মাইক্রোসফট অফিস ২০১৬ এর নতুন বৈশিষ্ট্য পর্যালোচনার সহকারে

টিউন বিভাগ মাইক্রোসফট
প্রকাশিত
জোসস করেছেন

পুরাতন যায় নুতন আসে, ফেলে যায় কিছু স্মৃতি,
পুরাতন যায় নুতন আসে, এতো সময়ের রীতি।
আসল কথায় আসি এবার অনেক হলো কাব্য।।।
[ সময় পেলে আবার নাহয়  দু-চার লাইন ভাবব ]

আগামী ২২ শে সেপ্টেম্বর রিলিজ করতে চলেছে অফিস ২০১৬,
মানে নুতন মাইক্রোসফট অফিস: জানেন নিশ্চয়ই
কিন্তু তাতে নতুন কি আছে, আর কি নেই জেনেনিন ব্যবহার করার আগেই।।

মাইক্রোসফট অফিস ২০১৬ এর নতুন বৈশিষ্ট্য

 

সত্যি কথা বলতে খুব একটা পার্থক্য নেই পূর্ববর্তী অফিস ভার্সনের [ অফিস ২০১৩ ] থেকে;
তাই কি কি বৈশিষ্ট আছে নতুন করে আর বলতে চাইনা।।।
তবে চোখে পারার মতো কিছু পার্থক্য তো অবশ্যই আছে যেমন " TELL ME "
অপসন একটা নতুন এবং কার্যকরী ট্যাব অপসন, খানিকটা  Cortana র মতো অ্যাসিস্ট্যান্স অনেকটা।
আপনি চাইলে অনলাইন সার্চ করতে পারেন Tell Me অপসন এর দ্বারা।
নিচের ছবিতে দেখালাম


অফিস ২০১৬ এর পূর্ববর্তী ভার্সনে থিম কালার মাত্র তিনটি ছিল,
নতুন অফিস ভার্সনে পাঁচটি কালার অপসন আছে।
যার মধ্যে COLORFUL হলো ডিফল্ট থিম, যা আগে ছিল White।

 

 

অফিস ২০১৬ আপডেট অপসন আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন।
যা আগের কোনো অফিস প্যাকেজ এ উপলব্ধ ছিল না।
আপনি চাইলে DISABLE UPDATES করতে পারেন অপসনটি বা স্থগিত রাখতে পারেন আপনার অফিস আপডেট।
আপনি চাইলে দেখতে পারেন আপনার ইনস্টলড অফিস আপডেট।

 

 

এবার আসি খারাপে
না খারাপ নয় আমার ব্যক্তিগত মতে খারাপ পরিবর্তন কারণ সেই প্রাইভেসী।
হ্যা উইন্ডোস ১০ এর মতো এতেও প্রাইভেসী অপসন বন্ধ করে দেওয়া হয়েছে বা বলা ভালো কমানো হয়ছে।

নিচের চিত্র টি হলো অফিস ২০১৩ এর প্রাইভেসী পেজ

নিচের চিত্র টি হলো অফিস ২০১6 এর প্রাইভেসী পেজ, অপসন থাকা আর না থাকা প্রায় এক।।।।।।।

 

তবে হ্যা অফিস ২০১৬ অনেক বেশি ফাস্ট,স্মুথ ও রেলিয়াবল।
অফিস ২০১৬ তে শেয়ার করতে পারেন খুব সহজে। ONE DRIVE এর মাধ্যমে।
অফিস ২০১৬ সম্বন্ধে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শেষ করার আগে

আমি খুব ভালো করেই জানি যে ভালো খারাপ দুই থাকে নতুনের সাথে,
কিন্তু কার প্রভাব কতটা পরবে সেতো সময় বলবে।
আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশ্য নেই।
ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।।

আমি ও অপেক্ষায় রইলাম আপনাদের টিউনমেন্টের,
আর দয়া করে নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন।

খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া।

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই MS office 97 যদি পারেন তাহলে আমাদের সাথে শেয়ার কইরেন। ভাল টিওন।

ধন্যবাদ আপনার টিউনমেন্টের জন্য।
আমার জানা ছিলনা যে আপনার Microsoft office ৯৭ এর প্রয়োজন
যদি সত্যি প্রয়োজন থাকে
http://wdl2.winworldpc.com/Abandonware%20Applications/PC/Microsoft%20Office%2097%20Professional%20(8.0.3512).7z

এই লিংক থেকে ডাউনলোড করুন.. 101 MB Size

vai ms office 2016 ar activation n download link niye tune ar asae roelam..

    খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব। একটু অপেক্ষা করুন [আমিনুল হক]। ধন্যবাদ আপনার টিউমেন্টের জন্য।

জানালা ১০ এর মত এরেও কি পাওয়া যাবে, (বিনে পয়সায়) নিজের করে…………..?

    খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব। একটু অপেক্ষা করুন , ধন্যবাদ K. M. Alauddin , আপনার টিউমেন্টের জন্য।

ব্রাদার, মাইক্রোসফট এর প্রোডাক্ট নিয়ে আপনার টিউনগুলো অসাধারন। অল্প কিছুদিনের মধ্যে আপনার তৈরী হওয়া অসংখ্য ভক্তদের মধ্যে আমিও একজন। আশা করি টেকটিউনস পরিবারে আমরা আপনাকে অনেকদিন পাবো।

*** তবে টিউন ফরমেটিং এর ব্যাপারে একটু ছোট্ট পরামর্শ দিতে চাই। ছোট ছোট লাইনের নিচে লাইন না লিখে যদি প্যারাগ্রাফ এর মতো লিখতেন তাহলে দেখতে সুন্দর লাগতো। কারন টিউন দেখতে সুন্দর হওয়াটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।

ধন্যবাদ অভিষেক হাজরা ভাইকে অসাধারণ টিউনের জন্য। আপনার প্রতিটি টিউন আমাকে চুম্বকের মত আকর্ষণ করে। আমি office 2016 ব্যবহার করছি। ছোট একটি সমস্যা হচ্ছে। বিজয় আনসি কোডে রেফ ( র্র্ ) লিখলে কটিরাইট ( ©) চিহ্ন দেখাচ্ছে কিন্তু ইউনিকোডে কোডে রেফ ( র্র্ ) লিখলে কোন সমস্যা হচ্ছে না। সমাধানটি জানতে পারলে কৃতার্থ হতাম।

ধন্যবাদ সবাইকে।

এক্টিভেটর সহ যদি ডাউনলোড লিঙ্ক দিতেন তাহলে ভালো হতো ।

২০১৬-র ঘোমটা অাগেভাগেই কিছুটা খুলে তার চাঁদপানা মুখটা দেখার সুযোগ দেয়ার জন্য ধইন্যা……ওরা সময়ের সাথে অনেক এগিয়ে থেকেই একেকটা প্রোডাক্ট নিয়ে যদিও কাজ করে, তবুও ছোটখাট কিংবা মামুলি অাপডেটেড ভার্সন নতুনভাবে বাজারে অানাটা অামার ভীষণ অপছন্দের 👿 যদিও ওদের বেশীরভাগ প্রোডাক্টেরই কোন বিকল্প হয় না বাস্তবে, কিন্তু এতে করে “ক্যাটরিনা”র প্রতি সেই দুর্বার অাবেদনটা মাইক্রোসফটে এসে অার ফিল করি না………পারলে বিল কাকুরে একটু বলে দিয়েন তো, এত বয়স হইল কিন্তু বোধটা গজাইল না :mrgreen:

অাপনাকে প্রায়শই পড়া হলেও এই প্রথম পাকড়াও করলাম……টিউনের জন্য ধইন্যা 😆