সত্যি কথা বলতে খুব একটা পার্থক্য নেই পূর্ববর্তী অফিস ভার্সনের [ অফিস ২০১৩ ] থেকে;
তাই কি কি বৈশিষ্ট আছে নতুন করে আর বলতে চাইনা।।।
তবে চোখে পারার মতো কিছু পার্থক্য তো অবশ্যই আছে যেমন " TELL ME "
অপসন একটা নতুন এবং কার্যকরী ট্যাব অপসন, খানিকটা Cortana র মতো অ্যাসিস্ট্যান্স অনেকটা।
আপনি চাইলে অনলাইন সার্চ করতে পারেন Tell Me অপসন এর দ্বারা।
নিচের ছবিতে দেখালাম
অফিস ২০১৬ এর পূর্ববর্তী ভার্সনে থিম কালার মাত্র তিনটি ছিল,
নতুন অফিস ভার্সনে পাঁচটি কালার অপসন আছে।
যার মধ্যে COLORFUL হলো ডিফল্ট থিম, যা আগে ছিল White।
অফিস ২০১৬ আপডেট অপসন আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন।
যা আগের কোনো অফিস প্যাকেজ এ উপলব্ধ ছিল না।
আপনি চাইলে DISABLE UPDATES করতে পারেন অপসনটি বা স্থগিত রাখতে পারেন আপনার অফিস আপডেট।
আপনি চাইলে দেখতে পারেন আপনার ইনস্টলড অফিস আপডেট।
এবার আসি খারাপে
না খারাপ নয় আমার ব্যক্তিগত মতে খারাপ পরিবর্তন কারণ সেই প্রাইভেসী।
হ্যা উইন্ডোস ১০ এর মতো এতেও প্রাইভেসী অপসন বন্ধ করে দেওয়া হয়েছে বা বলা ভালো কমানো হয়ছে।
নিচের চিত্র টি হলো অফিস ২০১৩ এর প্রাইভেসী পেজ
নিচের চিত্র টি হলো অফিস ২০১6 এর প্রাইভেসী পেজ, অপসন থাকা আর না থাকা প্রায় এক।।।।।।।
তবে হ্যা অফিস ২০১৬ অনেক বেশি ফাস্ট,স্মুথ ও রেলিয়াবল।
অফিস ২০১৬ তে শেয়ার করতে পারেন খুব সহজে। ONE DRIVE এর মাধ্যমে।
অফিস ২০১৬ সম্বন্ধে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আমি খুব ভালো করেই জানি যে ভালো খারাপ দুই থাকে নতুনের সাথে,
কিন্তু কার প্রভাব কতটা পরবে সেতো সময় বলবে।
আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশ্য নেই।
ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।।
খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
ভাই MS office 97 যদি পারেন তাহলে আমাদের সাথে শেয়ার কইরেন। ভাল টিওন।