বাংলা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ”মাইক্রোসফট অফিস ২০০৭” ফুল কোর্স সম্পূর্ণ ফ্রীতে করুন শুধুমাত্র টেকটিউন্সে। শুধু কমেন্ট করে ভর্তি হয়েজান।

আসসালামু আলাইকুম।

সবার জন্য একটাই দোয়া করি যে, আল্লাহ্‌ যেন তাঁর খুশি ও ইচ্ছা অনুযায়ী সবাইকে ভালো রাখেন।

সব সময় ইচ্ছা করে নিজে যতটুকু জানি তা অন্নের মাঝে বিলিয়ে দিতে জাতে করে মানুষ ঐটুকুর জন্য হলেও আমাকে তাঁর অন্তরে একটু স্থান দেয়।

কিন্তু বেস্ততার একটা বদ অভ্যাস হোল সে তাঁর ইচ্ছার বাহিরে কিছুই হতে দিতে চাইনা। আর তাছাড়া বেকার মানুষের কাজ আর বেস্ততা দুটোই বেশি। 😎

এটাই আমার দশা এবং এই অঝতা অকাজের বক বক এখানেয় শেষ। 😉

অনেক প্রতীক্ষার পর এইবার কাজের কথাই আশি। 😛

সবার দোয়া আর ভালবাসা নিয়ে খুব শিগ্রই আমি শুরু করতে যাচ্ছি  ''মাইক্রোসফট অফিস ২০০৭''  এর উপর তৈরি করা সম্পূর্ণ কোর্স। যার পুরটাই নিয়মিত ভাবে প্রকাশ করা হবে শুধুমাত্র টেকটিউনস  এ। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম সর্ব ক্ষেত্রে সবার জন্য জেনে রাখাটা  খুব প্রয়োজন বলে আমি মনে করি এবং বেশির ভাগ মানুষই এর কম বেশি জানে বলে আমার ধারনা। কিন্তু মাইক্রোসফট অফিস প্রোগ্রাম খুব ভালো ভাবে অনেক কম মানুষই জানে এবং অনেকে কোর্স ফি দিয়ে এর সম্পূর্ণ কোর্স করছে। তবে আমি মনে করি আমার এখানে শেয়ার করা মাইক্রোসফট অফিস ২০০৭ এর পুরো কোর্স টি ধাপে ধাপে সম্পূর্ণ করলে তাঁর আর কোন প্রয়োজন হবেনা।



এখানে আমরা যা যা শিখবো...... 

  • Microsoft Office Word 2007
  • Microsoft Office Excel 2007
  • Microsoft Office Access 2007
  • Microsoft Office PowerPoint 2007 

এই কইটির বাহিরে আমাদের অফিস প্রোগ্রাম জানার প্রয়োজন পরেনা তাই আমারা এই কইটি মোটামুটি ভালো ভাবে শিখবো ইনশাআল্লাহ্‌।

কোর্স এর ধরন... 

এটি নিয়মিত ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে প্রকাশ করা হবে। যার ফলে সবার শেখাটা অনেক সহজ হবে এবং সহজে সবাই সব বিষয় গুলো বুঝতে পারবে।

কারো কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে এখানে সেটার সমাধান দেয়া হবে অথবা ফেসবুক এ মেসেজ এর মাধ্যমে সমাধান দেয়া হবে।

যারা এই সম্পূর্ণ কোর্স টি করতে ইচ্ছুক তাদের জন্য করনীয়... 

