আপনি যদি লেখেন h2o এবং তা সাথে সাথে রাসায়নীক সমীকরন রুপেH2O হয়ে যায় কেমন হবে? অথবা h2o লেখার সাথে সাথে এর ডায়াগ্রাম যদি অটোমেটিক ভাবে আকা হয়ে যায় তাহলে কেমন হয়?? অনেক সুন্দর তাই না?
যাদের দুটি একটি ইকুয়েশন লিখতে হয় ওয়ার্ডে তারা এ মাইক্রোসফট ওয়ার্ডের এইএডইন টি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। সহজেই ব্যবহার যোগ্য এটি আপনাকে অনেক সাহায্য করবে আপনি যদি রসায়ন বা কেমিকেল নিয়ে পড়ে থাকেন।
ডাউনলোডঃ Chemistry Add-in for Word v1.0.1
অথবাঃ chemistry Add-in for Word - Version 1.0.1 এখানে গিয়ে ডাউনলোড করে নিন।
ডাউনলোডের পর ইনস্টল করুন। যদি না করতে পারেন তাহলে এ টিউটোরিয়াল টা দেখতে পারেন। ইংরেজীতে। ইনস্টল করা সহজ, অন্যান্য সফটওয়ার এর মতো।টিউটোরিয়াল দেখার মত কঠিন না।
রাসায়নীক সমীকরন লেখার জন্য সত্যি কাজে দিবে। ইন্সটল করার পর আপনি উপরের মেনুবারে নতুন একটা মেনু পাবেন। রাইট ক্লিকেও নতুন একটা অপশন যোগ হবে। যা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!