ঘরে বসেই শিখুন মাইক্রোসফট অফিস পর্ব-০১

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আমি মেহেদী হাসান। আজে আমি আলোচনা করব মাইক্রোসফট নিয়ে। তার আগে কিছু কথা বলে নেই। বর্তমান সময়ে আমাদের খুব দরকারি একটা জিনিশ হলো অফিস। যে কোনো জবের জন্য আপ্লাই করতে গেলে দেখা যায় যে সব স্কিলের মতই আপনি অফিস জানেন কি না সেটাও দেয়া থাকে এখন আপনি কি করবেন যদি আপনি না যেনে থাকেন অফিস কি অফিসের কাজ কি? কি জন্য অফিস এতো দরকারি?

প্রশ্ন আসতেই পারে তাই আমি চাচ্ছি যে সবার শিখার জন্য একটা ভিডিও টিউন বানাই। অনেকেই এর আগে বলেছিলো তাই টিউন লিখতে বসলাম। তো এখন আর কথা না। চলুন কাজ শুরু করি। মাইক্রোসফট নিয়ে বিস্তারিত জানতে চাইলে এখানে যান।

আজকে কি কি থাকবে দেখে নেয়া যাকঃ

আজকের প্রথম পর্ব তাই বেশি কিছু নেই। যা আছে তা হলোঃ

  • কি ভাবে মাইক্রোসফট ২০১৩ ডাউনলোড করবেন?
  • কি ভাবে ইন্সটল করবেন ?
  • কি ভাবে কাজ শুরু করবেন।

যেহেতু এটাই আমাদের প্রথম ভিডিও টিউটোরিয়াল সেহেতু আপনাকে অবশ্যই ধর্য্য সহকারে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। যাতে করে আপনার কোনো ত্রুটি না থাকে।

সর্বশেষে কিছু কথাঃ

ভিডিও টিউটোরিয়াল নিয়ে যদি কোনো কথা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।

আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

অনুরোদ থাকবে এটা। প্লিজ কেউ চ্যানেল প্রোমট বা অন্য কোনো কিছু বলে দোষারোপ করতে আসবেন না।

ধন্যবাদ সবাইকে।

ভিডিও দেখতে শুধু ক্লিক করুন।

ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন। প্রিয় টিউনসে যুক্ত করবেন আশা করি। আমি যতটুকু জানি, ততটুকু শেয়ার করার চেষ্টা করবো ধাপে ধাপে। আগামী টিউটোরিয়াল দেখতে চোখ রাখুন টেকটিউনস ডট কম ডট বিডি তে। এই টিউন বিষয়ক যেকোনো সমস্যা / সাজেশন / পরামর্শ দিতে বা নিতে আমার সাথে যোগাযোগ করুন যে কোনো সময়।

প্লাস করুন আমাকে
ফলো করুন আমাকে
ট্রিক্স বিষয়ক টিপস পেতে এখানে ক্লিক করুন

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস