আমি আজকে দেখাবো কিভাবে Microsoft excel এবং word ব্যবহার করে অল্প সময়ে কয়েকশত students এর marksheet তৈরি করা যায়। নিচের download link এ ভিডিও সহ marksheet এর sample এবং student দের তথ্য এবং subject wise mark entry সহ excel file দেওয়া আছে।
Download: Tutorial materials download link.
কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনার প্রতিষ্ঠানের marksheet এর sample তৈরি করতে হবে। একটি excel file এ logical manner এ সুন্দর করে ডাটা entry করতে হবে। এরপর ঐ excel file থেকে কিভাবে ডাটা এনে এক সাথে সব student দের marksheet automatically তৈরি করবেন তা ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে এবং আলোচনা করা হয়েছে। আশা করি tutorial টি দেখে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করতে পারবেন।
যেকোন পরামর্শ বা তথ্যের জন্য comment বা মেইল করুন [email protected]
আমি মোঃ হারুন অর রশিদ। IT Manager, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।