জ্বি বন্ধুরা। আমরা যারা Microsoft Office এ মাঝেমধ্যে কোন কিছু Type বা কাজ করতে হয়, অনেক সময় এমনও টাইপ করার প্রয়োজন হয়। যেমন এক লাইন বাংলায় তারপরের লাইন ইংরেজিতে। এধরণের লেখায় বারবার মাউস ব্যবহার করে ফন্ট পরিবর্তন করতে হয়। যাতে করে টাইপ করার সময় অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তাই বাংলা ইংরেজি একসাথে টাইপ করতে চাইলে অবশ্যই নির্দিষ্ট বাংলা ও ইংরেজি ফন্টগুলোকে আমাদের কীবোর্ড শর্টকার্ট করে রাখা উচিত। তাতে করে বাংলা ইংরেজি একসাথে টাইপ করতে পারবেন অনেক দ্রুত।
বাংলা লিখতে আমরা সাধারণত যে ফন্ট ইউজ করি = SutonnyMJ
আর ইংরেজি লিখতে ব্যবহার করি = Times New Roman এই ফন্টগুলোকে আপনি আপনার MS Word Office এ শর্টকার্ট কী হিসেবে সেট করে নিতে উপরের ছবিটা খেয়াল করুন। ছবিটাতে আমি ধাপে ধাপে নাম্বার অনুযায়ী অপশনগুলো মার্ক করে দিয়েছি, যাতে করে ছবিটা দেথে আপনি 2 মিনিটেই আপনার MS Word এ বাংলা ও ইংরেজি ফন্ট (SutonnyMJ এবং Times New Roman) গুলো কীবোর্ড শর্টকার্ট হিসেবে সেট করে রাখতে পারবেন।
যেমন আমার কম্পিউটারে আমি শর্টকার্ট করেছি এইভাবে = Alt+S (SutonnyMJ) এবং Alt+E (Times New Roman)। তাই বাংলা ও ইংরেজি একত্রে টাইপ করার সময় শুধু Alt+S চাপলেই বাংলা ফন্ট চলে আসবে এবং Alt+E চাপলে আবার ইংরেজি ফন্টে লিখতে পারবো। তবে একটা কথা খেয়াল রাখবেন। যখন ইংরেজি ফন্টে টাইপ করবো, তখন সাথে সাথে আবার Ctrl+Alt+B চাপবেন। তাহলে বিজয় বায়ান্নোতে দেখতে পারবেন English লেখা Show করছে। আবার বাংলা লেখার সময় আবার Ctrl+Alt+B একসাথে চাপবেন। তাহলে দেখবেন বিজয় বায়ান্নোতে বাংলা Show করছে।
আশা করি উপরের ছবিটা Step by Step Follow করলে আপনি 2 মিনিটেই আপনার কম্পিউটারে বাংলা ও ইংরেজি ফন্টগুলোকে আপনার ইচ্ছামত কীবোর্ড শর্টকার্ট করে রাখতে পারবেন, আর আরো দ্রুত টাইপ করতে পারবেন।
না বুঝতে পারলে অবশ্যই আমাকে টিউমেন্ট করে জানাতে পারেন।
Ms Word সম্পর্কে আমি যতটুকু জানি, আপনাদের সাথে সবসময় শেয়ার করব।
ধন্যবাদ।
এটা আমার 7ম টিউন।
আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং ফটোশপ। Computer Operator, Noakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।