MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০১] :: অফিস ওয়ার্ড ২০০৭ পরিচিতি।

MS Office 2007 ফুল কোর্স

আসসালামু আলাইকুম।

সবাইকে ঈদ এর শুভেচ্ছা।

ঈদ এর আমেজ এখনো শেষ হয়নি। হয়তোবা অনেকেই ঈদ এর আনন্দ নিয়ে এখনো খুব ব্যস্ত আছেন। কিন্তু আমাদের অনেকটা পথ হাটতে হবে তাই সকলের দোয়া নিয়ে এবং ভালোবাসা কামনা করে শুরু করে দিলাম Microsoft Office 2007 ফুল  কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল এর ১ম পর্ব। আমি আশা করছি  আপনারা আমার সাথে থাকবেন আর একে একে সবগুলো ভিডিও টিউটোরিয়াল সংগ্রহ করবেন এবং আপনাদের অভিজ্ঞতার প্রান কে আরো শক্তিশালি করে তুলবেন। আমি সকলের উদ্দেশে সাধ্য মত পরিশ্রম করার চেষ্টা করেছি এবং করতে থাকব ইনশাআল্লাহ্‌। তবে আমার এই পরিশ্রম সফল হবে তখন, যখন আপনারা এর দ্বারা ভালো ভাবে উপকৃত হতে পারবেন। 

এটি সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল তাই বেশি কথা না বলাটাই ভালো হবে বলে মনে করছি। তবে কাজের কথা গুলো না বললে চলবেনা।

আমি টিউটোরিয়াল গুলোতে খুব সুন্দর ভাবে বোঝানর চেষ্টা করেছি তাই আশা করছি সকলের বুঝতে কোন অসুবিধা হবেনা। তবে কোন অসুবিধা হলে নিশ্চয় আমাকে জানাবেন, আমি আমার সাধ্য মত বোঝানোর চেষ্টা করব। টিউটোরিয়াল সম্পর্কে আমাকে যে কোন প্রশ্ন করতে পারেন প্রতি পর্বের টিউনে অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টে । এছাড়াও টিউটোরিয়াল সম্পর্কে আমাকে বিভিন্ন ধরনের সাজেশন  দিতে পারেন যাতে করে আমাদের এই পথ চলাকে আরো সুন্দর এবং সহজ করে তোলা সম্ভব হয়। আমার থেকেও বড় এবং  Microsoft Office অ্যাপ্লিকেশন এ অনেক বেশি অবিজ্ঞরা এখানে অনেকেই আছেন বা থাকতে পারেন। তাই আশা করছি আপনারা আমার যেকোনো ধরনের ভুল ধরিয়ে দিবেন যাতে করে আমিও কিছু শিখতে পারি আর নিশ্চয় শেখার কোন শেষ নেই।

প্রতিটা ফাইল এর সাইজ ছোট করার চেষ্টা করেছি যাতে সবাই সহজে ডাউনলোড করতে পারেন। প্রত্যেকটি ভিডিও HD প্রিন্ট এর তাই এটা নিয়ে চিন্তার কছু নাই। এছাড়াও ডাউনলোড লিঙ্ক থাকছে  Mediafire ফলে ডাউনলোডে কারো কোন সমস্যা হবেনা আশা করছি। 

তাহলে আর দেরি না করে জলদি ডাউনলোড করে নিন আর শুরু করে দিন মাইক্রোসফট অফিস ২০০৭ ফুল কোর্স এর পথ চলা। সকলের সুন্দর সাফল্য কামনা করছি।

১ম পর্ব - মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭ (পর্ব - ০১)



পার্ট-০১ মিডিয়াফায়ার লিঙ্ক

পার্ট-০১ PutLocker লিঙ্ক

Password= shojib



Level 0

আমি Imran Shojib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানেত চাই অেনক িকছু। Help me...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ ভাইয়া।আপনি কয়দিন পর পর নতুন পর্ব আপলোড করবেন?

