আসসালামু আলাইকুম
যে যেভাবে আছেন, আল্লাহ্ যেন ভালো রাখেন সেই দোয়া করি সবসময়। নিয়ে হাজির হলাম অফিস ওয়ার্ড এর ১৪ তম পর্ব। অফিস ওয়ার্ড এর আমরা প্রাই শেষের দিকে চলে এসেছি তাই এত দিনে যা যা শিখেছেন তা থেকে সমস্যা গুলো খুজে বের করে এবং কোন বিষয়ে জানার প্রয়োজন মনে করলে নিশ্চই আমাকে জানাবেন।
এই পর্বে আমি ডকুমেন্ট কি ভাবে প্রটেক্ট করা যাই এবং এর বিস্তারিত সহ ভিউ মেনু সম্পর্কে আলোচনা করেছি। আশা করি ভিডিও টি দেখে খুব সহজ ভাবে বুঝতে পারবেন পুরো বিষয়টি। আর নিশ্চয় আমার কোন ভুল থাকলে সেগুলো আমাকে ধরিয়ে দিবেন জাতে আগামিতে আপনাদের আরো ভালো টিউন উপহার দিতে পারী।
পর্বটি আপনার প্রয়োজন মনে হলে নিচের লিঙ্ক গুলোর যেকোন একটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সকলের জন্য শুভ কামনা সবসময় !
আজকের টিউটোরিয়াল পর্ব -১৪
সবাই দয়া করে টিউটোরিয়াল গুলো সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলবেননা। 🙂
আমি Imran Shojib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানেত চাই অেনক িকছু। Help me...
আচ্ছ ভাই একটি এ্যাপ্লিকেশন (ফরম) ফাইল পেয়েছিলার, যার শুধু নির্দিষ্ট কিছু স্থান ছাড়া বাকি স্থান গুলো এডিট করা যায় না। আমি অনেক অনেক খোজা খুজি করেছি কিন্তু বুঝতে পাতেছিনা , এই ফাইটি কিভাবে তৈরী?
ফাইটি দেখতে নিচের ঠিকানায় যান।
এখান
যদি কোন হৃদয় বানভাই এর সমাধান দেন তাহলে উপকার হবে।