উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যাদের কম্পিউটারে হাতে খড়ি তাদের প্রোগ্রামিং এর হাতে খড়ি হোক ভিজ্যুয়াল বেসিক দিয়ে। অন্তত প্রোগ্রামিংকে সহজ বোধগম্য ও আগ্রহ তৈরির জন্য। কারন শুরুতেই সি বা কিউবেসিক দিয়ে প্রোগ্রাম কোড লিখে কনসোল (কালো) স্ক্রিনে রান করালে নতুন ব্যবহারকারীরা প্রোগ্রামিং এবং প্রোগ্রামের পার্থক্য বুঝতে অনেকেরই কস্ট হয়। অনেকেই ভাবে এই যোগ বিয়োগ করার জন্য এত ঝামেলার কি দরকার?
ভিডিও টি দেখতে বা ডাউনলোক করতে নিচের ছবিতে ক্লিক করুন।
যাই হোক উইন্ডোজ ব্যবহারকারীরা বিভিন্ন অবজেক্ট যেমন- টেক্স বক্স, কমান্ড বাটন, রেডিও বাটন, ড্রপ ডাউন লিস্ট, চেক বক্স,মেসেজ বক্স ইত্যাদির সাথে অতি পরিচিত। তাই শুরুতেই এসব অবজেক্ট দিয়ে ছোট ছোট প্রোগ্রাম তৈরি করে প্রোগ্রামের প্রোগ্রামিং এর মজা উপভোগ করা যায়। তার পর বস সি/সি++, জাভা ইত্যাদি।
এই ভিডিও টিউটোরিয়ালে ভিজুয়্যাল বেসিক এর উইন্ডোর বিভিন্ন অংশের পরিচিতি দেয়া হয়নি। সহজেই কালার প্রদর্শশনের জন্য একটি ছোট্ট প্রোগ্রাম তৈরি দেখানো হয়েছে। পরবরতী পর্বে উইন্ডোর পরিচিতি দেয়া হবে ইনশাআল্লাহ।
সময় থাকলে ঘুরে আসুন http://www.sardarsir.com
আমি সর্দার স্যার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank You for video tune