়্যার ডাউনলোডের সময় কোনো ডাউনলোড ম্যানেজার নেওয়ার দরকার নেই। সরাসরি ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করা যাবে।
Download Crew সাইট থেকে নতুন কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হলে আপনাকে ‘Most Popular Downloads’ সেকশনে যেতে হবে। যদি অত্যন্ত ভালো মানের সফটওয়্যার পেতে ‘Editor’s Choice’ সেকশনে খুঁজতে হবে।
খুব বাছাই করা সফটওয়্যার নিয়ে তৈরি FileHorse ওয়েবসাইটি। তবে সম্পূর্ণ নিরাপদ। দরকারি সফটওয়্যার খুঁজে পেতে আপনাকে খুব বেশি সমস্যায় পড়তে হবে না। ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে এই ৫টি ওয়েবসাইট বেশ নির্ভরযোগ্য।
আমি মো রোহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।