কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে Fillable Form তৈরী করা যায়

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি নতুন টিউনার তাই ঠিক মতো ‍সাজিয়ে লিখতে পরবো কি না জানি না। তাই প্রথমেই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন

আর মডারেটর ভাইদের বলছি যদি কোন নীতমালা ভঙ্গ করি তাহলে প্রথমেই যেন আইডি বন্ধ করে না দেন এটা আমার অনুরোধ।

অনেকদিন ধরে কোন কিছু নিয়ে টিউন করা হয় না তাই ভাবলাম কিছু একটা লিখি। যা হউক কাজের কথায় আসা যাক আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে Fillable Form তৈরী করা যায়। প্রথমেই এখান থেকে ডেমো দেখে নিন।

প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড open করুন। তারপর File থেকে Option এ ক্লিক করুন, বুঝতে সমস্যা হলে নিচের চিত্র দেখুন।

 

তাহলে এই রকম আসবে।

 

এখান থেকে বাম পাশে Customize Ribbon এ ক্লিক করুন এবং ডান পাশে Main tabs থেকে “Developer”  এ টিক দিন এবং “OK”  করে বেরিয়ে আসুন।

এখন আপনার নিজের মতো করে একটা ফরম তৈরী করুন, অর্থাৎ যে ভাবে একটি CV তৈরী করা হয়, সে রকম একটা তৈরী করুন এবং ডান পাশে ফাকা রাখুন। অর্থাৎ নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকান ইত্যাদি দিয়ে।

এখন মেনু বার থেকে “Developer”  এ ক্লিক করুন। এখোন যেখানে প্রার্থীকে পূরন করতে দিতে চান কার্সর রাখুন এবং চিত্রে দেখানো স্থানে ক্লিক করুন পরপর।

এই ভাবে প্রত্যেকটা ঠিক করে নিন, এবং ওখানে বিভিন্ন অপশন পাবেন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।যেমন ড্রপডাউন মেনু, টিক মার্ক ইত্যাদি।

এবার আমরা ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্ট করবো, এই জন্য মেনু বার থেকে Restrict Editing এ ক্লিক করুন।

তাহলে ডান সাইডে এই রকম সাইড বার আসবে

বক্সের ভেতর যেরকম আছে সেইভাবে সেটিং করুন এবং Yes Start Inforcing Prootection এ ক্লিক করুন।

তাহলে দুই বার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে ওকে করুন এবং সেভ করুন।

ব্যাস আপনার কাজ শেষ।

এখন আমি যেটা তৈরী করলাম সেটা দেখুন এখান থেকে ।আমার মনে হয় আমি ঠিক মত বুঝাতে পারিনি তাই কারও যদি কোন সমস্যা থাকে তাহলে টিউমেন্ট করবেন আশাকরি সাহায্য করার চেষ্টা করবো।

বি:দ্র: এই টিউনটি Office Word 2013 তে করা, 2010 ও 2007 এ একই রকম (পরিক্ষীত) অন্য কোন ভার্শনে কাজ করবে কি না জানি না।

এই টিউনটি প্রথমে আমার নিজের ব্লগে প্রকাশিত।

 

Level 1

আমি সাব্বির ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই গুরুত্বপূর্ণ।
আমি করেছিলাম কিন্তু ইহাতে
this modification is not allowed because the document is opened for viewing only
আসে কোন কিছু লিখতে পারিনা। এখন কি করব?

    ওহাব ভাই আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। 6 নং চিত্রের ডান পাশের বক্সটা ভালো করে লক্ষ্য করে, 1, 2,3 নং টা দেখে ভালোমত সেটিংটা ঠিক করেন আশাকরি ঠিক হয়ে যাবে।
    আপনার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি 2 নং এ Editing Restriction এ Allow only this type of editing in this document এ টিক দিন এবং নিচে Filling in forms সিলেক্ট করুন তাহলে হয়ে যাবে আশাকরি।

পারতেছি না,
আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিবেন?

ভাই 2007 এ কিভাবে করবো? ডেভলোপার রিবন তো খুজেই পাই না

    ধন্যবাদ, ছন্নছাড়া জিসান ভাই কমেন্ট করার জন্য। 2007 এ তো একই রকম হওয়ার কথা।
    প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড open করুন। তারপর File থেকে Option এ ক্লিক করুন, বুঝতে সমস্যা হলে নিচের চিত্র দেখুন।
    এখান থেকে বাম পাশে Customize Ribbon এ ক্লিক করুন এবং ডান পাশে Main tabs থেকে “Developer” এ টিক দিন এবং “OK” করে বেরিয়ে আসুন।
    2 ও 3 নং চিত্র দেখুন।

    মোঃজাহিদুল ইসলাম জিহাদ আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য।