নিয়ে নিন সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী ১৫টি চমৎকার CV এর ডিফল্ট ফরম্যাট আর জেনে নিন CV তৈরির সময় কি কি বিষয় মাথায় রাখা দরকার

আসসালামু আলাইকুম,

চাকরি প্রাথীদের নিজেকে সঠিকভাবে উপস্থাপনের সর্বপ্রথম ধাপ হল একটি চমকপ্রদ CV বা জীবন বৃত্তান্ত।

একটি চমকপ্রদ CV দেখেই কোম্পানি গুলো আপনার সম্পর্কে প্রাথমিক ধারনা লাভ করে। কথায় আছে না "first impression is the best impression"। তাই আপনার CV টি হয়া দরকার সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী।

আমি আজ আপনাদের ১৫টি ভিন্ন ফরম্যাটের CV  এর ডিজাইন এর লিংক দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী একটি CV তৈরি করতে পারবেন।

CV 1
CV 2

ডাউনলোড লিংকঃ CV FORMAT

আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর রাখবেন—

১. একজন চাকুরীদাতা গড়ে একটি জীবনবৃত্তান্ত (CV)-এর উপর ৩০ সেকেন্ডের বেশী সময় দেয় না ৷ সুতরাং এটি হতে হবে সংক্ষিপ্ত ৷ তথ্যগুলোর উপস্থাপন হতে হবে সুস্পষ্ট ৷ অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য পরিহার করতে হবে ৷

২. একজন অনভিজ্ঞ/সদ্য পাস করা চাকুরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত এক থেকে দুই পাতার বেশী হওয়া কোনভাবেই উচিত্ নয় ৷

৩. আপনার জীবনবৃত্তান্ত হচ্ছে আপনার নিজেকে বিপণন করার মাধ্যম ৷ সুতরাং এটি হতে হবে আকর্ষণীয় ৷ তবে চটকদার কোন কিছু যেমন রঙিন কাগজ বা রঙিন কালি ব্যবহার করবেন না ৷ কোন কিছু Highlight করতে হলে সেটিকে Bold, italic বা underline করতে পারেন ৷

৪. মনে রাখবেন, আপনার জীবনবৃত্তান্তের মধ্যে যদি কোন বানান ভুল বা ভাষাগত/ Grammatical ভুল থাকে তবে সম্ভাব্য চাকুরীদাতার আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হবে ৷ এটি প্রকাশ পাবে যে আপনি কোন কাজই নির্ভুল ভাবে করতে সক্ষম নন ৷ সুতরাং একটি CV তৈরীর পর সেটি নিজে ভাল করে পড়ুন এবং শুদ্ধ ইংরেজী জানেন এমন ব্যক্তিকে দেখিয়ে নিন ৷

আশা করি এই টিউনটি সবার খুব কাজে আসবে।

বিঃদ্রঃ প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।

ভাল থাকবেন সবাই।

 

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

AVG ভাইরাস হিসেবে Detect করছে। এর কারন কি?

ভাই…আমি নিজেও তো AVG use করি…আমারতাতে ত ধরে না…আর কারো কি প্রব হচ্ছে??

অনলাইনে PTC সাইটে কাজ করছেন বা করতে চান। Paidverts,Ayuwage,Traffic Monsoon, Adfiver, Neobux, Littlebux ইত্যাদি সাইটে কাজ করার আগে একবার টিউন টি পড়ুন(পরে পস্তাবেন না): https://www.techtunes.io/?p=402219 .

vi amr microsoft 2003 . kinto suport kortese na keno . rar file a jekhono akta cv open korle box ar moto hoea jae. problem ta kothae

    ভাই ফিলেগুলো ২০০৭ ফরম্যাট এর

AVast বলছে এটা ভাইরাস , ডাউনলোড হচ্ছে না । অন্য কোন লিংক দিন দয়া করে ।

জাজাকাল্লাহ ভাই ডাউনলোড হয়ছে । ক্রিয়েট ডাউনলোডে কিল্ক করার পর ডাউনলোড হয়েছে