আপনি যদি ''মাইক্রোসফট অফিস ২০০৭''  সম্পূর্ণ কোর্সটি করতে চান তাহলে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন। আপনাদের কমেন্ট এর উপরে আমার এগিয়ে জাওয়ার উৎসাহ নির্ভর করছে। (যত বেশি কমেন্ট ততো বেশি সম্ভাবনা) 

পোস্ট টি সকলের সাথে শেয়ার করুন।

ফেসবুক এ আমাকে এড অথবা ফলো করুন। (কোর্স আপডেট এর জন্য) 



দেখে নিন আমাদের ''মাইক্রোসফট অফিস ২০০৭''  কোর্স এর প্রথম ধাপ এর বেনার 🙂

Level 0

আমি Imran Shojib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানেত চাই অেনক িকছু। Help me...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

chaliajan vai.ami asi

আমি “মাইক্রোসফট অফিস ২০০৭” কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র জমা দিলাম 🙂

নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্দোগ, চালিয়ে যান আমি আছি আপনার সাথে। তবে আর একটি কথা ভিডিওর পাশাপাসি বিকল্প হিসেবে একটি করে পিডিএফ ফাইল তৈরি করলে মনে হয় ভালো হতো, যেমন এত বড় একটা প্রযেক্ট হাতে নিতে যাচ্ছেন সব মিলিয়ে এই প্রযেক্ট এর পুরো ভিডিও টিউটোরিয়াল এর সাইজ অনেক বড়ই হবে যা পিডিএফ করলে অনেক ছোট হবে। তবে যার যেটা প্রয়োজন হবে সে সেইটা ডাওনলোড করে নিবে।

    @মাহমুদ কলি।: শুক্রিয়া এবং অনেক ধন্যবাদ ভাইজান।

    আসলে পিডিএফ ফাইল নেট এ ছিটিমিটি ভাবে হলেও অনেক আছে যার ফলে এর দরকার হবেনা মনে করছি তবে প্রয়োজন পরলে সেটাও বাদ দিবনা ইনশাআল্লাহ্‌ ।
    আর ভিডিও ফাইল গুলোকে খুব ছোট ছোট সাইজ এ সাজানো হয়েছে যাতে সবাই খুব সহজে এটি উপভোগ করতে পারে। 🙂

ভাই ব্যনারটা ঠিক মতো show করছেনা, একটু দেখেনতো ❓

    @ধূপছায়া: ভাইজান আমিও দেখলাম কিন্তু বুঝতে পারছিনা সমস্যা কথাই। 🙁 তবে আপনি উপরের লিঙ্ক টাতে ক্লিক করে দেখে নিতে পারেন।

@Razu: Raju ভাইর সাথে একমত।

Level 0

“মাইক্রোসফট অফিস ২০০৭” কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র জমা দিলাম

Level 0

“মাইক্রোসফট অফিস ২০০৭” কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র জমা দিলাম

খুব ভাল উদ্যোগ। চালিয়ে যান – আমরা প্রস্তুত আছি।

Application Submitted . Waiting For result .

Level 0

আমিও মাইক্রোসফট অফিস ২০০৭” কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র জমা দিলাম

Level 0

মাইক্রোসফট অফিস ২০০৭” কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র জমা দিলাম

“মাইক্রোসফট অফিস ২০০৭” কোর্সে ভর্তির দরখাস্ত জমা দিলাম।

সাথে আছি।।

Level 0

apnar sathe achi vai.caliye jan

Level 0

Me too.

Level 0

Vai amio achi apnar ei course e…

Level 0

It’s a praise worthy attempt. pls start as early as possible

Level 0

হুম… খুব ভালো

Level 0

vi ame sekta chi ki vhaba download korbo.pl help

Chalie jan sate a6i.

Level 0

khub valo. Amio shikte chai.

“মাইক্রোসফট অফিস ২০০৭” কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র জমা দিলাম

স্বাগতম এবং সবাইকে অনেক ধন্যবাদ । ইনশাআল্লাহ্‌ খুব অল্প সময়ের মধ্যে আমাদের কোর্স শুরু করা হবে ।
সকলের জন্য শুভ কামনা রইল ।

অপেক্ষায় রইলাম।

Level 0

Tkank you for give me the chance to be a part of your try.

Level 2

vai ami o aci .pawa jabe to .

Level 0

vai chalaye jan ,ami apar sathe asi

Valo uddok ami o er sathe asi.