MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-১৭] :: অফিস এক্সেল ১ম প্রোজেক্ট ।

MS Office 2007 ফুল কোর্স

আসসালামু আলাইকুম

যে যেভাবে আছেন, আল্লাহ্‌ যেন ভালো রাখেন সেই দোয়া করি সবসময়।

মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর পর হাজির হলাম মাইক্রোসফট অফিস এক্সেল এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমরা জারা অফিস ওয়ার্ড এর ভিডিও কোর্স টি সম্পূর্ণ করেছি তাদের কাছে এক্সেল এর অনেক কিছুই খুব সহজে বুঝে জাবেন এবং আশা করি এক্সেল আমরা খুব দ্রুত ভালভাবে শিখতে পারব।

মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ এর দ্বিতীয় পর্বে যা নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে,

ক) রো এবং কলামের সাইজ ছোট বড় করা।

খ) কয়েকটি সেল কে একটি সেল এ রুপান্তর করা।

গ) সেল কালার করা।

ঘ) সেল এ বর্ডার দেয়া।

ঙ) যোগ করা সহ ইত্যাদি।

জারা অফিস এক্সেল ২০০৭ এর এই ভিডিও টিউটোরিয়ালটি প্রয়োজন মনে করছেন তারা নিচের লিঙ্ক গুলোর যে কোন একটি থেকে ডাউনলোড করে নিতে পারেন।

মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ টিউটোরিয়াল পর্ব- ০২

মিডিয়াফাইয়ার ডাউনলোড লিঙ্ক

ইউটিউব ডাউনলোড লিঙ্ক

যে কোন সমস্যা হলে আমার ব্লগ এ গিয়ে আমারা সাথে যোগাযোগ করতে পারেন।  আমার ব্লগে  যেতে এখানে ক্লিক করুন।

সবাই দয়া করে টিউটোরিয়াল গুলো সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলবেননা।:)

Level 0

আমি Imran Shojib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানেত চাই অেনক িকছু। Help me...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল উদ্যোগ। চালিয়ে যান………..

khob valo ami excel pari na tune amar jonno darun kaj korbe
Thanks

    @রুহুল আমিন: ভাই শুক্রিয়া

ভাই আপনার টিউন গুলো খুবই ভাল লাগছে।আর আপনার মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ টিউটোরিয়াল পর্ব- ০১ এর টিউটোরিয়াল টা আমি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারছি না। যদি mediafire এ আপলোড দিতেন ভাল হত।

ইমরান সজীব ভাই মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ টিউটোরিয়াল এর আগামী পর্ব গুলো যেন এই পর্বের মত পরিস্কার এবং mediafire লিঙ্ক হয় ।

আসসালামু আলাইকুম ৷ভাই 2013/2014 সালের গুলো নাই?
আর ভাই আপনার ফেসবুক লিংকটি আমাকে দিন,যেন আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি?