আসসালামু আলাইকুম।
সবার জন্য একটাই দোয়া করি যে, আল্লাহ্ যেন তাঁর খুশি ও ইচ্ছা অনুযায়ী সবাইকে ভালো রাখেন।
সব সময় ইচ্ছা করে নিজে যতটুকু জানি তা অন্নের মাঝে বিলিয়ে দিতে জাতে করে মানুষ ঐটুকুর জন্য হলেও আমাকে তাঁর অন্তরে একটু স্থান দেয়।
কিন্তু বেস্ততার একটা বদ অভ্যাস হোল সে তাঁর ইচ্ছার বাহিরে কিছুই হতে দিতে চাইনা। আর তাছাড়া বেকার মানুষের কাজ আর বেস্ততা দুটোই বেশি। 😎
এটাই আমার দশা এবং এই অঝতা অকাজের বক বক এখানেয় শেষ। 😉
অনেক প্রতীক্ষার পর এইবার কাজের কথাই আশি। 😛
সবার দোয়া আর ভালবাসা নিয়ে খুব শিগ্রই আমি শুরু করতে যাচ্ছি ''মাইক্রোসফট অফিস ২০০৭'' এর উপর তৈরি করা সম্পূর্ণ কোর্স। যার পুরটাই নিয়মিত ভাবে প্রকাশ করা হবে শুধুমাত্র টেকটিউনস এ। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম সর্ব ক্ষেত্রে সবার জন্য জেনে রাখাটা খুব প্রয়োজন বলে আমি মনে করি এবং বেশির ভাগ মানুষই এর কম বেশি জানে বলে আমার ধারনা। কিন্তু মাইক্রোসফট অফিস প্রোগ্রাম খুব ভালো ভাবে অনেক কম মানুষই জানে এবং অনেকে কোর্স ফি দিয়ে এর সম্পূর্ণ কোর্স করছে। তবে আমি মনে করি আমার এখানে শেয়ার করা মাইক্রোসফট অফিস ২০০৭ এর পুরো কোর্স টি ধাপে ধাপে সম্পূর্ণ করলে তাঁর আর কোন প্রয়োজন হবেনা।
এখানে আমরা যা যা শিখবো......
এই কইটির বাহিরে আমাদের অফিস প্রোগ্রাম জানার প্রয়োজন পরেনা তাই আমারা এই কইটি মোটামুটি ভালো ভাবে শিখবো ইনশাআল্লাহ্।
কোর্স এর ধরন...
এটি নিয়মিত ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে প্রকাশ করা হবে। যার ফলে সবার শেখাটা অনেক সহজ হবে এবং সহজে সবাই সব বিষয় গুলো বুঝতে পারবে।
কারো কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে এখানে সেটার সমাধান দেয়া হবে অথবা ফেসবুক এ মেসেজ এর মাধ্যমে সমাধান দেয়া হবে।
যারা এই সম্পূর্ণ কোর্স টি করতে ইচ্ছুক তাদের জন্য করনীয়...
আপনি যদি ''মাইক্রোসফট অফিস ২০০৭'' সম্পূর্ণ কোর্সটি করতে চান তাহলে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন। আপনাদের কমেন্ট এর উপরে আমার এগিয়ে জাওয়ার উৎসাহ নির্ভর করছে। (যত বেশি কমেন্ট ততো বেশি সম্ভাবনা)
পোস্ট টি সকলের সাথে শেয়ার করুন।
ফেসবুক এ আমাকে এড অথবা ফলো করুন। (কোর্স আপডেট এর জন্য)
দেখে নিন আমাদের ''মাইক্রোসফট অফিস ২০০৭'' কোর্স এর প্রথম ধাপ এর বেনার 🙂
আমি Imran Shojib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানেত চাই অেনক িকছু। Help me...
chaliajan vai.ami asi