সব জায়গায় Updated বলতে যেটা Upload করা হয়েছে, আসলে ভিতরে Update এর কোন কিচ্ছু নাই। কারন গত ৬ মাস আগে আমি নিজে-ই "Updated Version" টা Use করতাম। এটাতে নিচের ছবিতে দেয়া "Latest Feature" গুলা ছিলো।
১। ভুল বানান এর জন্য "Spelling Suggestion" এ বিভিন্ন শব্দের অর্থ এবং উচ্চারন দেয়া থাকত।
২। MS Word এ "Insert" এর ভিতরে Shape এর পাশে "Icon" নামে একটি নতুন Feature ছিল।
৩। PowerPoint এ "Design" এর ভিতরে "Design Ideas" নামে একটি নতুন Feature ছিল।
এই ৩ টা আমি বেশি ব্যবহার করতাম, তাই Screenshot তুলে রেখেছিলাম। এছাড়া ও আরো অনেক নতুন Feature আছে যা আপনি Microsoft এর Website এর "Update History" তে গেলে Details দেখতে পাবেন।
বিঃ দ্রঃ পরবর্তীতে Laptop এ Clean Setup দেয়া হয় এবং MS Office Setup দিতে গিয়ে আগের Setup File টা আর খুঁজে পাই নাই। Torrent এবং অন্নান্য অনেক Website থেকে ৫/৭ বার "তথাকথিত" "Updated Version" নামানো হয়। কিন্তু কোন টা তেই সেই Feature গুলো পাচ্ছি না।
কেন এমন টা হচ্ছে? কীভাবে আসল "Latest Version" টা পেতে পারি? কেও কিছু Information দিয়ে হেল্প করেন Please.
অগ্রিম ধন্নবাদ।
আমি Magichian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://getintopc.com/softwares/office-tools/office-2016-professional-plus-visio-project-nov-2017-download/