আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, নতুনদের জন্য নিয়ে এলাম মাইক্রোসফট ওয়ার্ড ২০১৩ এর একটি লাইভ ক্লাসের ভিডিও টিউটোরিয়াল, মূলত আমার পরিচিত কয়েক জনকে পারর্সনালি শিখানোর জন্য ধারাবাহিক ভাবে ক্লাস নিতেছি, সাথে ক্লাস গুলোর ভিডিও টিউটোরিয়াল করা হচ্ছে, এবং এ গুলো ইউটুবে আপলোড করা হবে, তাই কেহ চাইলে ভিডিও গুলো দেখে শিখতে পারেন, যদি আপনার শিখার ইচ্ছা থাকে, পূর্বে থেকেই যদি আপনি কাজ জানেন তাহলে অযথা সময় নষ্ট করবেন না এই ভিডিও দেখে, ধন্যবাদ। আজ প্রথম ক্লাস শেয়ার করলাম, প্রথম ক্লাসে যা যা শিখানো হয়েছে তার লিস্ট নিচে দেয়া হলোঃ
MS Word (Part 01 File Options) Office Professional Plus 2013
1. Create new Blank Document
2. How to typing on your keyboards, i mean right way for writing
3. Word “Open” options with recent documents
4. How to save documents?
5. How to use password in your documents
6. How to remove your password in your documents
7. Save as your documents
8. Save as docx or doc format
9. How to print your documents
10. How to show print preview
11. Options Setting
12. option setting-general
13. option setting-display
14. How to change auto save option
15. how to off autoCorrect Options
16. Options-Advanced
17. Add Custom menu
18. Customize Menus items
19. Customize Quick Access Toolbar
20. Install language pack.
21. And more.
ভিডিওটি দেখতে এবং ডাউনলোড করতে নিচের সোসিয়্যাল আইকনে ক্লিক করে যে কোন একটি যায়গাতে শেয়ার করুন তাহলেই ভিডিও দেখতে পারবেন এবং সাথে ডাউনলোড লিংকও পাবেন ধন্যবাদ
আমাদের ইউটুব চ্যানেল subscribe করতে ভুলবেন না 🙂 চ্যানেল লিংক, Coding Bank
আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।