আসসালামু আলাইকুম।
প্রথমেই দুঃখিত যে পার্ট-০৫ আপলোড দিতে একটু দেরি হোল। আশা করি এই পর্বের ভিডিও টি দেখে আমার প্রতি যদি কোন অভিমান জন্মে থাকে তাহলে সেটা ইনশাআল্লাহ্ মুছে যাবে। জানিনা আমার টিউটোরিয়াল গুলো আসলে কেমন হয় বা হচ্ছে তবে কিছু সংখ্যাক মানুষ ছাড়া তেমন একটা শারা পাচ্ছিনা। তাই বুঝতে পারছিনা এর কারন কি বুঝে নিবো তবে আমার টিউটোরিয়াল দেখে যদি একজন মাত্র বেক্তি ও উপকৃত হয় তাহলে সেটাই আমার সার্থকতা। এই কথাটি চিন্তা করে তাই এখনো এই পথ ধরেয় হেটে চলেছি। তবে ক্লান্তি আর বেস্ততার জন্য হয়তো মাঝে মাঝে একটু থামতে পারি তাই আশা করি এতে হতাশ হওয়ার কিছুই নেই।
কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদিও এতটা পেক পেক করা আমার নিজেরি পছন্দ না। 😀 তবে যাই বলেন ভাই কষ্টকরে টিউটোরিয়াল শেয়ার করছি কিন্তু যদি আপনারা কিছু না শিখতে পারেন তাইলে ছোট খাটো কোন পানিশমেন্ট হবেনা। 😎 আর চাকরি পেয়ে মিষ্টি না খাওয়ালে বদ-দোয়া করব। 😛
এবার জলদি ডাউনলোড করে নিন আজকের পর্ব আর দয়াকরে আমার বাবা-মা এবং আমার জন্য দোয়া করবেন।
আজকের টিউটোরিয়াল পার্ট-৫
Password= shojib
পার্ট -০৪ এর ভিডিও টি মিস করে থাকলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।
আশা করি কমেন্ট করতে কোন কৃপণতা বা আলশেমি করবেননা। 🙂 মন চাইলে আমার ব্লগ এ একটু প্রবেশ করতে পারেন এই দরজাটি দিয়ে । আর আমাকে কোন প্রশ্ন করতে পারেন সরাসরি ফেসবুকে।
আমি Imran Shojib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানেত চাই অেনক িকছু। Help me...
ধন্যবাদ।