সুক্রিয়া ভাইজান।
ইচ্ছা আছে প্রতিদিন একটি করে ভিডিও পার্ট আপলোড করার তবে ১ দিন অথবা দুইদিন পর পর ও দিতে পারি। বাকিটা আপনাদের দোয়া। সবসময় সকলের দোয়া কামনা করি।

    @Imran Hossain Shojib: 2থেকে 3দিন পর পর আপলোড দিবেন কারন যা আজকে দিলেন তা ডাউনলোড করে প্রাকটিস করার জন্য যথেষ্ট সময় ও তো দিতে হবে।

Welcome প্রথমেই কথা দিয়েছিলাম সাথে থাকব এবং আছি, আপনার ভিডিও টিউটোরিয়ালটি দেখেছি সাইজ 38 MB সুন্দর হয়েছে। তবে আমার আপনাকে একটি টিপস্ দিয়েছিলাম যে প্রত্যেকটা টিউটোরিয়ালের সথে যেন একটা করে পিডিএফ ফাইল তৈরি করে দেওয়া হয়, যার যেটা প্রয়োজন হবে সে সেইটা নিবে। আর একটা কথা আপনার ফেসুবক আইডির লিংকটা দেয়া যাবে। যেন কোন সম্যসার জন্য যোগাযেগ করতে পারি।

    @মাহমুদ কলি।: আপনার কথা আমার মনে আছে ভাই। তবে আমিও তার উত্তরে কিছু একটা বলেছি। যাইহোক PDF বই দিবো তবে প্রতিটি অ্যাপ্লিকেশান এর শেষ এ সম্পূর্ণ বই দিবো… বই গুলো পার্ট পার্ট ভাবে দিলে সেগুলো অনেকেই এলোমেলো করে ফেলতে পারে।

    আর আমার ফেসবুক আইডি লিঙ্ক এই টিউন এবং আগের টিউন এ দেয়া আছে ভাইজান।

Level 0

অনেক ধন্যবাদ। আমাদের মত নতুনদের কাজে আসবে।
।আশা করি সামনে মোবাইল এর জন্যও ভিডিও টিউটোরিয়ালটি আপলোড করবেন। যেমন 3gp mp4

ধন্যবাদ ভাই।আর আমার মতে ২ দিন পর পর দিলেই ভালো হয়

Level 0

Shojib ভাই চালিয়ে যান আছি আপনার সাথে। অপেক্ষায় থাকব আপনার নেক্সট পোস্ট এর।

ভায় চালিয়ে জেতে হবে নিয়মিত। আপনার উপস্তাপনা খুব সুন্দর হচ্ছে। নিয়মিত চালিয়ে জাবেন বলে আশা করি। খোদা হাফেজ।

    @অাবদুললাহ: দোয়া করবেন ভাই আমার জন্য। ইনশাআল্লাহ্‌ আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাবো।

Thank you . Sate a6i

চমৎকার উদ্যোগ স্বাগত জানাই। তবে যেহেতু টিউটোরিয়ালগুলো আপনার নিজেরই করা তাই বলছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১৩ নিয়ে যদি পরিশ্রমটা করতেন তাহলে আপনার শ্রমও সার্থ লাগতো সাথে আমার মতো স্বল্প জানা মানুষরাও উপকৃত হতো। ধন্যবাদ।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ধন্যবাদ ভাইজান। আসলে আমি অফিস ২০১৩ নিয়ে যে ভাবিনি তা নয়। অনেক টুকি টাকি এবং সুবিধা অসুবিধার কথা ভেবেই অবশেষে অফিস ২০০৭ নিয়ে শুরু করলাম। আর তাছাড়া যে অফিস ২০০৭ খুব ভালো করে শিখতে পারবে তার অফিস এর পরবর্তী ভার্সন গুলোতে কাজ করতে কোন সমস্যা হবেনা। তবে আমি সব শেষে অফিস ২০১৩ এর নতুন বিষয় গুলো নিয়ে কিছু টিউন করবো ইনশাআল্লাহ্‌ ।

Level 0

দারুন একটা পোস্ট। আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

এই পার্টা টাও কি পুটলাকারেন আপলোড করে দেয়া যায়।

    @Reaz Ul Islam: Putlocker এ আপলোড দিলাম। ডাউনলোড করে নেন।

      @Imran Hossain Shojib: ধন্যবাদ ভাই।

thanx vai

Level 0

ধন্যবাদ ভাই ছালিয়ে যান.আশা করি কিছুদিনের মধ্যে এক্সএল এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবেন। ভাল থাকবেন, দোয়া করি।

Level 0

ভাইয়া আপনি কয়দিন পরে আবার নতুন পোষ্ট করবেন দয়াকরে জানায়েন ।

Level 0

ভাই আপনার টিউটোরিয়াল গুল কি আমি আমার সাইট এ যোগ করতে পারি?

আমি নতুন ব্যবহারকারী। আশা করছি সবগুলো পাঠ শেষ করতে পারব।