ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।আজ আপনাদের দেখাবো ছবির মধ্যে লেখা কিভাবে কপি করবেন?

এমন অনেক ছবি আছে যার মধ্যে অনেক গুরত্তপূর্ণ লেখা থাকে।আমাদের এই লেখা গুলো অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় এবং কপি করতে হয়।কিন্তু সাধারন ভাবে আমরা এই লেখা গুলো কে কপি করতে পারি না।

 ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে

 

ইচ্ছে করলে আপনি এই লেখা গুলো কে সহজেই কপি করতে পারবেন।এজন্য আপনাকে বেশি কিছুর প্রয়োজন হবে না।শুধু মাত্র  Microsoft Office OneNote হলেই চলবে।

প্রথমে Microsoft Office OneNote রান করুন

তারপর ইমেজ টাকে কপি করুন (any format whether jpg, bmp, png  etc) এবং পেস্ট করুন Microsoft Office OneNote এ। মনে রাখবেন “open with” করতে যাবেন না।তাহলে আপনাকে error দেখাবে।

 

 ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে

 

এখন যে লেখা গুলো কপি করবেন টা সিলেক্ট করুন তারপর রাইট ক্লিক করে Copy Text From Picture” ক্লিক করলেই আপনি অনায়াসে লেখাগুলোকে কপি করে যে কোন Word Document এ পেস্ট করে নিতে পারবেন।
 ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে

আপনি যদি  formatting of the pasted content সম্বন্ধে চিন্তিত হন তাহলে paste option এ “Keep Source formatting” সিলেক্ট করে নিন।

আজ এ পর্যন্তই।ভুল হলে মাফ করবেন।
আমার নিজেরও একটি ব্লগ আছে ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন  পিসি বাংলাদেশ

ফেসবুক এ আমার পেজ পিসি বাংলাদেশ ও গ্রুপ   পিসি বাংলাদেশ

Level New

আমি শাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্মন্ধে তেমন বলার কিছু নাই। নাম মোঃ শাফিউল ইলাম। বাড়ি টাঙ্গাইল জেলায়। কম্পিউটার সম্মন্ধে আমার তেমন কোন ধারনা নেই।সবার দেখাদেখি আমিও লিখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 0

ভাই আপনার সাইটের টেমপ্লেটটা অনেক সুন্দর!!
এটা কী ফ্রি টেমপ্লেট?নামটা বলা যাবে>?

Level 0

বাংলা হয়না । অর্থাৎ বাংলা লেখা কপি করা যায়না ।

Level New

Thanku vai tips ta jana chilo na. onek din dhore arokom kichu chachilam.
Thanks.

বাংলা লেখার ক্ষেত্রে???

Level 2

Tnx a lot

আপনাদের কেউ ধন্যবাদ

খুব সুন্দর পোস্ট।শেয়ার করার জন্য ধনবাদ।

কোন ফ্রন্ট দিয়ে লেখা হয়েছে সেটা কি বুঝা যাবে। ফ্রন্ট জানার জন্য একটা টিউন হয়েছিল সেটা এখন খুজে পাচ্ছি না।

Oshadharon!!!!! Donnobad notun kichu Shekhanoy…….

JOTIL

আমার কাছে সফট নাই। ৪২০ মেগা অনলাইনে দেখা। ডানলোড দিয়া ঘুম যাই তে হবে। রাখি ভাল টিউন।

Level 0

josh