নোকিয়া মোবাইলের কিছু গোপন কোড ! জেনে রাখা ভাল !!!

আমাদের দেশে কমবেশী সবাই একটি ফোন সেটের সাথে খুবই পরিচিত যার নাম নকিয়া মোবাইল ফোন। ভালো ফোন মানেই নোকিয়া মোবাইল সেট তা সবারই জানা।  মোটামুটি সকল ফোন ব্যবহারকারীই কোন না কোন সময় নোকিয়া ব্যবহার করেছেন বা করছেন এখনো। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না আমার প্রিয় মোবাইল সেটটি দ্বারা কি কি সুবিধা পাব। তাই আমি জানাবো কিছু কোড যার দ্বারা আপনি জেনে নিতে পারবেন সেটের অনেক তথ্য বা অনেক কাজ। তবে এই কোড সব গুলো সব সেটে কাজ করবে না। বেশীর ভাগই নতুন সেটগুলোতে কাজ করবে। আর হ্যা রিস্টোর ফ্যাক্টরির কাজ তো জানেনই। সো ওটা ব্যবহার করার সময় সাবধান !! সবগুলো কোডই আপনাকে কিছু না কিছু করে দেখাবে। তবে সাবধানে খেয়াল করে নাম্বার গুলো ব্যবহার করুন যাতে ভাল কিছু হতে গিয়ে খারাপ কিছু না হয়ে যায়। তখন তো আবার আমাকে গালি দিবেন।
চলুন তাহলে দেখে নেওয়া যাক !!

*#7780# —- রিষ্টোর ফ্যাক্টরি করার অপশন
*#3283# —- ম্যানুফ্যাকচারিং এর তারিখ দেখা
*#746025625# — সিম লক বন্ধ করার অপশন
*#67705646# —- অপারেটর লোগো মুছে ফেলার অপশন
*#73# ——— গেম এবং সময় রিসেট করার অপশন
*#0000# —– আপনার মোবাইলের সফটওয়ার এর ভার্সন এবং জন্ম তারিখ দেখার জন্য
*#06#  —— মোবাইলের আইএমইআই (IMEI) নাম্বার দেখার জন্য
*#7760# —- প্রোডাকশন নাম্বার সিরিয়াল
*#2820#—– ব্লুটুথের ম্যাক অ্যাড্রেস
*#9999# —- মোবাইল সফটওয়্যারে ভার্সন
*#2640# —- মোবাইলের সিকিউরিটি কোড
*#7328748263373738# — এই কোড ব্যবহার করলে সকল সিকুরিটি কোড রিসেট করে
*#43# —— চেক করুন কল ওয়েটিং ওপশন চালু আছে কিনা !
*#7370# — মোবাইলের ফোন মেমোরি ফরম্যাট করার জন্য
*#335738# —- GPRS এবং Email সেটিংস মুছে ফেলুন
#pw+1234567890+1# —- আপনার মোবাইলের লক স্টাটাস দেখার জন্যে
#pw+1234567890+4# —- আপনার মোবাইলের সিম লক স্টাটাস দেখার জন্যে

 

আরো দেখুন -

ডেলের ২১.৫ ইঞ্চি বর্ডারহিন মনিটর এখন বাংলাদেশের বাজারে। 
৫ হাজার টাকার নিচে ২০১৬তে বের হওয়া সেরা ৩ টি মোবাইল ফোন  
সিম্ফনি মোবাইল নতুন চমক নিয়ে আসলো বাজারে – সিম্ফনি এক্সপ্লোরার V52 
দেশীও বাজারে সাশ্রয়ী ৫০০০ হাজার টাকা মূল্যের ইন্টেক্স আকুয়া সেন্স৫ মোবাইল।

 

বিঃদ্রঃ উপরের কোড গুলো সব নকিয়া মোবাইলে কাজ করবে না।

Level 0

আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস