গত ২৯ জুলাই মাইক্রোসফট তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ বাজারে ছাড়ে বিনামূল্যে (এক বছরের জন্য!)। এরপর থেকেই অনেকে এটি আপগ্রেড করে নিয়েছেন, আবার অনেকে করবেন ভাবছেন। আপনিও যদি আপনার OS উইন্ডোজ ১০ এ আপগ্রেড করবেন ভেবে থাকেন, তাহলে, এই টিউন টি আপনার জন্নই 🙂
আমার আজকের টিউনের মূল উদ্দ্যেশ্য উইন্ডোজ ১০ আপগ্রেড এর আগে আপনাকে কিছু বিষয় জানিয়ে দেয়া, যাতে আপনি সতর্ক হতে পারেন এবং নিরাপদে থাকে আপনার মূল্যবান তথ্য 🙂
উইন্ডোজ ১০ এর মূল আকর্ষ্ণ এর মধ্যে অন্যতম করটানা এবং মাইক্রোসফট এজ। করটানা এবং মাইক্রোসফট এজ নিয়ে কিছু বলবনা কারণ এগুলু কি, টিটি এর কারণে তা আমরা ইতিমধ্যেই জানি 🙂 (থ্যাঙ্কু টিটি)। আমি যা বলব তা হচ্ছে কেন করটানা এবং মাইক্রোসফট এজ এ আপনি নিরাপদ নন। আমার মতে উইন্ডোজ ১০ এ প্রাভেসির বালাই রাখা হইনি। সবার আগে নিচের চিত্রটি একবার দেখুন,
দেখুন, করটানা ব্যবহারের আগে তারা আপনার থেকে কি অনুমতি নিচ্ছে। তারা আপনার তথ্য শুধুমাত্র সংরক্ষ্ণ করবেনা, ব্যবহার ও করবে!!!! এবং আপনার যে যে তথ্য তারা ব্যবহার করবে, সেগুলু মোটামোটি এরকম,
> আপনার কনটাক্ট,
>ভয়েস ইনপুট,
> সার্চ হিস্ট্রি,
> আপনার যাবতিয় মেসেজ এর ইনফর্মেশন, এবং
> ব্রাউজিং হিস্ট্রি মাইক্রোসফট এজ থেকে।
এখন আপ্নিই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন :)।
ভাল থাকুন। ধন্যবাদ 🙂
বিঃদ্রঃ এটি আমার ২য় টিউন। ভূল হলে আশা করি ক্ষ্মাসুন্দ্র দৃষ্টি তে দেখবেন :)।
ফেবুতে আমি Syed Lokman
আমি syed_lokman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন হয়েছে পোস্টটা৷ধন্যবাদ ভাই৷
“”””””””””””””””””””””””””””””
উইন্ডোজ ৭/৮/৮.১ কে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করার সবচেয়ে সহজ পদ্ধতি
==> http://www.ittimesbd.com/2015/08/upgrade-to-windows-10.html
উইন্ডোজ ১০ এর সকল ভার্সনের ল্যাটেস্ট ISO লিংক
==> http://www.ittimesbd.com/2014/10/windows-10-download.html