এম এস এন ম্যাসেঞ্জার নামটি শুলেই আমরা বুঝতে পারি এটি মাইক্রোসফট এর একটি যোগাযোগ মাধ্যমের সফটওয়্যার । এক সময় এটি ব্যাবহার অনেক বেশি আকারে ছিল। অফিস , কিংবা বাসাতে সব যায়গাতে এটির ব্যাবহার অনেক বেশি ছিল । এক কথাতে সবাই এটির উপর বেশি নির্ভরশীল ছিল। সেই সময় টেকনোলজি এর এখনকার সময় এর টেকনোলজি মধ্য অনেক পার্থক্য। এম এস এন ম্যাসেঞ্জার এর মাধ্যমে সবাই ছবি আদান প্রদান করে থাকত এবং অফিস এর সব কাজ এটির মাধ্যমে করা হয়ে থাকত । এখন সময় হয়েছে সব কিছু পাল্টে ফেলার । ঠিক তেমনি, এম এস এন ম্যাসেঞ্জার আর এম এস এন ম্যাসেঞ্জার থাকবে না । এম এস এন ম্যাসেঞ্জার ইন্সটল করার পর একটি আপডেট অপশন্স আসবে। আপডেট করার পর আপনি দেখবেন এটি স্কাইপ এর সাথে সংযুক্ত হয়ে গেছে । আপনি এখন মনে করতে পারেন আপনার এম এস এন ম্যাসেঞ্জার এর কন্টাক্ট লিস্ট কি উধাও হয়ে যাবে ? না , এটি স্কাইপ এর সাথে অ্যাড হয়ে যাবে । আপনি প্রথম যখন স্কাইপ ব্যাবহার করবেন এম এস এন ম্যাসেঞ্জার থেকে তখন আপনার হটমেইল অথবা লাইভ আইডি দিয়ে লগইন করতে হবে। অন্যান্য ফিচার যা ছিল তাই থাকবে কোন পরিবর্তন হবে না।
আমি হাসান তানভীর মনসুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এম এস এন ম্যাসেন্জার একটা ভুয়া ম্যাসেন্জার।একটুও পছন্দ হয় না