Microsoft Office 2007 full Course চ্যালেঞ্জ! এ্যডভান্স কিছু শিখতে পাবেন

আমি রায়হান চৌধুরী, এম.এস. ওয়ার্ড এর সাথে পরিচয় নেই এমন আইটি প্রেমি মানুষ খুঁজে পাওয়া যেমন দায়। ঠিক তেমনি প্রতিনিয়ত এর চর্চা করা এবং এর নতুন নতুন ফিচারগুলো আবিস্কার করার লোক খুজে পাওয়াও দায়। তাই  আজ আমি আপনাদের সাথে বহুল প্রচলিত এম.এস ওয়ার্ড 2007 এর একটি কমপ্লিট রেফারেন্স শেয়ার ইচ্ছে করেছি।

আমি মনে করি আমি যা শেয়ার করব এর ৯০% আপনার জানা আছে। তারপরও নতুনদের জন্য একটি কমপ্লিট রেফরেন্স তৈরী করার চেষ্টা করেছি। বাট বাকী ১০% আপনার অবশ্যই কাজে আসবে।

Style Reference: এম.এস.ওয়ার্ডে এটি অত্যন্ত কাজের একটি ফাংশন। বিশেষ করে যারা ইবুক অথবা ম্যাগাজিন তৈরি করেন, তাদের জন্য এটা জানা খুবই জরুরী। ফাংশনটি আপনার ৭৫% সময় বাঁচাবে।

Clickable Index: প্রায় ইবুকেই এর ব্যবহার লক্ষ করা যায়। Content কে কিভাবে Index বা সূচির সাথে linked করা যায় আপনি ভিডিওতে দেখে নিজেই করতে পারবেন।

=RAND() : এটি  একটি সূত্র যা ব্যবহার করে ইচ্ছেমত ডামি Paragraph যুক্ত করতে পারবেন।

Here goes the link:

যেহেতু ক্লাসটিতে যারা Participate করেছেন তাদের সবারই বেসিক জানা ছিলো এবং সময় স্বল্পতার জন্য বিষয়গুলো স্ববিস্তারে বলা সম্ভব হয়নি তাই আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয়, তাহলে টিউমেন্টে জানালে আমি উত্তর দেয়ার চেষ্টা করব।

আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।

আমার চ্যানেলটি Subscribe করলে আপনি গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন শিখতে পারবেন।

Level 0

আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় রায়হান চৌধুরী,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।