আসসালামু ওয়ালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার তৃতীয় টিউন এ। আজকে আমরা দেখবো খুব অল্প সময়ে কিভাবে একটি আউটলুক/হটমেইল একাউন্ট তৈরী করতে হয়। আমরা যেসকল মেইল সার্ভিস ব্যবহার করি তার ভিতরে আউটলুক/হটমেইল একাউন্ট ও বেশ গুরুত্বপূর্ণ। আর যারা উইন্ডোজ 8, 8.1, 10 বা মাইক্রোসফট এর ফোন ব্যবহার করেন তাদের এটা দরকারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
ভিডিও টিউটোরিয়াল টি প্রথমে একবার দেখে নিন। এতে আপনার নিচের কথাগুলো বুঝতে সুবিধা হবে।
Step 1 :
আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন।
আপনার ব্রাউজারের এড্রেস বার এ আউটলুক এর ওয়েব এড্রেস টাইপ করুন http://www.outlook.com
আউটলুকের হোম পেজ আপনার সামনে আসবে। এখানে Create One অপশনে ক্লিক করুন-
Step 2 :
এখন আউটলুক আপনাকে তাদের সাইন আপ পেজ এ নিয়ে যাবে। এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পুরন করুন--
1. আপনার নামের প্রথম অংশ লিখুন
2. আপনার নামের শেষ অংশ লিখুন
3. নিজের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরী করুন
4. আপনার একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিন
5. আপনার পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করুন
6. আপনার দেশে নির্বাচন করুন
7. আপনার জন্ম যে মাসে তা নির্বাচন করুন
8. আপনার জন্ম তারিখ টাইপ করুন
9. আপনার জন্ম সাল টাইপ করুন
10. আপনার লিঙ্গ নির্বাচন করুন
11. আপনার কান্ট্রি কোড নির্বাচন করু্ন
12. আপনার সচল মোবাইল ফোন নাম্বার দিন। এই নাম্বারটি ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত হবে।
13. যদি আপনার অন্য কোন ইমেইল একাউন্ট থাকে সেটি এখানে দিতে পারেন। না থাকলে এটি ফাকা রাখুন।
14. ক্যাপচা টি সঠিকভাবে পূরণ করুন
এগুলো সঠিক ভাবে পূরন করা হলে Create Account এ ক্লিক করুন
এবার এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনার ভাষা ও টাইম জোন নির্বাচন করুন। ও Save এ ক্লিক করুন
এখন আপনার আউটলুক একাউন্টটি ব্যবহারের জন্য তৈরী
টিউটোরিয়াল টি ডাউনলোড করুন
টিউটোরিয়াল টি ভালো লেগে থাকলে টিউমেন্ট করুন। যদি কারো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ
নতুনদের জন্য আমার ব্লগ :
study4earn.blogspot.com
নতুনদের জন্য আমার ইউটিউব চ্যানেল :
https://www.youtube.com/channel/UC8t7BTTUEZQguTDPoSfnb2A
ফেসবুক এ আমি :
আমি রাশেদুল ইসলাম পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।